সাপ্তাহিকী
The Neverending Commute by Jamie Beck
Above all, be the heroine of your life, not the victim.Nora Ephron (1941-2012)
আপনি কাউকে পোস্টে সবথেকে অদ্ভুত কী পাঠিয়েছেন?
মেলের আমি মেলের তুমি, মেল দিয়ে যায় চেনা।
অবিকল আমার বর্ণনা।
পিন গোঁজাও হল, প্রতিশোধ নেওয়াও হল।
সিমেট্রি। আমার প্রিয় জিনিস।
যারা বোস হেডফোন কিনবেন বলে পণ করেছেন তাঁদের জন্য আমার সাবধানবাণী।
অবশেষে সত্যিটা মুখের ওপর বলার সৎসাহস হল কারো।
সবশেষে এ সপ্তাহের গান। শোনার পর যদি অন্তত একঘণ্টা মাথার ভেতর না গুনগুন করেছেন তো আমার নাম নেই।
tomar bornona tar songe ekmot howa gelo na... diner por din abantor e eto sundor r complete post porchhe tao erom bolcho?
ReplyDeleteহেঃ (আর কিছু বলছি না)।
DeleteSymmetry te pulse wave ar sea wave er symmetry ta BEST legechhe amar... ar gaan er title ta dekhei bondho kore diyechhi... kono sondeho nei je ota aaj saradin amar matha theke berobe na..
ReplyDeleteহ্যাঁ, আর আমার ওইজায়গাটাও ভালো লেগেছে যেখানে এই ফ্রেমে একটা বাচ্চা টলমল করে হাঁটতে হাঁটতে যায় আর ওই ফ্রেম থেকে লাঠি হাতে একটা কোমরভাঙা বুড়োদাদু খুরখুরিয়ে বেরিয়ে আসে।
Deleteরোম্যান্টিক গান একেই বলে, না?
তোর নাম নেই।
ReplyDeleteএই ভয়টাই পাচ্ছিলাম। কী হবে এখন?
Deleteকী আর হবে? "বাহোঁ মে চলে আও" গাইবি।
Delete