এখনতখন
ঘণ্টাখানেক হল ঘরে ঢুকেছি। সবাইকে ফোন করে নিশ্চিন্ত করে, হাতপা ধুয়ে, জামা ছেড়ে, টিভি চালিয়ে, কেটলিতে জল বসানো হয়ে গেছে। অবান্তরে চারখানা পোস্ট লেখার মতো কথা জমেছে গত চারদিনে। সে সব কথা, মনে হওয়া, মনে পড়া, মাথার ভেতর জট পাকিয়ে, বুকের ভেতর দলা পাকিয়ে রয়েছে এখন। তাদের ঝেড়েবেছে বাক্যে প্যারাগ্রাফে সাজাতে সময় লাগবে, হয়তো সাজানো হবেও না। তাই আপাতত চট করে এই কয়েকটা ছবি দেখিয়ে নিই আপনাদের। আপনারা সবাই ভালো আছেন আশা করি। শিগগিরই আগের ছন্দে দেখা হচ্ছে।
রোজ একবার করে অবান্তরে লগইন করতাম অয়েনমেন্টের পরে নতুন পোস্ট এলো কিনা দেখার জন্যে। আজ নিশ্চিত লাগছে।ভাল থাকুন সবাইকে নিয়ে ,মিলেজুলে।
ReplyDeleteথ্যাংক ইউ, ঋতম। অবান্তরের (আর অবান্তরের সঙ্গে সঙ্গে আমারও) এমন বন্ধু আছে জানাটা যে কী শান্তির আমি বোঝাতে পারব না।
DeleteEi kaajta aami o kortam. Roj ekbar kore abantor khola r check kora.
Deleteথ্যাংক ইউ, সুস্মিতা। অনেক গুরুতর, অর্থপূর্ণ, আখেরে কাজে লাগা প্রাপ্তির থেকেও আপনাদের সঙ্গ আমাকে বেশি তৃপ্তি দেয়। এটা একদম মন থেকে বললাম।
Deleteভালো থেকো
ReplyDeleteথাকব, চুপকথা। তোমরা থাকলে আমি খারাপ থাকতেই পারি না।
DeleteChelebela ar thakuma.... Ki ongangi bhabe joriye thake.... Tomar shundor omolin hashite mon bhore gelo...
ReplyDeleteএইটাই সবথেকে বেশি কষ্ট দিয়েছে, রণিতা। আমার ছোটবেলাটা এতদিনে সত্যি সত্যি ফুরিয়ে গেল।
Deleteগত ২৯শে নভেম্বর রাতে বাবা চলে গেলেন। যান্ত্রিক ভাবে সব কিছু করছি, অফিসও। বইও পড়ছি। আর ভাবছি অবান্তর নিয়ে অনেক কিছু।
ReplyDeleteঠাকুমার চলে যাওয়াটা ছিল সাড়ে ছ'বছর আগে। আপনার লেখাগুলো পড়তে গিয়ে কি কোনোভাবে মানসিক প্রস্তুতি নিতে শুরু করেছিলাম? হয়তো। কে জানে...
ওরে বাবা, ঋজু, কী খারাপ খবর... আমি কী বলব জানি না। শুধু মনেপ্রাণে আপনার আর আপনার বাড়ির সবার ভালো চাইছি। আপনারা সবাই সুস্থ থাকুন, শক্ত থাকুন।
Deletebhalo :). holud saree pora chobita tomar biyer din er tola tai na?
ReplyDeleteঠিক ঠিক, প্রিয়াঙ্কা।
Deletetomar samay niye chhande fero...ki je bhalo laglo aj abantor e ese ekta notun post er dekha pelam, tao abar emon amulyo post. Bhalo theko.- Bratati.
ReplyDeleteথ্যাংক ইউ, ব্রততী।
DeleteThakuma thakuma...
ReplyDeleteহাহা, দার্জিলিং-এ কেমন ঠাণ্ডা পড়ল, কুহেলি?
Deleteakhono temon bhabe jakiye poreni. khubi pleasant weather apatoto. ese jao. :)
DeleteAsambhab Sundar chobigulo Kuntala, thakumar sange Amar jetuku Dekha hoyeche, setuku khubi madhur.😊
ReplyDeleteথ্যাংক ইউ, তিন্নি। তোদের দুজনের মধুর সাক্ষাৎ নিয়ে ঠাকুমাও একমত হবে।
Delete1st ar 3rd photor moto Amar o ache thakumar sathe.. Biyer din e tola.. Amar thakuma 2016 April e mara gechen..Ager chonde fircho jene bhalo laglo.. Abantor Porte Porte thakuma ke khub bhalo lege gechilo... Tomar lekhay uni thakben..
ReplyDeleteথ্যাংক ইউ, ঊর্মি। ঠাকুমা শুনলে খুব খুশি হবে।
Deleteager post thekei mon kharaper khoborta porechi, bolini ba bolte parini temon kichu ...gobhir shoke chat chuye janan deoya chara ar konovabe kichu bola amay diye hoyna .....kintu roj ese khoj niye jetam , abantar tumi kemon acho ....bhalo theko . -- Pradipta
ReplyDeleteথ্যাংক ইউ, প্রদীপ্ত।
Deleteআমাদের বাড়িতেও সোমদত্তা আর তার ঠাকুমার একটা ফটো আছে, তখন নাতনির বয়স তিন বছর। ঠাকুমাও বছর দুয়েক আগে আমাদের ছেড়ে চলে গেছেন। আপনার আর ঠাকুমার ছবি দেখে সেই স্মৃতিগুলো ফিরে এল।
ReplyDeleteএই ছবিগুলো ভীষণ মনভালো করা হয়।
Delete