প্রেমের কথা
আকাশে বাতাসে , কফি শপে , মুদির দোকানে যে রেটে প্রেমের ছোঁয়াচ লাগতে শুরু করেছে , তার থেকে ‘ অবান্তর’ পালিয়ে বাঁচবে এ আশা আপনি করলেন কী করে ? বরং আজ সকালে উঠে ‘ অবান্তর ’ এর পাতায় এই মাসটিকে প্রেমের মাস বলে চিহ্নিত করা থেকে নিজেকে নিবৃত্ত করতে কীরকম বেগ পেতে হয়েছে যদি জানতেন। অবশ্য সারা মাস ধরে প্রেমের পোস্ট লিখতে পারার মত কপাল ( এবং material) নিয়ে আমি জন্মাইনি। দাঁত না পড়লে যেমন দাঁতের মর্ম বোঝা অসম্ভব, সিঁথি ক্রমশ বিস্তৃত হতে শুরু না করলে যেমন আপনি চিরুনিকে তার বরাদ্দ মর্যাদা দেবেন না কিছুতেই, তেমনি ভুবনজোড়া প্রেমের ফাঁদের ছিদ্র গলে বাইরে ছিটকে না পড়া ইস্তক তার মহিমা বোঝা দুষ্কর। প্রেমিক প্রেমিকারা মার্জনা করবেন, কিন্তু প্রেমের যথার্থ মূল্যায়ণ করার যোগ্যতা আপনাদের থেকে এই অধমের ঢের বেশি। প্রেমে পড়লে মানুষের মধ্যে নানারকম চমকপ্রদ পরিবর্তন আসতে দেখেছি। ত্বক চকচকে হয়, চলাফেরায় স্ফূরতি আসে, ছোটখাটো রোগবালাই নিমেষে দূর হয় এবং অস্বাভাবিক আস্তে কথা বলার অলৌকিক ক্ষমতা প্রকাশ পায়। সঞ্জীবদার সাথে প্রথম প্রথম প...