আপনার ব্রেনঃ ডানপন্থী না বামপন্থী?




উৎস গুগল ইমেজেস

একবার দেখলে সে মুখ আর ভোলেন না? মনের কথা পড়তে পারেন? কেম্ব্রিজ-ব্লু আর অক্সফোর্ড-ব্লু রঙের ফারাক খালি চোখে ধরতে পারেন? কবিতা লিখতে পারেন? কবিতা বুঝতে পারেন?

সব প্রশ্নের উত্তর যদি “হ্যাঁ” কিংবা “অফ কোর্স” হয়, তাহলে বলতে হবে আপনার “রাইট ব্রেন” দারুণ শক্তিশালী। আর যদি আপনি টপাটপ ভাষা শিখে নিতে পারেন, ফ্রাইডে নাইটের তর্কে বাকি সবার কান কেটে নিজের পকেটে পুরতে পারেন, মাসকাবারি বাজার করতে গিয়ে দোকানির থেকে তাড়াতাড়ি মুখে মুখে যোগ করে টোটাল দাম বার করে ফেলতে পারেন (তাও আবার উল্টোদিক থেকে দোকানির বিতিকিচ্ছিরি হাতের লেখায় লেখা ফর্দ পড়ে) তাহলে ধরে নিতে হবে আপনার “লেফট্‌ ব্রেন” ধুন্ধুমার।

আপনার কোনদিকের ব্রেন ডমিন্যান্ট সেটা জানতে হলে নিচের খেলাটা খেলুন। মোটে তিরিশ সেকেন্ড লাগবে খেলতে, কাজেই সময়নষ্টের দুশ্চিন্তা করবেন না। আর বলাই বাহুল্য, খেলার রেজাল্ট আমাকে এবং অবান্তরের অন্যান্য পাঠকদের জানাতে ভুলবেন না। এদের রেজাল্ট বলছে, আমি দু’দিকের ব্রেন একেবারে নিক্তি মেপে একেবারে ফিফটি-ফিফটি ব্যবহার করি। অর্থাৎ আমার লেফট্‌ এবং রাইট, কেউই কাউকে জমি ছাড়তে রাজি নয়।

আপনার রেজাল্ট কী বলছে?  
Which side of your brain is more dominant?
The 30-Second Brain Test


Comments

  1. amar 69% right ,31 % left ,kintu ami toh kobita likhi na !! :O

    ReplyDelete
    Replies
    1. এক্ষুনি লিখতে শুরু কর। দেখছিস ব্রেন রেডি হয়ে বসে আছে, লিখব মনে করলেই হুড়হুড়িয়ে কবিতা প্রোডাকশন শুরু করে দেবে।

      Delete
  2. আমার বামদিকেরটি মাত্র ১০% কাজ করে :-D .

    ReplyDelete
    Replies
    1. আমি অবশ্য ভেবেছিলাম কোনটিই ঠিকঠাক কাজ করেনা , কিন্তু খেলার ফল অন্যরকম বলছে :-)

      Delete
    2. দেখেছেন, নিজেকে কী রকম আন্ডারএসটিমেট করেছেন ইচ্ছাডানা? তবে আপনি দারুণ শৈল্পিক বোঝা যাচ্ছে কিন্তু। শিগগিরি ক্যামেরা কাঁধে বেরিয়ে পড়ুন, বা গান করুন বা নাচ করুন বা লিখুন---কিছু একটা করুন আরকি।

      Delete
  3. 69% right. Kintu ami sob mukh bhule jai, naam toh botei. :/

    ReplyDelete
    Replies
    1. আহা শুধু নাম দিয়ে কি হয়? বাকি অনেককিছুও তো জরুরি। তোমার লেখা এত সুন্দর, আমি একটুও অবাক হইনি যে তোমার রাইট ব্রেন জোরদার, বিম্ববতী।

