কুইজঃ শব্দ নিয়ে খেলা



উৎস গুগল ইমেজেস

চলুন, আজ একটা নেহাতই ছোটবেলার খেলা করা যাক। নিচে পনেরোটা শব্দ দেওয়া আছে। মানে একেবারে সাজিয়েগুছিয়ে দেওয়া নেই, একটু ওলটপালট করে দেওয়া আছে। আর যেহেতু এই ছোটবেলার খেলাটা আমরা বড়বেলায় খেলছি, তাই সম্মানরক্ষার খাতিরে শব্দগুলোর একটা করে অক্ষর উধাও করা হয়েছে। সেই উধাও হওয়া অক্ষরটিকে ধরে এনে সম্পূর্ণ শব্দটি সোজাভাবে লিখলেই আপনাদের কাজ শেষ।

বাকি কথাগুলো সবার জানা, তাও আরেকবার বলে দিচ্ছি। খেলা চলবে এখন থেকে শুরু করে চব্বিশঘণ্টা। দেশে মঙ্গলবার সকাল আটটা আর অ্যামেরিকার ইস্ট কোস্টে সোমবার রাত সাড়ে দশটা পর্যন্ত। ততক্ষণ আপনাদের কমেন্টস্‌ দেখতে পাব খালি আমি, আর কেউ নয়।

ওকে, লেগে পড়ুন তবে। অল দ্য বেস্ট।

*****

১. ন্ন প বা ভা শ

২.  নু তা ক তি গ

৩. ড় র ও য়া স

৪. ণা র গা বে গ

৫. য় বা তী তা জা

৬. য় প চ জ্ঞা অ রি

৭. ব্যা ম স র হা

৮. ল ন্ন য় ন শী

৯. রী দা ন গ বি

১০. ক তি র দা   

১১. খা ল উ রে   

১২. তি ক গ জা ম

১৩. র্ণা ক্র ব নু মি

১৪. ক রা হি ধা বা

১৫. মূ তু ল ল না

*****

খেলা শেষ। যাঁরা খেলেছেন, তাঁদের সবাইকে আমার অনেক ধন্যবাদ। এবার দেখা যাক উত্তরগুলো কী।

১. শত্রুভাবাপন্ন
২. গতানুগতিক
৩. ঘোড়সওয়ার
৪. গবেষণাগার
৫. জাতীয়তাবাদী
৬. অজ্ঞাতপরিচয়
৭. সমভিব্যাহার
৮. উন্নয়নশীল
৯. গগনবিদারী
১০. উদারনৈতিক
১১. উপকূলরেখা
১২. মহাজাগতিক
১৩. বর্ণানুক্রমিক
১৪. ধারাবাহিকতা। এই প্রশ্নটা ভালো হয়নি। ধারাবাহিক তো নিজেই একটা শব্দ। 
১৫. তুলনামূলক

Comments

  1. আরে এ জিনিস তো রবিবাসরীয়তে করতাম এককালে ... দারুণ মজার ব্যাপার ...

    ১. শত্রুভাবাপন্ন

    ২. গতানুগতিক

    ৩. ঘোড়সওয়ার

    ৪. গবেষণাগার

    ৫. জাতীয়তাবাদ

    ৬. অজ্ঞাতপরিচয়

    ৭. সমভিব্যাহার

    ৮. উন্নয়নশীল

    ৯. গগনবিদারী

    ১০. উদারনৈতিক / উদারনীতিক

    ১১. উপকূলরেখা

    ১২. মহাজাগতিক

    ১৩. বর্ণানুক্রমিক

    ১৪. ধারাবাহিক

    ১৫. তুলনামূলক

    ReplyDelete
    Replies
    1. অসাধারণ খেলেছ পিয়াস। হাততালি হাততালি।

      Delete
  2. ১ শত্রুভাবাপন্ন
    ২গতানুগতিক
    ৩ঘোড় স ওয়ার
    ৪গবেষণাগার
    ৫ জাতীয়তাবাদ
    ৬অজ্ঞাত পরিচয়
    ৭সমব্যাবহার
    ৮উন্নয়নশীল
    ৯গগনবিদারী
    ১০
    ১১উপকূল রেখা
    ১২মনজাগতিক
    ১৩ barnanukromik
    ১৪ ধারাবাহিকতা
    ১৫ তুলনা মূলক

