সাপ্তাহিকী



শিল্পীঃ Toni Demuro


আর্টবোদ্ধা হিসেবে নাম কিনতে চান? এই নিন চিট-শিট।


পাশবালিশ আমার ভালো লাগে না, তবে এই রকম দেখতে পাশবালিশ হলে ভেবে দেখতে পারি।


হগওয়ার্টস্‌ স্কুল কোথায় বলতে পারেন? মিডল আর্থ? না পারলে এই ম্যাপটা দেখে নিন।

লোকে কতরকম করে পয়সা রোজগার করে। এই ওয়েবসাইটে রেজিস্টার করলে এরা আপনারা রোজ একটু একটু করে গল্পের বই পড়তে পাঠাবে। যাতে বেশি সময় নষ্ট না হয়, আবার সাহিত্যচর্চাও ঘটে। 


আপনি কি এখনও আনস্মার্ট অ্যালার্ম ক্লক ব্যবহার করেন নাকি? ছো ছো। আইফোন আছে কী করতে? বালিশের তলায় রেখে ঘুমোতে যাবেন, বুদ্ধিমান আইফোন আপনার এপাশওপাশ করার ফ্রিকোয়েনসি ইত্যাদি দেখে বুঝে ফেলবে যে আপনার ঘুম থেকে ওঠার সময় হয়েছে না হয়নি।     

ব্যালে ভালো লাগে? নিউ ইয়র্ক সিটি ব্যালে স্কুল নিয়ে এই ডকুমেন্টারিটা দেখতে পারেন। একটু লম্বা, কিন্তু উইকএন্ড তো, একটু সময় না হয় খরচ হলই।


এই সপ্তাহে এই গানটা লুপে চলেছে আমার কম্পিউটারে। আমি নিশ্চিত আপনাদেরও গানটা অলরেডি ভালো লাগে।

Comments

  1. Ei re! Ebar amio loop e shunbo !

    ReplyDelete
    Replies
    1. শোন শোন। ভালো জিনিস বেশিবার শুনলে ক্ষতি নেই সোমনাথ।

      Delete
  2. হগওয়ার্টস্‌ স্কুল এর ম্যাপ এর সন্ধান পেয়ে দারুন লাগলো।
    Icelandic Dinosaur - বেশ মজাদার । লাইব্রেরি টি বেশ। গানটা অনেকদিন পর আবার শুনলাম - ধণ্যবাদ :-)

    ReplyDelete
    Replies
    1. ম্যাপটা ভালো কি না বলুন ইচ্ছাডানা? গানটা আমার ভীষণ প্রিয়।

      Delete
  3. Aha...ki gan sonalen...kotodin bade sunlam..

    ReplyDelete
    Replies
    1. যাক। ভালো জিনিস মনে করিয়ে দিতে প্রের ভালো লাগল।

      Delete
  4. thank u thank u ..gaantar janyo,kajer seshe ese abantor khullam,ar ei gaanta shunchi loop e ,er theke bhalo ki hote pare :-)

    ReplyDelete
    Replies
    1. সুমনের থেকে ভালো কিছু হওয়া সত্যি মুশকিল, সেটা ঠিকই বলেছিস তিন্নি।

      Delete
  5. ভুল ধারণার শেষটা পড়ে হাড় হিম হয়ে গেল।

    ReplyDelete
    Replies
    1. সিরিয়াসলি। জঘন্য ব্যাপার।

      Delete

Post a Comment