Posts

Showing posts from August, 2020

রাত অকেলি হ্যায়

Image
উৎস গুগল ইমেজেস প্রশংসা ১। আজকাল নামজাদা সেলিব্রিটির প্রতি আনুগত্য জাহির করতে ভয় লাগে। কোথায় কী গুল খিলিয়ে রেখেছেন। বা এখন না খেলালেও পরে খেলাবেন। তখন কিছু লোক, তুমি তো একসময় খুব মাথায় তুলতে, বলে মুখ বেঁকাবে। শিল্পের থেকে শিল্পীকে আলাদা রাখার থিওরি ফলিয়ে যে শত্রুপক্ষের থোঁতা মুখ ভোঁতা করব সে জমানাও গেছে। এখন রোলিং-এর ট্রান্সফোবিক মন্তব্যের প্রতিবাদে প্রগতিশীলদের দলে দলে বুকশেলফ থেকে হ্যারি পটারের বক্সসেট বিদায় করার জমানা। এখন সবার মত হচ্ছে শিল্পীকে বাদ দিয়ে শিল্প হয় না। শিল্পীর ধ্যানধারণা, বিশ্বাসঅবিশ্বাস -- মগজ এবং আঙুল চুঁইয়ে শিল্পের মধ্যে ঢোকে; যে শিল্পকে তোল্লাই দেওয়া মানে শিল্পীর যাবতীয় ভালোমানুষি এবং বাঁদরামোকে প্রশ্রয় দেওয়া। ওঁর অতীত, বর্তমান, ভবিষ্যতের দোষগুণ, ভালোমন্দ কিছুই জানি না ধরে নিয়ে স্বীকার এবং ঘোষণা করছি - এই মুহূর্ত এবং গত বেশ কয়েকবছর, নওয়াজুদ্দিন সিদ্দিকি আমার ফেএএএএভারিট অভিনেতা। চড় খাওয়া গুণ্ডা থেকে শুরু করে চড় মারা পুলিস থেকে শুরু করে পিডোফাইল মাস্টারমশাই থেকে শুরু করে সাকসেসফুল মাফিয়া ডনের অপদার্থ ছেলে -- যে রূপেই উনি পর্দায় আবির্ভূত হন না কেন, সমান

Dis or Dat: Lesser Evil

মহা ঝামেলায় আছি। বেশ কয়েকটা পোস্ট ৬০, ৭০, ৮০ এমনকি ৯০ শতাংশ রেডি হওয়া অবস্থায় পড়ে আছে কিন্তু সেগুলোকে কবে যে ১০০ শতাংশ সম্পূর্ণ করে ছাপতে পারব জানি না। তাই পাতা ভরানোর জন্য একটা পুরোনো, সোজা খেলা ফিরিয়ে আনলাম। এই বারের ডিস অর ড্যাট এডিশনের বিশেষত্ব হচ্ছে, লেসার ইভিল। আতা না পাকা পেঁপেঃ পাকা পেঁপে। আতার বাইরেটাও দেখতে খারাপ। বিগ বস না রোডিসঃ রোডিস। অ্যাট লিস্ট, ঝগড়া ছাড়া আরও কিছু হয়। ফেসবুক না টুইটারঃ ফেসবুক। আড়ি পেতে যা বুঝেছি, টুইটারে বেশি বুদ্ধিমান লোকেদের ভিড়। সোশ্যাল মিডিয়া না মেন্সট্রিম মিডিয়া (খবরের কাগজ, টিভি চ্যানেল): এটা ভয়ানক শক্ত প্রশ্ন। সোশ্যাল মিডিয়া লিখব ভেবেছিলাম তারপর টিভি চ্যানেলগুলোর কথা মনে পড়ে গেল। আই গেস, খবরের কাগজ। যেখানে এখনও ভাষায় লাগাম লাগে আর কানের কাছে কেউ চেঁচায় না। কংগনা রানাওত না অর্ণব গোস্বামীঃ কংগনা রানাওত। ক্ষতি করার ক্ষমতা এখনও পর্যন্ত তুলনায় কম আর অভিনয় প্রতিভা তুলনায় বেশি। সাপ না ব্যাঙঃ সা...না, ব্যা… নাঃ এ অসম্ভব। অতিচালাক না হদ্দ বোকাঃ দুটোর মধ্যে বিশেষ তফাৎ নেই, তবে তর্কের খাতিরে হদ্দ বোকাই বাছব। এক কথা একশোবার না

