একটি ঘোষণা ও পান্তা
ঘোষণাটাই আগে করি। এর আগে যদিও অবান্তরের লেখক ফ্রেঞ্চ লিভ অনেক নিয়েছেন, কিন্তু এবারের লিভটি লং লিভড হওয়ার সম্ভাবনা আছে। মাসখানেক, মাসদুয়েকও টানতে পারে। তার মধ্যে একদুবার ঘাই মারব না এমন আশ্বাস দিচ্ছি না তবে টোটাল ঘাপটি মেরে থাকার গ্যারান্টিই বেশি।
জল মাথার ওপর দিয়ে বইছে।
ভালো থাকবেন। আনন্দে থাকবেন। অবান্তর আপনাদের কথা নিশিদিন ভাববে, আপনারা অবসর মতো ওর কথা দুয়েক সেকেন্ড ভাবলে বর্তে যাবে। এর মাঝে অবান্তরের জন্মদিন আসবে। এগারো, উঁহু বারোর। টিন এজে পা দেওয়ার আগের শেষ জন্মদিন। সে উদযাপনও বিলম্বিতই হবে, সম্ভবত।
ও, পান্তা নিয়ে আমার একটা পুঁচকে লেখা বেরিয়েছে গুরুচণ্ডালিতে। মাস্টারশেফে কিশ্বর (কিশোয়ার?) চৌধুরীর স্মোকড রাইস ওয়াটারের বিশ্বজয়ের প্রতিক্রিয়ায় একটা মিনি সিরিজ বার করছেন ওঁরা, তার অংশ হিসেবে। এই রইল লিংক।
এই একটা বিষয় যেটা নিয়ে আমি অবান্তরে লিখিনি কখনও। নিজেই অবাক হয়ে গেছি, অবান্তরে না লেখা কথা এখনও আছে কিছু মগজের ভেতর? অবশ্য কী করেই বা লিখব, পান্তার প্রতি প্রেম কখনও বোধ করিনি, দু’বার খেয়ে নমস্কার দিয়ে ফুটপাথ বদলেছি। আপনারা পান্তা ভালোবাসেন? ঘৃণা করেন? নাকি তীব্র কোনও অনুভূতি বোধ করেন না বুকের ভেতর? আমাকে জানাতে পারেন। এক্ষুনি আপনাদের সঙ্গে আড্ডায় যোগ দিতে পারব না, কিন্তু মাঝে মাঝে সময় চুরি করে পড়ে যাব আপনাদের মতামত।
টাটা বাই বাই, আবার যেন দেখা পাই।
এতদিন ফ্রেঞ্চ লীভ ? সব ঠিক আছে তো ?
ReplyDeleteমনে হয় কন্ট্রোলে এসেছে, অন্বেষা। এত দেরি করে উত্তর দেওয়ার জন্য অনেক অনেক সরি।
Deleteaami Bangladesher Bangali. Chotobelay dui maash porpor chutir dine moha somarohe panta khetam. Sathe shorsher tel, kacha peaj, shukna morich ar daaler bora must. Jodi begun pora bhorta ar ilish bhaja thake tahole "its a feast". Bier por shunlam amar bor chotobelay panta kheto alur bhorta ar mangsher jhuri die. Ekhon amar 6 year konna USA te bose panta khae shorsher tel, alu bhorta ar chingri bhorta die.
ReplyDeleteI feel you need to enjoy panta as a kid. The memory of the panta celebration is necessary to enjoy it.
Loved your Panta post in the mini series link as always.
প্রথমেই আকন্ঠ মার্জনা চেয়ে নিচ্ছি এত দেরিতে উত্তর দেওয়ার জন্য। আপনি একদম ঠিক বলেছেন, ছোটবেলায় খেলে আমারও পান্তা ভালো লাগতই লাগত। আপনি যে এই ভালোলাগাটা বজায় রেখেছেন এবং চারিয়ে দিয়েছেন পরবর্তী প্রজন্মের মধ্যে জেনে খুব ভালো লাগল।
DeleteO baba onekdin to.. acha bhalo theko..
ReplyDeleteভালো আছি, ঊর্মি। তুইও ভালো থাকিস। দেরি হল উত্তর দিতে, রাগ করিস না।
Delete