ভালো ভিডিও বাজে ভিডিও
ইউনিভার্সিটি অফ আর্টস-এ Neil Gaiman-এর Commencement Speech. আমরা ভাবি ব্যর্থ হওয়াটাই সমস্যার, সাফল্যের সমস্যাও যে কিছু কম নয় সেটা নিলের মতো সফল ভুক্তভোগীরাই বলতে পারেন। শুনুন, ভালো লাগবে।
বলাই বাহুল্য ওপরেরটা ভালো ভিডিও ছিল। এবার বাজে ভিডিওর পালা। আগের সপ্তাহের পারা-না-পারার পোস্টটার কথা মনে আছে? সেই যে যেখানে আপনারা সবাই ভালো ভালো জিনিসপত্র পারার কথা বললেন? বিরিঞ্চিবাবার মতো আঙুল ঘোরানো থেকে মেক আপ করানো থেকে কান নাচানো থেকে জন্মদিন মনে রাখা থেকে নেতাজির ভূমিকায় জ্বালাময়ী অভিনয় করা পর্যন্ত?
সেখানে আমি শুধু বলেছিলাম যে আমি আঙুল দিয়ে বিছে বানাতে পারি। ব্যস। অমনি কেউ বললেন যে সেটা আবার কী ব্যাপার, খায় না মাথায় দেয়? আর কেউ কেউ বললেন, ওটা খুব শক্ত ব্যাপার, ওসব তুমি মোটেই পারনা। বাজে কথা বললেই হল? এইসব বলে আমার আঙুলের নমনীয়তা, স্থিতিস্থাপকতা ইত্যাদি নিয়ে অন্যায় সন্দেহ প্রকাশ করতে লাগলেন।
তাদের অভিযোগের জবাব দিতে মরিয়া হয়ে আমি একখানা ভিডিও বানিয়ে ফেলেছি। নিজেই হেঁটে হেঁটে গিয়ে কুড়ুলে লাথি মেরেছি। তবু সেটা অবান্তরে দেখানোর সাহস করছি, কারণ---আপনাদেরই তো দেখাচ্ছি। কতই বা আর নিষ্ঠুর হবেন আপনারা?
Click korlei bolchhe "This video is private". :/
ReplyDeleteতোমার video টা দেখা যাচ্ছে না যে... private করা আছে।
ReplyDeleteভয়ানক ভয়ানক লজ্জিত। এইবার?
ReplyDeleteহ্যাঁ যাচ্ছে... :D
ReplyDeleteদেখি এবার আমি চেষ্টা করি...
আমি মোটেই আপনাকে অবিশ্বাস করিনি! আমি নিজেও পারি ওটা করতে... তাই নির্ঘাৎ বাকিরাও পারবেন আমার বিশ্বাস... :)
ReplyDeleteগত সাপ্তাহিকীতে আপনার ওই Make good art এর কমিকটা দেখেই ভদ্রলোক সম্পর্কে জানতে ইচ্ছে হয়... তখন এই ভিডিওটা দেখি... আজ এটা দেখে Sandman সিরিজটা ডাউনলোড করে প্রথম বইটা পড়ে ফেললাম... :D
Neil Gaiman অনবদ্য। আমার তো বাচ্চাদের জন্য লেখা ওনার এ বি সি ডি-র বইগুলোও ভালো লাগে পড়তে।
Deletee tow daroon byapar. baah baah!
ReplyDeletekintu aami to netaji shaajchi aar dhuti porchi erokom ekta video banate parbo na bapu :)))
tai amake bishwash kora chara aar kono upay nei...ding dong!
ডিং ডং বললে হবে? আজকালকার ছেলেপুলেরা যারা ইল্যাস্টিক দেওয়া ছাড়া ধুতি পরতে পারেনা তাদের প্রতি তোমার একটা কর্তব্য নেই? শিগগিরি একটা ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড কর শম্পা।
Deletedhuti je elastic diye pora jay seta shedin kelepanchu'r blog pore janlam. aagey bhabtam eta rozikota!! edike mr panchu abar dhuti'r bodole lungi ke promote korchen. otai naki asholey bangali'r jatiyo poshak.
ReplyDeletehttp://jachhetai.blogspot.com/2005_12_01_archive.html
tobe dokkhini lungi'r aami bheeshon bipokkhe!
কী সাংঘাতিক! আমি যে শুধু এটা পারিনা তাইই না, ভাবতেও পারিনা!
ReplyDeleteউফ এটা এমন কিছু বৈজ্ঞানিক ইকুয়েশন নয় যে না ভাবতে পারলে নম্বর কাটা যাবে। এসব আলতুফালতু জিনিস নিয়ে না ভাবাই বরং ভালো।
Deletewow, osadharon to! moja pelam besh tomar bichhe banano dekhe :)
ReplyDeletewell, amaro make-up kora video ache, but dekhhate lojja lagchhe :-D
ReplyDeleteহোয়াট!!!! লজ্জা! আমাদের কাছে! শিগগিরি লিঙ্ক পাঠাও আত্রেয়ী। নইলে আমরা কেউ বিশ্বাস করব না যে তুমি মেক আপ করাতে পার। প্লিইইইইইইজ। তোমার দুটি পায়ে পড়ি।
Delete:P. eta make up korar video na, tobe eivideo tar sob kota make-up amar kora! :D
Deletehttp://www.youtube.com/watch?v=tZqgjqC1Ao8
থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ইউ আত্রেয়ী। দেখে ফিডব্যাক জানাব।
Deleteei prothombar jibone bichhhe dekhe ami eto khushi holam... :D
ReplyDeletetumi eirom sundor shoru-lomba anguler odhikari hoyeo ankte paro na ! eta amay biswas korte hobe?
আরে সোহিনী সিরিয়াসলি আঁকতে পারিনা বিশ্বাস কর।
Deleteবিছে ভাল হয়েছে, কিন্তু ভিডিও টা তার চেয়েও বেশি ভাল হয়েছে| আমি সেদিন এটা দেখার পর থেকে প্রায় সারাক্ষণ বিছে বানানোর চেষ্টা করে যাচ্ছি| পন্ডশ্রম, বলাই বাহুল্য! এক হাতে যদিবা হলো অন্যটা আর হয়না! আঙ্গুলে ব্যথা হয়ে গেল| জঘন্য!
ReplyDeleteযাক একটা জিনিস পাওয়া গেছে যেটা আপনি পারেন না আমি পারি। বাঁচা গেল।
Delete