চেনা সিলেবাসের কুইজ (উত্তর প্রকাশিত)
উৎস গুগল ইমেজেস
আমাদের সবার খুব চেনা একটা সিলেবাস থেকে নিচের সাতটা প্রশ্ন রইল আজকের কুইজের
জন্য। কোনও স্কুলে এ সিলেবাস মানা হত না, আর তাই এটা কমপ্লিট করতে কোনওদিন কোনও
অসুবিধে হয়নি। যদিও অনেকদিন আগে পড়া তবু মনেও আছে দিব্যি।
উত্তর দেওয়ার জন্য সময় রইল চব্বিশ ঘণ্টা। উত্তর বেরোবে দেশে শুক্রবার বেলা
একটায়। ততক্ষণ আমি কমেন্ট পাহারা দেব।
অল দ্য বেস্ট।
*****
১।। রানী বললেন – কোন লাজে গহনার কথা মুখে আনব? মহারাজ, আমার জন্য পোড়ামুখ
একটা _____ এনো।
ক) ছাগল
খ) বাঁদর
গ) বাছুর
২। ____ গির্জের কাছে আপিস।
ক) আর্মানি
খ) ভবানীপুর কন্গ্রেগেশনাল
গ) সেন্ট থমাস
৩। উদ্ধব মণ্ডল জাতিতে ____।
ক) ব্রাহ্মণ
খ) সদগোপ
গ) কায়স্থ
৪। নন্টেফন্টের সুপারিনটেনডেনটের নাম
ক) রমাকান্ত কামার
খ) মুচিরাম গুড়
গ) হাতিরাম পাতি
৫। “. . . আমার বয়স পঁয়ষট্টি বৎসর, তাহার পর আমাকে দেখিয়া কেহ বলে না যে, ইনি
সাক্ষাৎ কন্দর্প-পুরুষ। নিজের কথা নিজে বলিতে ক্ষতি নাই, - এই দেখ, আমার দেহার বর্ণটি
ঠিক যেন দময়ন্তীর পোড়া শোউল মাছ। দাঁত একটীও নাই, মাথার মাঝখানে টাক, তারা
চারিদিকে চুল, তাহাতে একগাছিও কাঁচা চুল নাই, মুখে ঠোঁটের দুই পাশে সাদা সাদা সব
কি হইয়াছে।”
আমি কে?
৬। সত্যজিৎ রায়ের লেখা কোন গল্পের দুটি চরিত্রের নাম ভবতোষ সিংহ ও সোমেশ্বর
রায়?
৭। বিশেষণের সঙ্গে নাম মেলান
সবজান্তা
|
শ্যামচাঁদ
|
চালিয়াৎ
|
হরিপ্রসন্ন
|
সব বিষয়ে সর্দারি করতে যাওয়া যার বদঅভ্যেস
|
দুলিরাম
|
কবি/ পোইট্রি লিখতে পারে
|
জগবন্ধু
|
ছবি আঁকে (এর বিখ্যাত ছবি খাণ্ডবদাহন, অবশ্য সীতার অগ্নিপরীক্ষাও হতে পারে)
|
শ্যামলাল
|
মন্দ কপাল
|
জলধর
|
ভালো ছেলে
|
ভোলানাথ
|
ডিটেকটিভ
|
হরিপদ
|
পেটুক
|
কালাচাঁদ
|
হিংসুটে ভিজেবেড়াল
|
নন্দলাল
|
*****
উত্তর
১। গ) বাঁদর
২। ক) আর্মানি
৩। খ) সদ্গোপ
৪। গ) হাতিরাম পাতি
৫। ডমরুধর
৬। জাহাঙ্গীরের
স্বর্ণমুদ্রা
৭।
সবজান্তা
|
দুলিরাম
|
চালিয়াৎ
|
শ্যামচাঁদ
|
সব বিষয়ে সর্দারি করতে যাওয়া যার বদঅভ্যেস
|
ভোলানাথ
|
কবি/ পোইট্রি লিখতে পারে
|
শ্যামলাল
|
ছবি আঁকে (এঁর বিখ্যাত ছবি খাণ্ডবদাহন, অবশ্য
সীতার অগ্নিপরীক্ষাও হতে পারে)
