Dis or Dat: Lesser Evil



মহা ঝামেলায় আছি। বেশ কয়েকটা পোস্ট ৬০, ৭০, ৮০ এমনকি ৯০ শতাংশ রেডি হওয়া অবস্থায় পড়ে আছে কিন্তু সেগুলোকে কবে যে ১০০ শতাংশ সম্পূর্ণ করে ছাপতে পারব জানি না। তাই পাতা ভরানোর জন্য একটা পুরোনো, সোজা খেলা ফিরিয়ে আনলাম। এই বারের ডিস অর ড্যাট এডিশনের বিশেষত্ব হচ্ছে, লেসার ইভিল।

আতা না পাকা পেঁপেঃ পাকা পেঁপে। আতার বাইরেটাও দেখতে খারাপ।

বিগ বস না রোডিসঃ রোডিস। অ্যাট লিস্ট, ঝগড়া ছাড়া আরও কিছু হয়।

ফেসবুক না টুইটারঃ ফেসবুক। আড়ি পেতে যা বুঝেছি, টুইটারে বেশি বুদ্ধিমান লোকেদের ভিড়।

সোশ্যাল মিডিয়া না মেন্সট্রিম মিডিয়া (খবরের কাগজ, টিভি চ্যানেল): এটা ভয়ানক শক্ত প্রশ্ন। সোশ্যাল মিডিয়া লিখব ভেবেছিলাম তারপর টিভি চ্যানেলগুলোর কথা মনে পড়ে গেল। আই গেস, খবরের কাগজ। যেখানে এখনও ভাষায় লাগাম লাগে আর কানের কাছে কেউ চেঁচায় না।

কংগনা রানাওত না অর্ণব গোস্বামীঃ কংগনা রানাওত। ক্ষতি করার ক্ষমতা এখনও পর্যন্ত তুলনায় কম আর অভিনয় প্রতিভা তুলনায় বেশি।

সাপ না ব্যাঙঃ সা...না, ব্যা… নাঃ এ অসম্ভব।

অতিচালাক না হদ্দ বোকাঃ দুটোর মধ্যে বিশেষ তফাৎ নেই, তবে তর্কের খাতিরে হদ্দ বোকাই বাছব।

এক কথা একশোবার না ব্যক্তিত্বপূর্ণ নীরবতাঃ এক কথা একশোবার

বাজে হরর না খাজা কমেডিঃ বাজে হরর। ব্যর্থ হাসাতে চাওয়ার থেকে প্যাথেটিক ব্যাপার খুব কমই আছে পৃথিবীতে।

মশা না টিকটিকিঃ মশা। টিকটিকি মারা যায় না। আর দেখতেও বেশি ভয়ের।

চিড়িয়াখানা না অ্যাকোয়ারিয়ামঃ অ্যাকোয়ারিয়ামে অ্যাট লিস্ট কম হাঁটতে হয়।

সার্কাস না ম্যাজিক শোঃ ম্যাজিক শো, আই গেস। কুকুরগুলোকে খামোকা আগুনের রিং-এর মধ্যে দিয়ে ঝাঁপাতে বাধ্য করে না আর ক্লাউন দিয়ে হাসানোর অনুপস্থিতিটাও হেল্প করে।

টেন্ডার কোকোনাট আইসক্রিম না চিকু আইসক্রিমঃ ডাব তবু মাঝেসাঝে খাই, সবেদা দেখলে দৌড়োই। কাজেই টেন্ডার কোকোনাট।

নন্দন না নলবনঃ অবশ্যই নন্দন। ভরপুর বিনোদন। নলবনে প্রচুর হাঁটতেও হয়। সে জায়গায় নন্দনে এক খুরি চা নিয়ে বসলে চোখের সামনে বায়োস্কোপ।

শনি না সত্যনারায়ণঃ সত্যনারায়ণ। অ্যাট লিস্ট, বাড়িতে হয়। রিকশাস্ট্যান্ড আটকে, রাস্তা জ্যাম করে হয় না।

সদগুরু না রামদেবঃ রামদেব। অ্যাট লিস্ট, লাউয়ের রসের উপকারিতা প্রচার করেছেন। তাছাড়া ইংরিজি বলা সাধু দেখলেই আমি সন্দেহ করি।