    মিঠু

    ReplyDelete
    Replies
    1. ভেরি গুড মিঠু। কনগ্র্যাচুলেশনস।

      Delete
  3. ১ শঠভাবাপন্ন
    ২ গতানুগতিক
    ৩ ঘোড়সওয়ার
    ৪ গবেষণাগার
    ৫ জাতীয়তাবাদ
    ৬ অজ্ঞাতপরিচয়
    ৭ সমভিব্যাহার
    ৮ উন্নয়নশীল
    ৯ গগনবিদারী
    ১০ উদারপ্রকৃতি
    ১১ উপকূলরেখা
    ১২ মহাজাগতিক
    ১৩ বর্ণানুক্রমিক
    ১৪ ধারাবাহিকতা (এটা বাজে, কারণ শেষ অক্ষরটা বাদ দিলেও এটা একটা শব্দ, আর শেষ অক্ষরটাই তুই দিস্‌নি)
    ১৫ তুলনামূলক

    ReplyDelete
    Replies
    1. শঠভাবাপন্নও টেকনিক্যালি দেখলে একটা শব্দ বটে, কিন্তু শত্রুভাবাপন্নটা অনেক বেশি কমন। তবে তোমাকে আমি ফুল মার্কসই দিচ্ছি। খুব ভালো খেলেছ।

      Delete
  4. 1.শত্রুভাবাপন্ন
    2.গতানুগতিক
    3.ঘোড়সওয়ার
    4.গবেষণাগার
    5.বাতাসজাতীয়
    6.অজ্ঞাতপরিচয়
    --
    8.উন্নয়নশীল
    9.বিদ্যানগরী
    --
    11.উপলব্ধরেখা [???]
    12.সমজাগতিক [???]
    13.বর্ণানুক্রমিক
    14.ধারাবাহিক বা ধারাবাহিকতা
    15.তুলনামূলক

    ReplyDelete
    Replies
    1. হাহা সোহিনী, বাতাসজাতীয়টা ভালো ভেবেছ কিন্তু। বেশিরভাগই ঠিক হয়েছে, কাজেই পিঠ চাপড়ে দিলাম। খেলার জন্য অনেক ধন্যবাদ।

      Delete
  5. ১২ মহাজাগতিক হবে।

    ReplyDelete
    Replies
    1. মিঠু? ইয়েস, মহাজাগতিক।

      Delete
  6. 1.শ ম ভা বা প ন্ন
    2.গ তা নু গ তি ক
    3.ঘো ড় স ও য়া র
    4.kichu ekta গ ন ণা hote pare..r bhabte parchi na.:P
    5.জা তী য় তা বা দ
    6.অ জ্ঞা ত প রি চ য়
    7.স ম ব্যা য় হা র ??
    8.উ ন্ন য় ন শী ল
    9.গ গ ন বি দা রী
    10.উ দা র নৈ তি ক
    11.উ প কূ ল রে খা
    12.ম হা জা গ তি ক
    13.ব র্ণা নু ক্র মি ক
    14.ধা রা বা হি ক(etai kono অক্ষর na lagia sobdo gothon hochhe..etar jonno amar number kata gele khub kharap hobe.. :P)
    15.তু ল না মূ ল ক

    ReplyDelete
    Replies
    1. নম্বর কাটিনি সৌমেশ। খুব ভালো খেলেছেন। অভিনন্দন।

      Delete
    2. ami ki 1.শ ম ভা বা প ন্ন -er jonno number pachhi? :(
      chotobelay ek teacher sikhiachilo..bhul proshno mone hole number likhe jayga chere dibi..full marks pabi..amar ধা likhe chere dewa uchit chilo...:P

      Delete
    3. নিশ্চয় পাচ্ছেন সৌমেশ। আমার সঙ্গে শব্দের পছন্দ না মিললে তো ক্ষতি নেই, শব্দটা থাকলেই হবে।

      Delete
  7. ১০ উদারনৈতিক হবে। 'কৃ' তো নয়, 'ক'।

    ReplyDelete
  8. 1)shotrubhabaponno
    2)gotanugotik
    3)ghorshowar
    4)gobeshonagar
    5)jatiotabad
    6)ogyatoporichoy
    7)shomobhibyahar
    8)unnoyonsheel
    9)gogonbidari
    10)udarnoitik
    11)upokulrekha
    12)manojagotik
    13)bornanukromik
    14)dharabahikota
    15)tulonamulak

    ReplyDelete
    Replies
    1. তোয়া, খুব খুব ভালো হয়েছে খেলা। একেবারে একশোয় একশো। আর অবান্তরে এটাই বোধহয় প্রথম কমেন্ট? খুব ভালো লাগল।

      Delete
    2. hya eta prothom comment. Abhishek da eta bangla adda group e post korate jante perechi. Tomar blog ageo porechi, khubi pranjol ,saboleel,mojadaar lekha. gorgor kore pore fela jae. aro likhte thako! amrao pore/ quiz solve kore moja pai. :)

      Delete
    3. আরে তোয়া, প্রশংসা শুনে দিল খুশ হয়ে গেল। তোমার আরও অনেকদিন অবান্তর ভালো লাগুক, মনে মনে এই কামনাই করি।