|
কালাচাঁদ
|
মন্দ কপাল
|
নন্দলাল
|
ভালো ছেলে
|
হরিপ্রসন্ন
|
ডিটেঁকটিভ
|
জলধর
|
পেটুক
|
হরিপদ
|
হিংসুটে ভিজেবেড়াল
|
জগবন্ধু
|
1. Parlam na
ReplyDelete2. Armani
3. Sadgop
4. Hatiram pati
5. Parlam na
6. Jahangirer swarnamudra ki? Oi chhodmonaam duto?
7. Ektai parbo: Nandalal- Khandabdahan painting. Tao guess just because Nandalal Bose eminent painter bole. Bakigulo kono ekdi jantam- lakh lakh bochhor aage jokhon chhoto chilam, ekhon bhule gechhi bole besh dukkho holo.
-- Bratati
হাহা, ব্রততী, আমি দুঃখের সঙ্গে জানাতে বাধ্য হচ্ছি যে নন্দলালজনিত তোমার ডিডাকশনটা মাঠে মারা গেছে। ওটা কালাচাঁদ। যদিও নন্দলাল হওয়া উচিত ছিল, আমি তোমার সঙ্গে একমত।
Deleteখেলার জন্য অনেক ধন্যবাদ। বেশিরভাগ উত্তরই পেরেছ, সে জন্য অভিনন্দন।
1.খ) বাঁদর
ReplyDelete2.ক) আর্মানি
3.খ) সদগোপ
4.গ) হাতিরাম পাতি
5. parlam na.. :(
6. jahangirer swarnamudra
7.সবজান্তা দুলিরাম
চালিয়াৎ শ্যামচাঁদ
সব বিষয়ে সর্দারি করতে যাওয়া যার বদঅভ্যেস ভোলানাথ
কবি/ পোইট্রি লিখতে পারে শ্যামলাল
ছবি আঁকে (এর বিখ্যাত ছবি খাণ্ডবদাহন, অবশ্য সীতার অগ্নিপরীক্ষাও হতে পারে) কালাচাঁদ
মন্দ কপাল নন্দলাল
ভালো ছেলে হরিপ্রসন্ন
ডিটেকটিভ জলধর
পেটুক হরিপদ
হিংসুটে ভিজেবেড়াল জগবন্ধু
চমৎকার চমৎকার, ঊর্মি। সুকুমার রায় তুই এরকম নখের ডগায় রেখেছিস দেখে দারুণ আনন্দ পেলাম। অভিনন্দন।
Deleteআজ্ঞে, আমাদের South Point School এর সিলেবাসে ক্ষীরের পুতুল ছিল ।
ReplyDeleteআরে তীর্থ, আমি যে কেন কায়দা করে অত সিলেবাস স্কুলটুল লিখেছি কে জানে, সহজপাঠ তো আমাদের স্কুলেই পাঠ্য ছিল। তবে ক্ষীরের পুতুলটা ছিল না, ওটা খুব সম্ভবত আলোর ফুলকিতে প্রথম পড়েছিলাম।
DeleteArre Tirtha tumi toh amar school mate. Kon year ta ar jigesh korchi na!
