ছোট গল্প



এই গল্পটা ভুলেই গিয়েছিলাম। 

বাড়িতে একরকম বাংলা, স্কুলে আরেকরকমের, পাঁচ-ছ বছরের বাচ্চা মেয়ের পক্ষে সামলানো অসম্ভব হয়ে পড়ত। একদিন আমার ছোট্ট মা স্কুলের বন্ধুদের সামনে জুতোর বদলে জুতা বলে ফেললেন। (সম্ভবত zুতা বলেছিলেন।)

একজন বলল, “অ্যাই দেখ, ও না জুতোকে জুতা বলে।

বাকিরা জিজ্ঞাসা করল, “অ্যাই তোরা জুতোকে জুতা বলিস কেন রে?”

এরপর থেকে খুব সাবধানে রইলেন মা, পরের বার প্রসঙ্গ উঠতেই দাঁতটাত খুব কষে চেপে উচ্চারণ করলেন, ’জুতোমুজো’।

সবাই বলল, “অ্যাই দেখ , ও না মোজাকে মুজো বলে। অ্যাই তোরা মোজাকে মুজো বলিস কেন রে?” 


Comments

  1. আমার বাড়িতে সবাই জুতোই বলে, তবে মোজাকে সবাই মুজো বলে।
    আপনার একটা অনেক পুরোনো পোস্ট মনে পড়ল। বেলকনি আর ব্যালঘরিয়া।
    পুরোনো অবান্তরকে নতুন করে পেলে খুব ভালো লাগত, ব্যস্ততার মধ্যে যদি সময় হয়। - সৌগত

    ReplyDelete
    Replies
    1. ওহ, দেখেছেন, মায়ের সেই বন্ধুটি ভেবেছিল মুজো বলে কিছু হয় না, যতসব। পুরোনো অবান্তর নতুন করে লেখার আইডিয়াটা ইন্টারেস্টিং, দেখি চেষ্টা করে।

      Delete
  2. baah.. darun laglo.. aamaar chotto bhaijhi kichutei bangla bolte chay na.. se ekdin school theke ese bollo "mamma, akansha bangla hai, isiliye maine use "janala" bola, prisha (normal and nonBengali) ko window bola".. aar enar ekhon 2.5 bochor boyes.. ekhon thekei rokomari bhashar jhamela start hoyeche.. :) :)

    ReplyDelete
    Replies
    1. হাহাহা, আপনার ভাইঝি অত্যন্ত বিবেচক, ইন্দ্রাণী, সবাই যদি এই রকম হত।

      Delete
  3. আমার বাড়িতে ঘটি এবং বাঙালের দ্বন্দ্ব চলছে আমার জন্ম ইস্তক। তা আমার মা বাঙাল বাড়িতে বিয়ে হওয়ায় বেশ কিছু শব্দকে অপছন্দ করেন (আমার বাবা ছাড়াও)। তার মধ্যে মুজো, ইসে,ওগুলি, পায়ে পাড়া দেওয়া - এইগুলোই আপাতত মনে পড়লাম

    ReplyDelete
    Replies
    1. হাহা, এ দ্বন্দ্ব অহর্নিশ, শাল্মলী। "জ্যায়গা", "চ্যানাচুর", "ঘোঁড়া" শুনলে আমারও গা শিরশির করে।

      Delete
    2. ঘোঁড়া,হাঁসি, হাঁসপাতাল এসব যদিও আমারও কথার মধ্যে এসে গেছে।

      Delete
    3. হ্যাঁ, এড়ানো খুবই শক্ত।

      Delete
  4. Replies
    1. এই গল্পটা আমারও ভালো লেগেছে, তিন্নি।

      Delete
  5. হা হা। পড়ে খুব মজা পেলাম। "মুজো" তো প্রথম শুনলাম।

    ReplyDelete
    Replies
    1. আমিও মুজো শুনিনি কখনও, অনুজিৎ।

      Delete
  6. মা তো তখন ইস্কুলের ছোটক্লাসে পড়তেন, বাচ্চাদের সবকিছুই মাপ। আমি অনেক বড়দের দুর্গপুজো, ভাইফুটো ইত্যাদি বলতে শুনেছি।

    ReplyDelete
    Replies
    1. হ্যাঁ, দুর্গপুজোটা আমিও শুনেছি দেবাশিস, তবে ভাইফুটোটা একঘর।

      Delete
  7. "ঘোঁড়া"...shunle amar o matha grom hoe jay..oneke bole anta(flour),antha(gum)

    পায়ে পাড়া দেওয়া..eta shunte khub misti lage..

    arek ta bolchi...Okhan kar lokrai bolen..KHARGOPUR

    mujo..ami jani shabdo ta..etao besh cute shabdo

    prosenjit

    ReplyDelete
    Replies
    1. চন্দ্রবিন্দুর ব্যাপারে ঘটিবাঙাল একেবারে উল্টো, প্রসেনজিৎ, একদল দেয়ই না, আরেকদল সর্বত্র বসায়।

      Delete
  8. amar dadu mujo bolten. hentu (hantu), nebu (lebu) bolten. dhaka bikrampur probhab r ki... tabe besh moja petam sune. kintu typical bangal taan ba bhasha kokhono bolte sunini. hoyto pora sesh howa matroi west bengal e chole esechilen bole kina janina. amar baba ma bangal bhasha bolte paren na, parle amio ektu sikhtam.- Bratati.

    ReplyDelete

Post a Comment