একটা ছোট্ট আর যুক্তিবাদী মেয়ের ছড়া




A.A. Milne-র লেখা Now We Are Six বইয়ের জন্য  E. H. Shepherd-এর আঁকা ছবি, গুগল ইমেজেস থেকে নেওয়া। নিচের কবিতাটিও ওই বইয়েরই।



THE GOOD LITTLE GIRL
A. A. Milne
It’s funny how often they say to me, “Jane?”
“Have you been a good girl?”
“Have you been a good girl?”
And when they have said it they say it again,
“Have you been a good girl?”
“Have you been a good girl?”
I go to a party, I go out to tea,
I go to an aunt for a week at the sea
I come back from school or from playing a game;
Wherever I come from, it’s always the same:
“Well?
Have you been a good girl, Jane?”
It’s always the end of the loveliest day:
“Have you been a good girl?”
“Have you been a good girl?”
I went to the Zoo, and they waited to say:
“Have you been a good girl?”
“Have you been a good girl?”
Well, what did they think that I went there to do?
And why should I want to be bad at the Zoo?
And should I be likely to say if I had?
So that’s why it’s funny of Mummy and Dad,
This asking and asking in case I was bad,
“Well?
Have you been a good girl, Jane?”
 

Comments

  1. খুব সুন্দর ছড়া। অবশ্য চিরকাল লোকে মিষ্টির দোকানে গিয়েও জানতে চায়, "দাদা মিষ্টিটা টাটকা তো?" কোনদিন কোনও দোকানদারকে তো বলতে শুনিনি "ওটা বাসী, নেবেননা|"

    ReplyDelete
    Replies
    1. এই বিষয়ে একটা মজার গল্প আছে আমাদের বাড়িতে, দাঁড়ান বলি। আমার মা সবসময়ে দোকানে গিয়ে বলেন, "টাটকা দেখে দেবেন দাদা।" ফলওয়ালাকে, মিষ্টিওয়ালাকে, তরকারিওয়ালাকে। আমি জিজ্ঞাসা করেছি, কেন বল মা? মা তাতে বলেছেন, যে ওঁদের ওপর বিশ্বাস করলে ওঁরা ঠকাতে পারবেন না। বা কম পারবেন। বিবেকে অন্তত বাধবে।

      কিন্তু আমি আর বাবা কেউই এটা করতাম না, সেটা মা জানতেন এবং জেনে মোটেই খুশি হতেন না। তাই একদিন বাবাকে বাজার থেকে পাউরুটি আনতে বলে, মা আবার সঙ্গে জুড়ে দিলেন, "বিমলকে বোলো যেন একটু ভেতর থেকে দেয়।" অর্থাৎ কি না, নতুন ব্যাচে আসা পাউরুটিগুলো সব দোকানের ভেতরে রাখা থাকে, আর বাসিগুলো ডিসপ্লে করা থাকে, তাই মা যখনই পাউরুটি কেনেন, তখনই বিমলকাকুকে বলেন, "বাবা বিমল, একটু ভেতর থেকে দিয়ো বাবা।" বিমলকাকুও বাধ্য ছেলের মতো ভেতর থেকে একটা পাউরুটি এনে দিতেন।

      বাবা শুনে ভয়ানক হেসেছিলেন। এবং বিমলকাকুকে গিয়ে বলেছিলেন, "তোমার বৌদি বলেছে ভেতর থেকে পাউরুটি দিতে।" এ প্রায় বছরকুড়ি আগের কথা। তবু এখনও বিমলকাকুর দোকানে গিয়ে আমাদের বাড়ির সবাই "ভেতর থেকে" রসিকতাটা করে এবং হেসে গড়াগড়ি খায়।

      Delete
  2. khub khuub bhalo laglo.amar meyeke obossoi porabo, eta je or moner kotha :-)

    ReplyDelete
    Replies
    1. নিশ্চয় পড়াবেন। সব ছোট্ট মেয়ের এটা পড়া উচিত।

      Delete
  3. A A Milne rocks.

    I've seldom come across a better poet.

    ReplyDelete
    Replies
    1. রক্‌স্‌ কথাটা একদম ঠিক বলেছ।

      Delete

Post a Comment