বং না রাবীন্দ্রিকঃ এও প্রায় সাপ ব্যাঙের মতোই শক্ত। নাঃ, পারলাম না। (রাবীন্দ্রিক বংও দেখেছি দু'চার পিস। মনে পড়তে গায়ে কাঁটা দিল।)

বসন্তোৎসবে শান্তিনিকেতন না নিউ ইয়ার্স ইভে পার্ক স্ট্রিটঃ নিউ ইয়ার্স ইভে পার্ক স্ট্রিট


Comments

  1. orey baba... bhebei kemon lagchhe..
    Tiktiki chhara baki gulo niye ekdom ekmot.

    ReplyDelete
    Replies
    1. তোমার কথা শুনে মনে হচ্ছে যে টিকটিকির ওপর বুঝি একটু অবিচারই করলাম। সত্যিই তো, বেচারা দেওয়ালে দেওয়ালে থাকে, গায়ে পড়ে কামড়াতে আসে না।

      বাকি সব মিলে গেছে শুনে প্রীত হলাম।

      Delete
    2. obichar i to. tiktiki gulo ki sundor eka eka ghure beray kauke jalay na, kamrate ase na. lej khose gele kirom maya hoy dekhle. mosha gulo ke du chokhe dekhte parina, kaner kache naker kache bhon bhon, marte gele nijer galei chor mari!

      Delete
    3. হাহা, সুমনা, আমার তো মশার কামড়ের থেকেও খতরনাক লাগে ওদের ওই বোঁওওও গান... ওই যে তীক্ষ্ণ হয়েই মিলিয়ে যায়, রেশ রয়ে যায় শুধু... পাগল করে দেওয়ার পক্ষে যথেষ্ট।

      Delete
  2. আতার চেয়ে পেঁপে আঁকাও সহজ । সেই দিক দিয়ে ভাবলে সবরকম মিষ্টিই প্রিয় ।
    আতা আঁকা সহজ বলে ফেলেছিলাম , তাই ডিলিট করতে হলো ।

    ReplyDelete
    Replies
    1. হাহা, এটা আতার তুলনায় পেঁপের সুপিরিয়রিটির মচৎকার পয়েন্ট, হংসরাজ।

      Delete
  3. Amar abar sudhu pepe ta meleni.. kacha kimba paka konotai chole na.. bakigulo logic suddhu mile geche.. :)

    ReplyDelete
    Replies
    1. ওরে আমারও পেঁপে পোষায় না, ঊর্মি। তবে মায়ের চাপে পড়ে যদিও বা কখনওসখনও পেঁপে খেতে বাধ্য হয়েছি, আতা আমাকে কেউ কোনওদিন খাওয়াতে পারেনি।

      বাকি সব মেলার জন্য হায়েস্ট ফাইভ।

      Delete
  4. এক্ষুনি একটা আতা বাপবেটিতে খেয়ে উঠে আপনার পোস্ট দেখলাম। যে বুঝলাম morning shows the day এখনো অচল হয়নি, বেশিরভাগই মিলবে না। আমার বেশিরভাগ উত্তর দুটোই না।

    খবরের কাগজ এর ব্যাপারটায় হাই ফাইভ।

    ReplyDelete
    Replies
    1. হাই ফাইভ, হাই ফাইভ।

      Delete
  5. সত্যিই অনেকদিন হয়ে গেছে কুন্তলা দি। এবার দু একটা ছাড়লে ভাল হয় 😀। রোজ আসছি আর ফিরে যাচ্ছি। বইপত্র নিয়েও হোক না হয়।

    ReplyDelete
    Replies
    1. একটু ব্যস্ততার মধ্যে আছি আসলে, সুদীপ। একটা নতুন পোস্ট ছেপেছি।

      Delete
  6. ব্যাঙ কি দোষ করলো- ব্যাঙ খুব সুইট তো

    ReplyDelete
    Replies
    1. হাহা, যতক্ষণ না লাফিয়ে গায়ের ওপর আসছে, অমিতা। আসলে আমার সে অভিজ্ঞতা একবার হয়েছে, তাই স্কারড ফর লাইফ হয়ে গেছি আর কি।

      Delete

Post a Comment