সাপ্তাহিকী
The Neverending Commute by Jamie Beck Above all, be the heroine of your life, not the victim. Nora Ephron (1941-2012) আপনি কাউকে পোস্টে সবথেকে অদ্ভুত কী পাঠিয়েছেন? মেলের আমি মেলের তুমি, মেল দিয়ে যায় চেনা। অবিকল আমার বর্ণনা। পিন গোঁজাও হল, প্রতিশোধ নেওয়াও হল। সিমেট্রি। আমার প্রিয় জিনিস। যারা বোস হেডফোন কিনবেন বলে পণ করেছেন তাঁদের জন্য আমার সাবধানবাণী। অবশেষে সত্যিটা মুখের ওপর বলার সৎসাহস হল কারো। সবশেষে এ সপ্তাহের গান। শোনার পর যদি অন্তত একঘণ্টা মাথার ভেতর না গুনগুন করেছেন তো আমার নাম নেই।