একটি ঘোষণা ও পান্তা
ঘোষণাটাই আগে করি। এর আগে যদিও অবান্তরের লেখক ফ্রেঞ্চ লিভ অনেক নিয়েছেন, কিন্তু এবারের লিভটি লং লিভড হওয়ার সম্ভাবনা আছে। মাসখানেক, মাসদুয়েকও টানতে পারে। তার মধ্যে একদুবার ঘাই মারব না এমন আশ্বাস দিচ্ছি না তবে টোটাল ঘাপটি মেরে থাকার গ্যারান্টিই বেশি। জল মাথার ওপর দিয়ে বইছে। ভালো থাকবেন। আনন্দে থাকবেন। অবান্তর আপনাদের কথা নিশিদিন ভাববে, আপনারা অবসর মতো ওর কথা দুয়েক সেকেন্ড ভাবলে বর্তে যাবে। এর মাঝে অবান্তরের জন্মদিন আসবে। এগারো, উঁহু বারোর। টিন এজে পা দেওয়ার আগের শেষ জন্মদিন। সে উদযাপনও বিলম্বিতই হবে, সম্ভবত। ও, পান্তা নিয়ে আমার একটা পুঁচকে লেখা বেরিয়েছে গুরুচণ্ডালিতে। মাস্টারশেফে কিশ্বর (কিশোয়ার?) চৌধুরীর স্মোকড রাইস ওয়াটারের বিশ্বজয়ের প্রতিক্রিয়ায় একটা মিনি সিরিজ বার করছেন ওঁরা, তার অংশ হিসেবে। এই রইল লিংক। পান্তাপ্রসঙ্গে এই একটা বিষয় যেটা নিয়ে আমি অবান্তরে লিখিনি কখনও। নিজেই অবাক হয়ে গেছি, অবান্তরে না লেখা কথা এখনও আছে কিছু মগজের ভেতর? অবশ্য কী করেই বা লিখব, পান্তার প্রতি প্রেম কখনও বোধ করিনি, দু’বার খেয়ে নমস্কার দিয়ে ফুটপাথ বদলেছি। আপনারা পান্তা ভালোবাসেন? ঘৃণা করেন? নাক