ঘড়ি দেখা খরগোশের পিছু নিয়ে



যদি গর্তের ভেতর পড়েই যান, এটা হাতের কাছে রাখুন। চলাফেরায় বিস্তর সুবিধে হবে।



Comments

  1. Replies
    1. হ্যাঁ স্বাগতা। কাজের জিনিস।

      Delete
  2. ম্যাপের জন্য ধন্যবাদ। কিন্তু গণ্ডগোল টা হল যে কোথায় যাব তা তো জানি না। আর তারপরে ওই মিচকে বেড়ালটা বলবে যে তুমি যদি জানই না যে কোথায় যাবে, তাহলে তো যে কোন রাস্তাই তোমাকে সেখানে নিয়ে যেতে পারবে।

    ReplyDelete
    Replies
    1. উফ বেড়াল যদি এত দার্শনিক কথাবার্তা বলে কী রাগ ধরে না? মনে হয় দিই কষিয়ে দুই থাপ্পড়। কিন্তু দিতে গেলেই আবার অদৃশ্য হয়ে যাবে। জঘন্য।

      Delete
    2. Corollary: ... আর তুমি যদি জানই যে তুমি কোথায় যাবে, তবে আর ম্যাপ কেন দরকার... :P :D

      Delete
    3. কেয়া বাত কেয়া বাত সুনন্দ।

      Delete
  3. Michke beral bolo na - ota amader "Kedo". Alice in Wonderland ar amader "Ha ja ba ra la" kirokom similar na? Beral ta porjonto mile jaye... :)

    ReplyDelete
    Replies
    1. আমার তো ধারণা রিয়া সুকুমার রায় হ য ব র ল-টা অ্যালিসের ছায়া অবলম্বনেই লিখেছিলেন। তাতে অবশ্য হ য ব র ল-র আবেদন কিছুমাত্র কমে না, এবং সুকুমার রায়ের প্রতিভা সম্পর্কে আরও নিঃসংশয় হওয়া যায়।

      Delete
    2. Hmm... chhaya obolombone definitely. Tachara, Through the Looking Glass e to oi "hashchi mora alhadi" der chhobi o royeche! Sukumar Ray je genius seta niye kono sandeho-i thake na.
      Tobe "hulo" ba "Cheshire Cat" jei bolo, se holo amader Kedo, mane Peanut Butter, setaro kono sandeho nei :D

      Delete

Post a Comment