কঠিন প্রশ্ন
সেদিন রু জানতে চেয়েছে, বড় হওয়া কী এবং কেন? ক’দিন ধরে বড় হতে হয়? আর কখনই বা বুঝব যথেষ্ট হয়েছে, আর বড় হওয়ার দরকার নেই? কী দাঁতভাঙা প্রশ্ন বাপরে। আমার মাথা খেলছে না, আপনাদের কারও জানা থাকলে রু-কে সাহায্য করতে পারেন। আমার একজন পরিচিত বীজগণিতের নাম শুনলেই তেলেবেগুনে জলে উঠতেন। ছোটবেলায় স্কুলে সরল অংক কষবার সময়, a 2 আর b 2 -এর জট ছাড়াতে ছাড়াতে, ফার্স্ট সেকেন্ড থার্ড ব্র্যাকেট খুলতে খুলতে আর পরাতে পরাতে অনেকক্ষণ বাদে তিনি ঠিক সেই জায়গাটায় গিয়ে উপস্থিত হতেন, যেখান থেকে অংকটা শুরু হয়েছিল। তিনি বলতেন, এর থেকে রেলগাড়ি আর ল্যামপোস্টের অংক একশোগুণ ভালো। পারি না পারি, সমস্যার ল্যাজামুড়ো নিয়ে অন্তত কোথাও কোনও ধন্দ নেই। ভেবে দেখলাম বড় হওয়ার সাথে ওই সরল অংকটার মিল আছে। প্রথমে ভাবতাম একা একা সুভাষনগরের ঠাকুর দেখতে যাওয়ার অনুমতি পাওয়া মানেই বড় হয়ে যাওয়া। অচিরেই ভুল ভাঙল, বুঝলাম সরস্বতী পুজোয় ক্লাস এইটের দিদিদের মত কড়াইশুঁটি ছাড়ানোর দায়িত্ব না পাওয়া পর্যন্ত বড় হওয়ার আশা নেই। সে ভ্রমও ঘুচল। কলেজ? বাড়ি থেকে প্রথমবার একা একা দূরে গিয়ে থাকা? মা’রই পাঠানো টা