রাত অকেলি হ্যায়
উৎস গুগল ইমেজেস প্রশংসা ১। আজকাল নামজাদা সেলিব্রিটির প্রতি আনুগত্য জাহির করতে ভয় লাগে। কোথায় কী গুল খিলিয়ে রেখেছেন। বা এখন না খেলালেও পরে খেলাবেন। তখন কিছু লোক, তুমি তো একসময় খুব মাথায় তুলতে, বলে মুখ বেঁকাবে। শিল্পের থেকে শিল্পীকে আলাদা রাখার থিওরি ফলিয়ে যে শত্রুপক্ষের থোঁতা মুখ ভোঁতা করব সে জমানাও গেছে। এখন রোলিং-এর ট্রান্সফোবিক মন্তব্যের প্রতিবাদে প্রগতিশীলদের দলে দলে বুকশেলফ থেকে হ্যারি পটারের বক্সসেট বিদায় করার জমানা। এখন সবার মত হচ্ছে শিল্পীকে বাদ দিয়ে শিল্প হয় না। শিল্পীর ধ্যানধারণা, বিশ্বাসঅবিশ্বাস -- মগজ এবং আঙুল চুঁইয়ে শিল্পের মধ্যে ঢোকে; যে শিল্পকে তোল্লাই দেওয়া মানে শিল্পীর যাবতীয় ভালোমানুষি এবং বাঁদরামোকে প্রশ্রয় দেওয়া। ওঁর অতীত, বর্তমান, ভবিষ্যতের দোষগুণ, ভালোমন্দ কিছুই জানি না ধরে নিয়ে স্বীকার এবং ঘোষণা করছি - এই মুহূর্ত এবং গত বেশ কয়েকবছর, নওয়াজুদ্দিন সিদ্দিকি আমার ফেএএএএভারিট অভিনেতা। চড় খাওয়া গুণ্ডা থেকে শুরু করে চড় মারা পুলিস থেকে শুরু করে পিডোফাইল মাস্টারমশাই থেকে শুরু করে সাকসেসফুল মাফিয়া ডনের অপদার্থ ছেলে -- যে রূপেই উনি পর্দায় আবির্ভূত হন না কেন, সমান