সাপ্তাহিকী
দ্য লিটল মেরিলিন। আলোকচিত্রীঃ Edouard Boubat, 1975
When marrying, ask yourself this question: Do you believe that you will be able to converse well with this person into your old age? Everything else in marriage is transitory.---Friedrich Nietzsche
ছবিতে নিজেকে “হট্” দেখাতে চান? তাহলে এই কায়দাটা শিখতেই হবে। আমি শিখছি এবং
দিবারাত্র প্র্যাকটিস করছি। এর পর আমার ছবি দেখে আপনারা কেউ আমাকে চিনতেই পারবেন
না, দেখবেন।
ওপরের কেরামতিটা ম্যানেজ করে ফেলেছেন? গুড। এবার এটা শিখে ফেলুন। হোমরাচোমরা
কাউকে কখনও যদি বাড়িতে নেমন্তন্ন করেন কাজে লেগে যাবে।
"Youth is the gift of nature, but age is a work of art." সেই কথাটাই হাতেনাতে প্রমাণ করে দিয়েছেন Steve McCurry। (সুগত-র সৌজন্যে)
এ সপ্তাহের গান। শুনতে ভালো, দেখতেও মন্দ না।
Appraisal time of the year is coming...video ta dekhe nijeke ujjibito korun... :)
ReplyDeletehttp://www.youtube.com/watch?v=meiU6TxysCg
একেবারে আমার মনের কথা বলেছেন সৌমেশ। আমিও কোমর বাঁধছি এ বছরের মতো নিজেকে নম্বর দেব বলে। ভিডিও পাঠানোর জন্য অনেক ধন্যবাদ। এখন দেখছি না, একটু পরে আরাম করে বসে দেখব।
Deletelinkgulo darun .pratham chabita dekhe khub bhalo laglo...,..ar ei gantao pachanda hoyeche,tanujake amar besh bhalo lage
ReplyDeleteপ্রথম ছবিটা কী মজার না রে? আমি যতবার দেখছি, ততবার মুখটা হাসি হাসি হয়ে যাচ্ছে।
Deleteবাঃ, এক্কেবারে তিন-তিনখানা ফটোগ্রাফির লিংক। খুব ভাল লাগল। এবার থেকে selfie তুললে squinch করে তুলতে হবে। আর হাঁসটা তো আমি পরের দিন আপেল কিনলেই বানাব ঠিক করেছি।
ReplyDeleteটেবিল সাজানোর কায়দাটা অবিশ্যি আমার খুব একটা কাজে লাগার নয়, কারণ প্রথমত আমার বাড়িতে এখনও ডাইনিং টেবিল নেই, আর দ্বিতীয়ত যাদের আমি সাধারনত নেমন্তন্ন করে থাকি তারা কাঁটা চামচ সরিয়ে রেখে হাত দিয়ে খাওয়া পছন্দ করেন।
হাঁসটা আমিও বানাব সুগত। তারপর হাঁসের মুণ্ডু, গা, ডানা চিবিয়ে চিবিয়ে খাব। Squinch-এর টিপস্টা কেমন খুঁজে বার করে দিলাম বলুন? এবার থেকে দেখবেন আপনাকে ছবিতে হৃতিকের ভায়রাভাইয়ের মতো দেখতে লাগবে।
Deletechhobi tolar kaida koto sikhbo bhabi kichhui sekha hoina... sesh mesh oi jhopat kore click click, ki jani konodini sikhbo kina. link gulo r jonye onek dhonyabad.
ReplyDeletegaan ta boro bhalolage.
' দ্য লিটল মেরিলিন ' boro misti.
Deleteদ্য লিট্ল্ মেরিলিন সত্যি বড় মিষ্টি। আর ফোটোগ্র্যাফি শেখা নিয়ে দুঃখ পাবেন না ইচ্ছাডানা, অনেক শক্ত শক্ত জিনিস শিখেছেন সারাজীবনে, আর কিছু না শিখলেও দিব্যি চলে যাবে। গানটা আমারও খুব প্রিয়।
Deleteকদিন ধরেই মনে হচ্ছিল ঘ্যান্ ঘ্যান্ করে আর আপেল কাটতে ভাল লাগে না। আজকের ক্লিপিংটার জন্য তোমায় শুধু ধন্যবাদ দিয়ে মন ভরছে না
ReplyDeleteহাহা মালবিকা, ভালো হল বলুন তবে? এবার থেকে আর বোরিং আপেল খেতে হবে না, সেটাকে রাজহাঁস বানিয়ে খেতে পারবেন।
Delete