Deleteচেনা সিলেবাস হলেও সব পারলামনা। খুবই লজ্জার কথা।
ReplyDelete১. বাঁদর
২. আর্মানি
৩. সদগোপ
৪. হাতিরাম পাতি
৫. পারলামনা :-(
৬. এটাও পারলামনা :-(
৭.দুলিরাম
শ্যামচাঁদ
ভোলানাথ
শ্যামলাল
কালাচাঁদ
নন্দলাল
হরিপ্রসন্ন
জলধর
হরিপদ
জগবন্ধু
আহা, বেশিরভাগই তো পেরেছেন। লজ্জা পাওয়ার কোনও কারণই ঘটেনি। অভিনন্দন।
Delete১ আন্দাজে বলছি, বাঁদরই হবে হয়তো। ছাগল কিংবা বাছুরের তো পোড়ামুখ হয়না
ReplyDelete২ আর্মানি গির্জের কাছে আপিস
৩ উদ্ধব মন্ডল জাতিতে সদগোপ
৪ ইনি তো হাতিরাম পাতি
৫ এইটা ভয়ানক কঠিন দিয়েছেন। ডমরু চরিত মনে হচ্ছে। ডমরুধরের মুখে সংলাপ
৬ এইটা আরও কঠিন। জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রা বলেই ধারণা হচ্ছে
৭ এইটা ফাটাফাটি সহজ
সবজান্তা - দুলিরাম
চালিয়াৎ - শ্যামচাঁদ
সব বিষয়ে সর্দারি করে ভোলানাথ
কবি শ্যামলাল
ছবি আঁকে কালাচাঁদ
মন্দ কপাল - নন্দলাল
ভালো ছেলে হরিপ্রসন্ন
ডিটেকটিভ জলধর
পেটুক হরিপদ
হিংসুটে জগবন্ধু
জানেন, আমি প্রথম প্রশ্নটা সেট করছিলাম তখন ওই মুখপোড়া বিশেষণটা দেখে মন খারাপ হয়ে গিয়েছিল। বাঁদর ছাড়া আর কিছুই পোড়ামুখ হয় না। যাই হোক, তাতে উত্তরদাতার কৃতিত্ব কিছু কমে না। একশোয় একশো পাওয়ার জন্য অভিনন্দন, দেবাশিস।
Delete১।। রানী বললেন – কোন লাজে গহনার কথা মুখে আনব? মহারাজ, আমার জন্য পোড়ামুখ একটা _ বাঁদর_ এনো।
ReplyDelete২। __আর্মানি__ গির্জের কাছে আপিস।
৩। উদ্ধব মণ্ডল জাতিতে __সদগোপ__।
৪। নন্টেফন্টের সুপারিনটেনডেনটের নাম হাতিরাম পাতি
৫। “. . . আমার বয়স পঁয়ষট্টি বৎসর, তাহার পর আমাকে দেখিয়া কেহ বলে না যে, ইনি সাক্ষাৎ কন্দর্প-পুরুষ। নিজের কথা নিজে বলিতে ক্ষতি নাই, - এই দেখ, আমার দেহার বর্ণটি ঠিক যেন দময়ন্তীর পোড়া শোউল মাছ। দাঁত একটীও নাই, মাথার মাঝখানে টাক, তারা চারিদিকে চুল, তাহাতে একগাছিও কাঁচা চুল নাই, মুখে ঠোঁটের দুই পাশে সাদা সাদা সব কি হইয়াছে।”
আমি কে? Damrudhar. Damru Charit. Trailokyanath Mukhopadhyay
৬। সত্যজিৎ রায়ের লেখা কোন গল্পের দুটি চরিত্রের নাম ভবতোষ সিংহ ও সোমেশ্বর রায়? jahangir er swarnomudra ki? Eta thik mone porchhey na.
৭।
সবজান্তা দুলিরাম
চালিয়াৎ শ্যামচাঁদ
সব বিষয়ে সর্দারি করতে যাওয়া যার বদঅভ্যেস ভোলানাথ
কবি/ পোইট্রি লিখতে পারে শ্যামলাল
ছবি আঁকে (এর বিখ্যাত ছবি খাণ্ডবদাহন, অবশ্য সীতার অগ্নিপরীক্ষাও হতে পারে) কালাচাঁদ
মন্দ কপাল নন্দলাল
ভালো ছেলে হরিপ্রসন্ন
ডিটেকটিভ জলধর
পেটুক হরিপদ
হিংসুটে ভিজেবেড়াল জগবন্ধু
বাঃ বাঃ, আরও একজন একশো পেয়েছে। কনগ্র্যাচুলেশনস, চুপকথা। জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রাই বটে। একেবারে অব্যর্থ আন্দাজ।
Deleteachha uddhab mondal kon golpo theke neoya.. lineta instinctively mone porlo kintu golpota mone porchhey na.. r tokhon theke dante atke jaoya harer kuchi r moton khochachhey...
Deleteএটা ঠিক গল্প নয়, চুপকথা। সহজ পাঠের দ্বিতীয় খণ্ডের ত্রয়োদশ পাঠ। সেই ছোট ছোট রচনার মতো থাকত না, কোনওটায় আর্মানি গির্জের কাছে আপিস, কোনওটায় বিশ্বম্ভরবাবু পালকি চড়ে আপিস যাচ্ছেন, এটা সেরকম একটা রচনা মতো।
Deleteখুব তাড়াহুড়ো করে লিখলাম ... দু-একটা ভুল হল বোধ হয় ...
