25 Bookish Facts About Me
১। গোয়েন্দাগল্প বাদ দিয়ে প্রায় সব বইয়েরই আমি শেষ পাতাটা প্রথমে পড়ে নিই। হ্যারি পটারেরও সপ্তম বইয়ের শেষ লাইনটা পড়ে নিয়েছিলাম। না হলে বড় টেনশন হয়। শান্তি করে পড়া যায় না। ২। আমার বয়স যখন দশের কম ছিল তখন আমি পাড়ার একজনের বাড়ি থেকে একটা ‘চাঁদমামা’ ধার নিয়ে এসে পড়েছিলাম। পরে সে দাবি করেছিল আমি তার বই ফেরত দিইনি। তারপর থেকে এ যাব ৎ আমি লাইব্রেরি ছাড়া আর কারও বই ধার নিইনি। ভবিষ্যতেও নেওয়ার ইচ্ছে নেই। ৩। আমি 'গেম অফ থ্রোনস' পড়া শুরু করেছিলাম, শ’খানেক পাতার বেশি এগোতে পারিনি। ৪। কোনও বই খারাপ লাগলে বইটারও থেকে আমার নিজেকে অপরাধী লাগে বেশি। ৫। টিভি কিংবা রেডিও চলতে থাকলে আমি বই পড়তে পারি না। ৬। বাসস্টপে, রেলস্টেশনে, চলন্ত বাস, অটোর চেঁচামেচির মধ্যে আমি দিব্যি বই পড়তে পারি। ইন ফ্যাক্ট, ওইসব জায়গাগুলো আমার অন্যতম প্রিয় পড়ার জায়গা। ৭। আমি লোককে তাদের পড়ার অভ্যেস দিয়ে বিচার করি। এবং আমাকেও যে লোকে করে, সেটা জানি। ৮। আমার মাবাবার সঙ্গে আমার পড়ার রুচির কোনও মিল নেই। এটা কী করে ঘটল সেটা আমার কাছে একটা রহস্য। ৯। আমি অনেকদিন পর্যন্ত গল্পের বইও মলাট দিয়ে পড়তাম।