কবেকার কথা

তখন আমার তিন নম্বর প্রেমটা সবে হচ্ছে হচ্ছে। প্রেমিকের এককামরার ঘরে দেওয়ালে পিঠ ঠেকিয়ে ঘেঁষাঘেঁষি করে বসে গল্প করছি। ফিসফিস করে, পাছে পাশের রুমের রুমমেটের অসুবিধে হয়।.গল্প ঘুরেফিরে এসে পৌঁছেছে এই হতাশায় যে আমরা কেবল শিখেছি পড়তে আর পরীক্ষা দিতে আর কি-বোর্ড পিষতে। এদিকে কত লোকে কত রোমহর্ষক কাজকর্ম করে জীবনধারণ করছে। প্রেমিক রোমহর্ষক পেশার কী উদাহরণ দিয়েছিল জানি না, আমি বলেছিলাম, জানো, লোকে ব্লগ লিখে বুক ডিল পায়? যেটা বলিনি, সেটা হল আমিও মাসতিনেক আগে একটা ব্লগ লেখা শুরু করেছি। বলার প্রশ্নই নেই। মা-ই জানে না, আর এ তো একরকম অচেনাই। যদি হাসে? যদি ভাবে মহিলা কি পাগল না পায়জামা? হাবিজাবি ব্লগ লিখে বই ছাপার কপোলকল্পনা করছেন? সেই বইয়ের প্রস্তাব এল, কবে জানেন? সেই প্রেমিকের সঙ্গে বিয়ের দিনে। একদিন আগে না, পরে না। দু'হাজার তেরো সালের এগারোই মে, রোহণ কুদ্দুস বলে একজন প্রকাশক মেল করে বলল, আপনার বই ছাপতে চাই। সে বই বেরোল। তার পরের বইও বেরোলো। ওই রোহণ কুদ্দুসের প্রকাশনী থেকেই। এখন রোহণ মেল করে জানিয়েছে সে সব বইয়ের বিক্রি থেকে আমার নাকি রয়্যালটি পাওনা হয়েছে। কত বলছি না, কারণ আপনাদ

When it will ring

Image
উনিশশো উনিশ সালের ডেইলি মিরর কাগজে নিচের কার্টুনটি ছাপা হয়। কার্টুনিস্ট  W.K. Haselden নস্ত্রাদামুস আর খনার কান মুলে দেওয়ার ক্ষমতা রাখতেন, বোঝাই যাচ্ছে। ঋণস্বীকারঃ ইন্টারনেট

অযৌক্তিক

জীবনের মানে বেয়াল্লিশ তেতাল্লিশ বাহান্ন তিপ্পান্ন কিস্যু না, জীবনের মানে ঘুম থেকে উঠে সকালে কী খাব, সকালে খাওয়া হলে দুপুরে কী খাব, দুপুরের খাওয়া মিটলে রাতে কী খাব। ব্যস। মাঝে মাঝে ভাবি, দুপুরে ভাতের বদলে টিফিন খাব। সামথিং লাইট অ্যান্ড হেলদি। খেয়ে উঠেই যে ছাদের সমান হাই ওঠে আর টেবিলের তুলনায় খাটটাকে ঢের বেশি লোভনীয় লাগে, এর কারণ আমার আলস্য হতেই পারে না, নির্ঘাত কার্বোহাইড্রেট। গুগল নিউজফিডে প্রায়ই আসে - টেন কুইক অ্যান্ড ইজি লাঞ্চ আইডিয়াস ফর পিপল ওয়ার্কিং ফ্রম হোম। হারিসা-লেপা টোস্টের ওপর জাপানি পাখার মতো অ্যাভোকাডো। ওপরে আবার কী যেন লাল রঙের গুঁড়ো গুঁড়ো ছড়ানো। শুকনো লংকা নাকি? শুকনো লংকা কেন হবে বালাই ষাট, ওটাকে বলে পেরি পেরি। জাতীয়তাবাদীদের জন্যও প্রচুর অপশন। হ্যান্ড পলিশড রাইস, উইথ ব্র্যান। হ্যাঁ হ্যাঁ, ওটাকেই মফঃস্বলের বাংলা মিডিয়ামরা ঢেঁকি ছাঁটা চাল বলে। অ্যামাজনে পাওয়া যায়। অ্যামাজনই হচ্ছে আসল হগ সায়েবের বাজার। গোমূত্র টু বাঘের দুধ, যা চাই সব আছে। একশো গ্রামের প্যাকেট, গলাকাটা দাম। রিয়েল ফুড খেতে হলে দাম দিতে হবে বৈকি। ব্যস, এবার মেনুতে মোটা চালের ভাত উইথ অরগ্যানিক