ReplyDelete১. বাঁদর
২. আর্মানি
৩. সদগোপ
৪. হাতিরাম পাতি
৫. ডমরুধর
৬. জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রা (ভবতোষবাবুই তো গেয়েছিলেন সেই অপূর্ব গান - "চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উপচে পড়ে আলো")
৭.সবজান্তা - দুলিরাম
চালিয়াৎ - শ্যামচাঁদ
সব বিষয়ে সর্দারি করতে যাওয়া যার বদঅভ্যেস - ভোলানাথ
কবি/ পোইট্রি লিখতে পারে - শ্যামলাল
ছবি আঁকে (এর বিখ্যাত ছবি খাণ্ডবদাহন, অবশ্য সীতার অগ্নিপরীক্ষাও হতে পারে) - কালাচাঁদ
মন্দ কপাল - নন্দলাল
ভালো ছেলে - হরিপ্রসন্ন
ডিটেকটিভ - জলধর
পেটুক - হরিপদ
হিংসুটে ভিজেবেড়াল - জগবন্ধু (সেই "যশোবন্ত দারোগা - লোমহর্ষক ডিটেকটিভ নাটক"! হে হে )
একটাও ভুল হয়নি, পিয়াস। একগাদা অভিনন্দন, ধন্যবাদ ইত্যাদি প্রভৃতি। খুব ভালো লাগল।
Deleteবাঁদর
ReplyDeleteআর্মানি
সদগোপ
হাতিরাম পাতি
ডমরুধর
পেটে আসছে মুখে আসছে না
সবজান্তা দুলিরাম
চালিয়াৎ শ্যামচাঁদ
সব বিষয়ে সর্দারি করতে যাওয়া যার বদঅভ্যেস ভোলানাথ
কবি/ পোইট্রি লিখতে পারে শ্যামলাল
ছবি আঁকে (এর বিখ্যাত ছবি খাণ্ডবদাহন, অবশ্য সীতার অগ্নিপরীক্ষাও হতে পারে) কালাচাঁদ
মন্দ কপাল নন্দলাল
ভালো ছেলে জগবন্ধু
ডিটেকটিভ জলধর
পেটুক হরিপদ
হিংসুটে ভিজেবেড়াল জগবন্ধু
কী ভালো খেলছে আজ সবাই। অভিনন্দন, দেবশ্রী। উত্তর পেয়ে যথারীতি খুব ভালো লাগল। থ্যাংক ইউ।
Delete১। খ) বাঁদর
ReplyDelete২। ক) আর্মানি
৩। খ) সদগোপ
৪। গ) হাতিরাম পাতি
৫। ডমরুধর
৭।
সবজান্তা :দুলিরাম
চালিয়াৎ :শ্যামচাঁদ
সব বিষয়ে সর্দারি করতে যাওয়া যার বদঅভ্যেস :ভোলানাথ
কবি/ পোইট্রি লিখতে পারে :শ্যামলাল
ছবি আঁকে (এর বিখ্যাত ছবি খাণ্ডবদাহন, অবশ্য সীতার অগ্নিপরীক্ষাও হতে পারে):কালাচাঁদ
মন্দ কপাল :নন্দলাল
ভালো ছেলে :হরিপ্রসন্ন
ডিটেকটিভ :জলধর
পেটুক :হরিপদ
হিংসুটে ভিজেবেড়াল :জগবন্ধু
একশোয় একশো, কৌশিক। সবাই সুকুমার রায়ের অংশটা এত ভালো খেলেছে দেখে গর্বে আমার বুক ফুলে যাচ্ছে। খেলার জন্য অন্যান্যবারের মতোই অসংখ্য ধন্যবাদ।
DeleteIsh eta khelar somoy pelam na! Khub interesting chilo!
ReplyDeleteপরের বার, রুণা।
Deletequiz ta darun chilo :) kintu anek din quiz hoyni dekhchi?
ReplyDeleteতা হয়নি বটে। একটা আইডিয়া মাথায় আছে, দেখি হয় কি না।
Delete