      Delete
  4. কি মুশকিল। আমি নিজেকে লেফট ব্রেন ভাবতাম। এমনকি আপনার দেওয়া উদাহরণগুলোতেও নিজেকে লেফট ব্রেনই মনে হল। কিন্তু পরীক্ষার রেজাল্ট দেখি ৬৬ পার্সেন্ট রাইট ব্রেন। এদিকে আমি বাদামি আর গোলাপির তফাত বুঝিনা... কিন্তু দোকানদারের ফর্দ মুখে মুখে অনেকবার যোগ দিয়েছি।

    ReplyDelete
    Replies
    1. তাহলে আপনিও তিন্নির মতো দেবাশিস, সুপ্ত কবিপ্রতিভা নিয়ে বসে আছেন। অংকের দিকে জোর দিতে গিয়ে কবিতা লেখা প্র্যাকটিস কম হয়েছে। এবার থেকে সপ্তাহান্তে তিনটি করে কবিতা লেখার পথ্য করে দেখুন তো, আমি শিওর হাতেনাতে প্রমাণ হয়ে যাবে।

      Delete
  5. 53% Left, 47% Right! Aar Ichhadana-r motoi ami-o vabtaam kono ta-i thik kare kaaj kare na!

    ReplyDelete
    Replies
    1. নিজেকে কত কম চিনি আমরা দেখেছ কোয়েল। তবে তুমি প্রায় আমারই মতো মধ্যপন্থী দেখছি। হাই ফাইভ।

      Delete
  6. amaro pray soman soman, 54-46 :-) chirokal i jani ami madhyoponthi..

    ReplyDelete
    Replies
    1. মধ্যপন্থা জিন্দাবাদ স্বাগতা। ভার্চুয়াল কোলাকুলি করলাম তোমার সঙ্গে।

      Delete
  7. amar 79% left r 21% right ....:)

    ReplyDelete
    Replies
    1. এই তো একজন হইহই করে লেফট ব্রেনের জয়ধ্বজা উড়িয়ে এসেছে। খেলার জন্য আর খেলার রেজাল্ট জানানোর জন্য অনেক ধন্যবাদ রাখী।

      Delete
  8. Replies
    1. বাঃ পরপর দুজন বামপন্থী।

      Delete
  9. amar 69% left, 31 % right.................Tinni-r thik opposite

    ReplyDelete
    Replies
    1. এক্ষেত্রে নরানাং মাতুলং ক্রম হয়নি দেখা যাচ্ছে। ছেলেমানুষি খেলা খেলার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তিলকমামা।

      Delete
  10. Ami 79% left:(
    Baro sadh chilo jibone ekta kobita likhbo.Seta ei jibone aar hobena:((

    ReplyDelete
    Replies
    1. হাহাহাহা, আহা হবে না কে বলল, চেষ্টা করলেই হবে কথাকলি।

      Delete
  11. Amar dara kissu hobena. Ami naki left right dutoi equally use kori :( ekta 56% ekta 44%. jibone stand nite sikhlam na buhjle, dodullomaan i roye gelam!

    ReplyDelete
    Replies
    1. মধ্যপন্থা ক্লাবে সুস্বাগতম সুমনা। হাই ফাইভ।

      Delete
  12. ৬৬% বাম, ৩৪% ডান।

    ReplyDelete
    Replies
    1. আরে আপনিও বেশ বাম তো কৌশিক। গুড গুড।

      Delete
  13. Ami 62% right brained!! Unexpected result!!

    -Aparajita

    ReplyDelete
    Replies
    1. হাহা অপরাজিতা, দেখছ তো সবাই নিজের সম্পর্কে কী পরিমাণ ভুলভাল এক্সপেক্টেশন রেখে চলে। খেলার জন্য অনেক ধন্যবাদ।

      Delete
  14. Amar 56% left, 44% right. Khushi habo na dukkho pabo bujhlamna.

    ReplyDelete
    Replies
    1. আহা খুশিদুঃখের কী আছে। ফ্যাক্ট ইস ফ্যাক্ট, তার আবার ভালোমন্দ কীসের।

      Delete

Post a Comment