চেনা সিলেবাসের কুইজ (উত্তর প্রকাশিত)
উৎস গুগল ইমেজেস আমাদের সবার খুব চেনা একটা সিলেবাস থেকে নিচের সাতটা প্রশ্ন রইল আজকের কুইজের জন্য। কোনও স্কুলে এ সিলেবাস মানা হত না, আর তাই এটা কমপ্লিট করতে কোনওদিন কোনও অসুবিধে হয়নি। যদিও অনেকদিন আগে পড়া তবু মনেও আছে দিব্যি। উত্তর দেওয়ার জন্য সময় রইল চব্বিশ ঘণ্টা। উত্তর বেরোবে দেশে শুক্রবার বেলা একটায়। ততক্ষণ আমি কমেন্ট পাহারা দেব। অল দ্য বেস্ট। ***** ১।। রানী বললেন – কোন লাজে গহনার কথা মুখে আনব? মহারাজ, আমার জন্য পোড়ামুখ একটা _____ এনো। ক) ছাগল খ) বাঁদর গ) বাছুর ২। ____ গির্জের কাছে আপিস। ক) আর্মানি খ) ভবানীপুর কন্গ্রেগেশনাল গ) সেন্ট থমাস ৩। উদ্ধব মণ্ডল জাতিতে ____। ক) ব্রাহ্মণ খ) সদগোপ গ) কায়স্থ ৪। নন্টেফন্টের সুপারিনটেনডেনটের নাম ক) রমাকান্ত কামার খ) মুচিরাম গুড় গ) হাতিরাম পাতি ৫। “. . . আমার বয়স পঁয়ষট্টি বৎসর, তাহার পর আমাকে দেখিয়া কেহ বলে না যে, ইনি সাক্ষাৎ কন্দর্প-পুরুষ। নিজের কথা নিজে বলিতে ক্ষতি নাই, - এই দেখ, আমার দেহার বর্ণটি ঠিক যেন দময়ন্তীর পোড়া শোউল মাছ। দাঁত একটীও নাই, মাথার মাঝখানে টাক, তারা চারিদিকে চুল, তা