      Delete
  9. 15 tulanamulak
    14 dharabahik
    13 barnananukramik
    8 unannayanshil
    9 gaganbidari
    2 gatanugatik
    6 agyatoparichay

    ReplyDelete
  10. 5 jatiyotabad
    12 mahajagotik
    4 gabeshanagar
    1 shatrubhabapanno

    ReplyDelete
  11. 3 ghorsawar
    7 samabhibyahar ( parini bodhay :-(
    10 udargatik ???? etao hayni nighat


    ReplyDelete
    Replies
    1. উদারগতিকের গতিকটা সুবিধের নয়। বাকি ফাটিয়ে দিয়েছিস। কনগ্র্যাচুলেশনস।

      Delete
  12. ১. ন্ন প বা ভা শ = দে শ ভা বা প ন্ন
    ২. নু তা ক তি গ = গ তা নু গ তি ক
    ৩. ড় র ও য়া স = ঘো ড় স ও য়া র
    ৪. ণা র গা বে গ = গ বে ষ ণা গা র
    ৫. য় বা তী তা জা = বা তা স জা তী য়
    ৬. য় প চ জ্ঞা অ রি = অ জ্ঞা ত প রি চ য়
    ৭. ব্যা ম স র হা = স ম ভি ব্যা হা র
    ৮. ল ন্ন য় ন শী = উ ন্ন য় ন শী ল
    ৯. রী দা ন গ বি = গ গ ন বি দা রী
    ১০. ক তি র দা উ = উ দা র * তি ক
    ১১. খা ল উ রে প = উ প কূ ল রে খা
    ১২. তি ক গ জা ম = ম হা জা গ তি ক
    ১৩. র্ণা ক্র ব নু মি = ব র্ণা নু ক্র মি ক
    ১৪. ক রা হি ধা বা = ধা রা বা হি ক তা
    ১৫. মূ তু ল ল না = আ মূ ল তু ল না

    ReplyDelete
    Replies
    1. খুব ভালো খেলেছেন কৌশিক, অভিনন্দন। কিন্তু আমূল চকোলেটের কি তুলনা হয়? সে তো অতুলনীয়।

      Delete
  13. ঝিঙ্কাMarch 26, 2013 at 7:51 AM

    ১. শত্রুভাবাপন্ন

    ২. গতানুগতিক

    ৩. ঘোড়সওয়ার

    ৪. গবেষণাগার

    ৫. জাতীয়তাবাদ

    ৬. অজ্ঞাতপরিচয়

    ৭. সমভিব্যাহার

    ৮. উন্নয়নশীল

    ৯. গগনবিদারী

    ১০. উদারবাতিক

    ১১. উপকূলরেখা

    ১২. মহাজাগতিক

    ১৩. বর্ণানুক্রমিক

    ১৪. ধারাবাহিক (এই শব্দটাই যদি উত্তর হয়, তাহলে এটা শুধুই ওলট-পালটে'র খেলায় পড়ে গেল)

    ১৫. তুলনামূলক

    ReplyDelete
    Replies
    1. ধারাবাহিকটা মাই ফল্ট ঝিঙ্কা। বাকি অসাধারণ খেলা হয়েছে। অসংখ্য অভিনন্দন। আর অবান্তরে প্রথম কমেন্ট রাখার জন্যও অনেক ধন্যবাদ।

      Delete
  14. ১ .
    ২ . গতানুগতিক
    ৩ . ঘোড়সওয়ার
    ৪ . গবেষনাগার
    ৫ . জাতীয়তাবাদ
    ৬ . অজ্ঞাতপরিচয়
    ৭ .
    ৮ . উন্নয়নশীল
    ৯ .
    ১০ .
    ১১ .
    ১২ . মহাজাগতিক
    ১৩ . বর্ণানুক্রমিক
    ১৪ . ধারাবাহিক
    ১৫ . তুলনামূলক

    ReplyDelete
    Replies
    1. আপনি একেবারে লাস্ট মোমেন্টে হাঁপাতে হাঁপাতে এসে পড়েছেন দেখছি। ভালো খেলা হয়েছে। আরেকটু ভাবার সময় পেলে বাকিগুলোও নামিয়ে ফেলতেন আমি নিশ্চিত। মন খারাপ করবেন না, অনেক অনেক অভিনন্দন রইল্ল।

      Delete
  15. প্রোজ্জ্বলSeptember 24, 2013 at 10:20 AM

    বিশেষ মজা পেলুম। :D
    আরো দু-এক খান এরকম হোক? :D

    ReplyDelete
    Replies
    1. বলছেন? আচ্ছা দাঁড়ান দেখি।

      Delete

Post a Comment