সাপ্তাহিকী







গা-টা যেমন নিজের জন্যই বাঁচাই, প্রতিবাদটাও তেমন নিজের জন্যই করি।

স্প্যানিশ, হিন্দি আর ইংরিজি, সকলেরই নাকি পূর্বপুরুষ এক।

জর্জ অরওয়েলের জন্মদিন পালন করার এটা একটা অভিনব প্রয়াস।

অ্যাংজাইটিতে ভোগার অসুখ থাকলে এ সব ছবি না দেখাই ভালো।

গ্রিক, রোম্যান ইত্যাদি ভাস্কর্য বলতে যে চেহারাটা আমাদের চোখে ভেসে ওঠে, জিনিসগুলোর আসল চেহারা সেরকম ছিল না একেবারেই।


ইমেল-ও যে কেউ আবিষ্কার করেছিল সেটা যেন কেন মনেই থাকে না। 

আমার ক্ষেত্রে প্রশ্নটা বদলে গিয়ে হয়ে যাবে, “পুজোতে আসবি, সোনা?”

এবার থেকে আর মলাট দেখে বই বিচার করার দরকার নেই, বই খুলে একশো বারো নম্বর পাতাটা পড়ে নিলেই হবে।




Comments