ছবিতে ২০১৭
জানুয়ারি
বছরের এর থেকে ভালো শুরু আর হতেই পারত না। গোয়ার সেই দুপুরের আরামটা এখনও মনে করতে পারি। এই গোয়াতেই হানি লেমন জিঞ্জার ‘টি’-এর মাহাত্ম্য প্রথম অনুধাবন করি। এখন এই পোস্ট লেখার সময়েও এক গ্লাস লেমন জিঞ্জার ‘টি’ পাশে রাখা রয়েছে।
ফেব্রুয়ারি
খিড়কি গাঁওয়ের রুস্তম’স ক্যাফে অ্যান্ড বেকারি এখন বন্ধ হয়ে গেছে। ওই দোকানটার শান্তি, জাফরি দিয়ে এসে পড়া রোদ আর পোহা, মনে আছে এখনও।
মার্চ
এপ্রিল মাসে প্রায় কিছুই ঘটেনি।
মে
জুন
জুলাই
ম্যাগপাই মার্ডারস। আমার এবছরের পড়া সেরা বই।
আগস্ট
সেপ্টেম্বর
অক্টোবর আবার অকিঞ্চিৎকর।
ডিসেম্বর
একটা জিনিস শেখালো। আমার স্মরণযোগ্য অতীতে অবান্তরের কোনও পোস্টে এত ভিউজ হয়নি যা ডিসেম্বরের এই পোস্টে হয়েছে। এ মাসের বই, অনুবাদ গল্প তো ছেড়েই দিলাম, নস্ট্যালজিয়ার পোস্টেও না। দৃশ্যমানতা বাড়াতে গেলে লোককে মত প্রকাশের সুযোগ করে দিতে হয়। বিশেষ করে বিপক্ষ মত প্রকাশের। শেখা হল, কাজে লাগাতে পারব কি না সেটা সময় বলবে।
একটা জিনিস শেখালো। আমার স্মরণযোগ্য অতীতে অবান্তরের কোনও পোস্টে এত ভিউজ হয়নি যা ডিসেম্বরের এই পোস্টে হয়েছে। এ মাসের বই, অনুবাদ গল্প তো ছেড়েই দিলাম, নস্ট্যালজিয়ার পোস্টেও না। দৃশ্যমানতা বাড়াতে গেলে লোককে মত প্রকাশের সুযোগ করে দিতে হয়। বিশেষ করে বিপক্ষ মত প্রকাশের। শেখা হল, কাজে লাগাতে পারব কি না সেটা সময় বলবে।
*****
ল্যান্ডোর বেকহাউসের কেক| আহা| আহা| আর প্রকাশের জ্যাম......
ReplyDeleteএকটা অবান্তর প্রশ্ন | মুসৌরী থেকে ল্যান্ডোর কি হেঁটে যাওয়া যায় আদৌ? ( আমরা গাড়ি নিয়ে গিয়েছিলাম, ফেরার পথে অন্ধকারে রাস্তা গুলিয়ে একেবারে যাচ্ছেতাই কান্ড| শেষে গুগলবাবা রক্ষা করেন)
যাওয়া যায়, অন্বেষা। অল্প রাস্তা, কিন্তু বেশ খাড়াই। আমরা তাই মুসৌরি টু ল্যান্ডোর কখনও হাঁটিনি, গাড়িই নিয়েছি, কিন্তু ল্যান্ডোর থেকে মুসৌরি নামার সময় হেঁটেই নেমেছি। খুব এলিয়ে হাঁটলেও মিনিট পঁয়তাল্লিশের বেশি লাগে না।
DeleteThakumar chole jawa ke bad dile baki sob bhaloi chilo. tobe loss ar profit miliyei to jeebon. Happy 2018. Bhalo theko.
ReplyDeleteহ্যাপি 2018, কুহেলি। নতুন বছর খুব ভালো কাটুক।
Deleteআপনার বছরটা তো সব মিলিয়ে ভালোই কাটছিল, শুধু শেষকালে ঠাকুমার ব্যাপারটা দুঃখের। আগামী বছরটা সম্পূর্ণ ভাল কাটুক এটাই কামনা করি। আর আপনার বেড়ানোর লেখাগুলো সবই পড়েছি, আমার পাহাড় পছন্দ, তাই সারাহান রকশম-চিৎকুল আর ল্যান্ডোর সবগুলোই খুব লোভনীয় লেগেছে। তবে আমার এর মধ্যে প্রিয় ল্যান্ডোর। আপনার লেখা পড়ে যত জায়গায় গিয়ে যত কিছু করতে ইচ্ছে করেছে, তার মধ্যে আপনাদের ওই ল্যান্ডরের বাড়িটায় থাকাটা বোধহয় সেরা।
ReplyDeleteএটা আপনি আমার মনের কথা বলেছেন, সুগত। আমারও সবথেকে বেশি মন টেনেছে ওই ল্যান্ডোরই। আমি 'জুন'-এর গোলমালটা সারানোর চেষ্টা করলাম, কিন্তু আমার বিদ্যেয় কুলোলো না। ফোনে ঠিকই দেখাচ্ছে, ল্যাপটপে শুধু 'ন' দেখা যাচ্ছে।
Deleteআপনি আর পৌলমী আমার নতুন বছরের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানবেন। হ্যাপি নিউ ইয়ার। দু'হাজার আঠেরো চমৎকার কাটুক।
আমার ২০১৭-য় কোথাও বেড়ানো হয়নি। তাই আপনার শেয়ারিত ফটো দেখেই সাধ মিটিয়েছি। নতুন বছর আপনার, এবং এই ব্লগের সম্মানিত পাঠকদের খুউব ভালো কাটুক, এই শুভেচ্ছা জানাই।
ReplyDeleteআমার তরফ থেকেও আপনার আর আপনার পরিজনদের জন্য নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল, ঋজু। দু'হাজার আঠেরোয় অনেক পড়ুন, অনেক লিখুন, অনেক ঘুরুন। হ্যাপি নিউ ইয়ার।
Deleteনববর্ষের শুভেচ্ছা, অভিনন্দন রইলো । এ বছরটা আরো ভালো কাটুক । হ্যাপি নিউ ইয়ার । :)
ReplyDeleteহ্যাপি নিউ ইয়ার, হংসরাজ। শুভেচ্ছা রইল আমার তরফ থেকেও।
DeleteHappy new year Kuntala! 2018 tomader dujoner khub bhalo katuk.
ReplyDeleteহ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাই তোমাকেও,শর্মিলা।
DeleteHappy new year!!!
ReplyDeleteKhub bhalo katuk 2018.
Sarahan-raksham-chitkul erchhobigulo asadharon...
হ্যাপি নিউ ইয়ার, সুস্মিতা। আপনারও নতুন বছর খুব ভালো কাটুক।
Deleteনববর্ষের শুভেচ্ছা । আঠারো সর্বাঙ্গসুন্দর হোক । ল্যান্ডোর আর চিৎকুল লিস্টে আছে , গোয়া টাও পড়ে কেমন এক বন্ধুকে চল চল করে পাগলে গেছিলাম মনে পড়ে গেলো । ভালো থাকুন , অবান্তর ভালো থাকুক।
ReplyDeleteহ্যাপি নিউ ইয়ার, প্রদীপ্ত। সামনের বছর খু। বেড়াও এই কামনা করি।
Deleteহ্যাপি নিউ ইয়ার :) নতুন বছর খুব ভালো কাটুক।
ReplyDeleteহ্যাপি নিউ ইয়ার, চুপকথা। অনেক শুভেচ্ছা রইলো আমার তরফ থেকেও।
Delete