গুনুন দেখি
সৌজন্যে সুগত
পোস্টের
নাম আর ছবি দেখেই খেলাটা পরিষ্কার হয়ে যাচ্ছে, কাজেই আমার আর শব্দ খরচ করার দরকার
নেই। ক’টা বাংলা শব্দ দেখতে পাচ্ছেন আপনি ওপরের ছবিটায়? বেশ কিছু পুনরাবৃত্তি আছে।
সেগুলো বাদ দিয়ে শব্দের একটা তালিকা বানিয়ে কমেন্টে লিখে ফেলুন। কোনও প্রাইজ নেই,
কিন্তু হাততালি আছে দেদার।
(ছবির ওপর ক্লিক করলে বড় হবে, তাতে শব্দ বুঝতে সুবিধে হতে পারে।)
(ছবির ওপর ক্লিক করলে বড় হবে, তাতে শব্দ বুঝতে সুবিধে হতে পারে।)
1. Ghuri
ReplyDelete2. Rakhal
3. Goru
4. Kashban
5. Hans
6. Nouka
7. Narkel gachh
8. Gorur gari
9. Bangla
10. Gachh pala
11. Ghor bari
12. Paltola nouka
13. Bou
14. Ghas
বাঃ বাঃ রুণা। আমি ওই রাখালের জায়গাটায় কিছু একটা যে লেখা আছে সেটা বুঝতে পারছিলাম কিন্তু রাখাল শব্দটা ধরতে পারিনি।
Deleterakhal, goru, ghuri, paal, nouka, vela, gorugari, narkel gachh, gaachpala, ghor, bou, bangla, kashbon, has
ReplyDeleteএই রে, ভেলা আছে নাকি? দাঁড়ান আর একবার দেখি ছবিটা। উত্তর লেখার জন্য অনেক ধন্যবাদ।
Deletena, bhul hoye gache... ota pal tola nouka :) ami tola ta vela kore felechi. ar gorur niche ghas tao miss kore gechi
Deleteতাই বলুন। আমি নদী তন্নতন্ন করে খুঁজেও ভেলা না পেয়ে স্যাড হয়ে গিয়েছিলাম।
Deleteghuri, rakhal, goru, ghas,nouka-2, kashbon, hans-2, narkel gach-2,pal tola nouka, ghor, bari, gachpala, bou,bangla, gorur gari, ar samner noukar tolata jodi r-fola hoy tahole gram bole ekta shobdo ache mone hocche..
ReplyDeleteগ্রাম আছে, ঊর্মি। ভালো খেলেছিস। হাততালি।
DeleteGram pelam na!
Deleteওটা একটু বেশি কল্পনাশক্তি খরচ করে পেতে হয়েছে আমাকেও, রুণা। তাও সুগত না বলে দিলে পেতাম না।
Deletepaltola nouka. nouka. kashbon, haas, bou, narkel, gach, gorur gari, ghor bari, gachpala, goru, ghas, rakhal, ghuri.
ReplyDeletesurjer nicher ta jongol na bangla naki onno kichu bujhte parchi na.
tomar kintu comment hide kora uchit chilo. aro beshi jomto tale.
হাহা, আমি আর অত পরিশ্রমে গেলাম না আরকি, কুহেলি। উত্তর দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।
Deleteছবিটা খুবই সুন্দর, তবে আমার কৃতিত্ব শুধু শেয়ার করাটুকু, আমি ওটা ফেসবুকে পেয়েছি। আসলে কার আঁকা জানিনা। আমি যেকটা দেখতে পেয়েছিলাম সেগুলো হলো:
ReplyDelete১. গরু
২. ঘাস
৩. রাখাল
৪. ঘুড়ি
৫. কাশবন
৬. নৌকা
৭. পাল তোলা নৌকা
৮. হাঁস
৯. গাছপালা
১০. ঘরবাড়ি
১১. বউ
১২. গরুর গাড়ি
১৩. নারকেল গাছ
১৪. বাংলা
এখন কমেন্ট পড়ে মনে হচ্ছে নদীর পাড়, নৌকো আর রাস্তা মিলিয়ে একটা "গ্রাম" ও লেখা থাকতে পারে।
আচ্ছা তাহলে আপনার সঙ্গে সঙ্গে ফেসবুককেও ধন্যবাদ জানালাম, সুগত। আপনি বলার পর আমি গ্রাম দেখার চেষ্টা করলাম, কিন্তু পেলাম না।
Deleteeta jnar anka, tnar aro anek erokom caligraphy ache, rabindra-najrul theke bangladesh obdhi, sob! khub sundor sob kota i.. parle dekho..
Deleteও, তাই? তাঁর নাম কী গো স্বাগতা?
Deleteবাংলা, নারকেল, গাছ, গরুর গাড়ি, হাঁস, কাশবন, গরু, নৌকা, গাছপালা, বাড়ি, ঘুড়ি, গ্রাম, ঘাস, পাল, বউ, জল
ReplyDeleteজল হবেনা, পাল'তোলা' বুঝতে পারিনি, দেখে অনেকক্ষণ ভাবলাম পাল-এর পরে ওটা জল হবে না জেলা হবে, তারপর চারপাশ দেখে ভাবলাম জলই হবে|
Deleteআরো দুএকটা মিস করে গেছি|
হাহাহা, এই ছবিটায় হঠাৎ জেলা লেখা থাকলে ইন্টারেস্টিং হত কিন্তু, অপরাজিতা। দুয়েকটা মিস না করলেই বিশ্রী। খুব ভালো খেলেছ।
Deletegoru
ReplyDeleteghuri
narkel
gachpala
bangla
gach
gorurgari
pal
tola
nouka
hansh
kashbon
bou
bari
ghar
ghash
rakhal
বাঃ, অনেকগুলো পেরেছ তো। কনগ্র্যাচুলেশনস।
Deletenarkel gaach, sokalbela, gaachhpala, bari, bou, gorur gari, haans, kaashbon, nouka, goru, paltola nouka, ghuri : Bratati.
ReplyDeleteঅ্যাঁ! সকালবেলা পেলে কোথায় তুমি, ব্রততী! দাঁড়াও দাঁড়াও, খুঁজে দেখি আরেকবার। উত্তর দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।
Deleteghuri, ghas, goru, pal tola nouka, narkel gach, bou, kashbon, gorugari , gram bangla :- Paramita
ReplyDeleteবাঃ বাঃ,দারুণ পারফরম্যান্স, পারমিতা। খেলার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ।
DeleteArtist er naam ta ki keu bolte paren???
ReplyDeleteআমার তো জানা নেই, আমি ইন্টারনেটে ঘুরতে ঘুরতে পেয়েছি।
Deleteঘুড়ি
ReplyDeleteরাখাল
পাল তোলা নৌকা
নৌকা
গোরু
কাশবন
হাঁস
গোরুরগড়ি
নারিকেল গাছ
গাছপালা
ঘর
বাড়ি
বঊ
গ্রাম্যবাংলা
অসংখ্য ধন্যবাদ, ছবিটা দেখে মন ভরে গেল।
Deleteধন্যবাদ আপনাকে, অরুণ।
Delete