কয়েকটা লিংক
If it sounds like writing, I rewrite it. —Elmore Leonard হীরে নয়, গরু নয়, ড্রাগ নয়। বই স্মাগলিং। তাও নিজেদের ভাষা বাঁচানোর মহৎ উদ্দেশ্যে। মানুষের মাথায় বাজ পড়লে কী হবে আন্দাজ করা শক্ত নয়। নদীতে বাজ পড়লে কী হবে সেটা আন্দাজ করার দরকার নেই, এঁরা ভিডিও তুলে দেখিয়েছেন। সাইজ যখন সত্যি সত্যি ম্যাটার করে। অরওয়েলের বাড়িখানা , আহা। আমার দ্বিতীয় পছন্দের বাড়ি হেমিংওয়ের। লতা লজ্জাবতী হয় জানতাম, বৃক্ষ যে লাজুক হয় এই জানলাম। গাছেদের নাম নেকড়ে হয় সেটাও নতুন জানা হল। এঁরা বলছেন আমি নাকি সেমিকোলন। আপনার যতিচিহ্ন জানুন, ইচ্ছে হলে আমাকে জানান। তিন্নি আর অর্চিষ্মানের যৌথ সৌজন্যে বহুদিন বাদে এই গানটা আবার শোনা হল।