শনিবার আসতে এখনও বহু দেরি


কিন্তু আমার আর তর সইছেনা। দুখানা লেখা আপনাদের পড়াতে ইচ্ছে করছে। এক্ষুনি।


Intelligence-Stvenson.jpg

GRE-তে ভালো স্কোর হয়েছিল? এই রে, আপনি খুব একটা বুদ্ধিমান বলে মনে হচ্ছে না।

কেন লোকে এখনও বইমেলায় কে সি পালের চারপাশে ভিড় জমায়? কেন সামনে দিয়ে বেড়াল রাস্তা পেরলে দাঁড়িয়ে যায়? কেন মনে করে ব্যাদে যা যা লেখা আছে তার সবটা গাঁজাখুরি নয়? কারণ স্মার্ট ফোন হাতে নিয়ে আমাদের যত স্মার্টই দেখাক না কেন, বিজ্ঞানের প্রতি আমাদের গভীর অবিশ্বাস দূর হতে এখনও দেরি আছে অনেক।


Comments

  1. Manusher evolution (sotyi evolution, mental) ekhono bishesh hoyni. Oder khoma kore dao :)

    Tobe bat-ball er daam er onko ar oi padma-phool photar golpo gulo atleast jara K.C. Nag er boi theke onko korto tara bhul korbe na! oi er theke or daam eto % beshi dekhlei mathar modhye agey x ar y diye equation gulo eshe jaye :D

    ReplyDelete
    Replies
    1. হাহা রিয়া ঠিক বলেছ। মাথার মধ্যে কেশব নাগ গজাল মেরে সেই যে গুঁজে দিয়েছে...

      Delete
    2. Jano, K.C. Nag er ek naati Kakabhai er office e kaj korto. Shey ashto amader bari majhe majhe, mone mone take ja gaali ditam na!!!

      Dadun ra Mitra Institution e K.C. Nag er kache poreche. Kakun rao bodhoy onake dekehchilo. Onar chhele gulo kintu oti boka shunechi ami :P

      Delete
    3. হাহা রিয়া, কেশব নাগকে অত কাছ থেকে দেখার ট্রমাটা নিতে পারেনি বোধহয়।

      Delete
    4. kuntala tomar comment e duto Like marlam

      Delete
    5. থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ।

      Delete
  2. Atheist propaganda র মতো শোনালেও, জিজ্ঞেস করছি, কিছু মনে করবেন না- The God Delusion পড়েছেন? নিশ্চয়ই পড়েছেন। বাই চান্স না পড়ে থাকলে, অন্তত ৪র্থ অধ্যায়টা একবার পড়ে দেখবেন। ওখানে ওই দ্বিতীয় লেখাটার একটা extension আছে। সেটা আমাদের মাথার এই (অ)স্বাভাবিক wiring আর তার সম্ভাব্য কারণ নিয়ে... তার পর যদি নেহাতই অবান্তরে একখান পোস্ট পড়ে... বা সাপ্তাহিকীতে একটা লিঙ্ক- সে তো সোনায় সোহাগা! :)

    ReplyDelete
    Replies
    1. অ্যাকচুয়ালি পড়িনি। পড়ব এবার।

      Delete
  3. "Perhaps our most dangerous bias is that we naturally assume that everyone else is more susceptible to thinking errors, a tendency known as the “bias blind spot.”...... we readily forgive our own minds but look harshly upon the minds of other people." -- সারদাদেবীকে শোনাতে পারলে রামকৃষ্ণ মিশনের I.C (ভারতীয় সংস্কৃতি) র সিলেবাস থেকে একটা বাণী কমতো ("......দোষ দেখবে নিজের") :P

    ReplyDelete
    Replies
    1. আরে সুনন্দ এই লেখাটা কোটেশনে কোটেশনে ভর্তি। কোনটা আলাদা করে লিখব বাছতে না পেরে শেষে কোনটাই লিখিনি। সবথেকে দুঃখের কথা কী বলত? এই যে নিজের দোষ না দেখে পরের দোষবিচার সেটা সবথেকে বেশি করে বুদ্ধিমান লোকেরা।

      Delete
  4. janar kono shesh nai...janar chesta britha tai....shei jannei oti uchha maner sorishar tel loiya nasika sebon koriya
    diba nidra korai bhalo.

    kintu kortripokkho shunchey kothay?!!

    ReplyDelete
    Replies
    1. শম্পা, হাই ফাইভ। আমিও 'সর্ষের তেল আর নাসিকা' কম্বো-টার ফ্যান।

      Delete
  5. তাহলে বলি, আপনি এটাকে আমার রেসিস্ম-ই বলুন, আর ওই কগনিটিভ সফিস্টিকেশন না কি ঐসব-ই বলুন, আমি এটা বলবই, যে এসব সমস্যা আমাদের দেশে হয়না, কিম্বা অন্তত আমাদের যুগে হতনা| এসব এই পোড়া দেশের সমস্যা| ব্যাট-বলের দাম বা লিলি প্যাডের সাইজ, এসব আমরা ক্লাস থ্রি তে করেছি মনে হয়, কাজেই এখন বৈজ্ঞানিক মশাই যদি জোর করে বলতে চান যে আমি ভুল উত্তরটা দেব, তাহলে অন্যায়| এম আই টি বা হার্ভার্ডের ছাত্ররা ভুল বলতে পারে, কেশব নাগের বই পড়া ছাত্র-ছাত্রীরা ভুল করবেনা| অন্য লেখাটাতেও সেই এক ব্যাপার| আন্ডারগ্র্যাড লেভেলের আগে সামান্যতম ফিজিক্স পড়বেনা বাচ্চারা এই বা কেমন কথা? হালকা আর ভারী জিনিস যে একসঙ্গে পড়ে সে তো আমরা ছোটবেলা থেকে জানি| এ সেই আমার ছাত্রদের অঙ্কের ফর্মুলা না জানার মতন ব্যাপার| এ ভদ্রলোক এক্সপেরিমেন্টগুলো এখানকার সঙ্গে সঙ্গে আমাদের দেশেও যদি করতেন তাহলে অনেকটা বেশি নির্ভরযোগ্য হত তার রেজাল্টগুলো |

    ReplyDelete
    Replies
    1. হ্যাঁ লেখাটার কয়েকটা উদাহরণ আমারও জাস্ট অ্যাবসার্ড লেগেছে। একজায়গায় লিখেছে দেখবেন, লোকে নাকি পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে কিনা বলার আগে থেমে ভেবেছে কারণ ওটা তাদের ইনটুইশনের বিরুদ্ধে গেছে। এদের ইনটুইশনকে খুরে খুরে দণ্ডবৎ।

      Delete

Post a Comment