সাপ্তাহিকী
ওসাকা শহরের ছবি, তুলেছেন Aya Brackett
Creativity is the residue of time wasted.---Albert Einstein
হাইফাই ডিনারের নেমন্তন্ন পেয়েছেন? গিয়ে বোকা না বনতে চাইলে পড়ে রাখুন।
অবসর পেলে আমি বই পড়ি, অবান্তর লিখি, মাকে ফোন করি, সত্যি সত্যি যা করি।
সবশেষে রইল এ সপ্তাহের গান। ভালো লাগল কি না জানাবেন।
আর কী? ভালো হয়ে থাকবেন, ভালো খাবেন, ভালো জায়গায় ঘুরতে যাবেন, সোমবার সকালে আবার অবান্তরের পাতায় দেখা হবে। টা টা।
আর কী? ভালো হয়ে থাকবেন, ভালো খাবেন, ভালো জায়গায় ঘুরতে যাবেন, সোমবার সকালে আবার অবান্তরের পাতায় দেখা হবে। টা টা।
bah!chabita darun
ReplyDeleteভালো না?
Deleteসাপ্তাহিকি গুলো দারুন ! আর একটা কথা , 'কথাচ্ছলে মহাভারত' আপনিই লেখেন তাইনা ?
ReplyDeleteধন্যবাদ কৌস্তুভ, কিন্তু 'কথাচ্ছলে মহাভারত' আমি লিখি না। আপনি বলার পর আমি গুগল করে দেখলাম ব্যাপারটা কী, আমার সঙ্গে এর কোনও সম্পর্কই নেই।
Delete