ছবিতে ২০১৭
জানুয়ারি বছরের এর থেকে ভালো শুরু আর হতেই পারত না। গোয়ার সেই দুপুরের আরামটা এখনও মনে করতে পারি। এই গোয়াতেই হানি লেমন জিঞ্জার ‘টি’-এর মাহাত্ম্য প্রথম অনুধাবন করি। এখন এই পোস্ট লেখার সময়েও এক গ্লাস লেমন জিঞ্জার ‘টি’ পাশে রাখা রয়েছে। ফেব্রুয়ারি খিড়কি গাঁওয়ের রুস্তম’স ক্যাফে অ্যান্ড বেকারি এখন বন্ধ হয়ে গেছে। ওই দোকানটার শান্তি, জাফরি দিয়ে এসে পড়া রোদ আর পোহা, মনে আছে এখনও। মার্চ নিষিদ্ধ নগরী। এপ্রিল মাসে প্রায় কিছুই ঘটেনি। মে ল্যান্ডোর। ১ , ২ , ৩ । জুন সারাহান । রকশম-চিৎকুল। জুলাই ম্যাগপাই মার্ডারস। আমার এবছরের পড়া সেরা বই। আগস্ট নিন্দেমন্দয় ছাওয়া। মেঘনাদবধ কাব্য। আনন্দমেলা ১। আনন্দমেলা ২। সেপ্টেম্বর বাড়ি গেলাম। ইরার সঙ্গে দেখা হল। সপ্তমীতে অঞ্জনের সঙ্গে। অক্টোবর আবার অকিঞ্চিৎকর। নভেম্বর থিয়েটার ওয়াকে হাঁটা হল। পুরোনো দিল্লিতে খাওয়া হল। পাসপোর্ট হারালো। ফিরলো। ঠাকুমা চলে গেলেন। ডিসেম্বর একটা জিনিস শেখালো। আমার স্মরণযোগ্য অতীতে অবান্তরের কোনও পোস