একটা জরুরি প্রশ্ন



স্কেটবোর্ডিংরত জোডি ফস্টার
উৎস গুগল ইমেজেস

গুগল রিডার গত হতে চলেছে শুনেছেন নিশ্চয়? পৃথিবীতে কোনও ভালো জিনিসের আয়ুই যে দীর্ঘ নয়, সেটার আরও একটা প্রমাণ পাওয়া গেল।

যাই হোক, আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, এখন রাস্তা কী। এতদিন গুগল রিডারের মাধ্যমে আমি অন্তত গোটা চল্লিশেক ব্লগের খোঁজখবর রাখতাম। সেগুলোকে বানের জলে ভাসিয়ে দেওয়া ছাড়া আর কি কোনও উপায় আছে? আপনারা যাঁরা এতদিন রিডার ব্যবহার করতেন, তাঁরা কী করছেন?

গুগল রিডারের কোনও সহজ বিকল্প জানা থাকলে দয়া করে আমাকে বলবেন। খুব উপকার হবে।

Comments

  1. আমি পছন্দের ব্লগগুলোকে আমার ব্লগরোলে রেখেছি। আমার ব্লগের ডানদিকে দেখ্‌।

    আলাদা পাতা করলে লাভ হয় না। তোকে ব্লগরোল করতে হবে, নতুন পোস্ট এলেই জানতে পারবি।

    ReplyDelete
  2. অবান্তরে লেখার আগে ব্লগারের ড্যাশবোর্ড খোলো তো? যার উপরে "Blogger in Draft" লেখা থাকে? ওর নিচেই দেখো 'Reading List' আছে। তার নিচে Add বলে একটা বাটন আছে। ওতে ক্লিক করে একের পড় এক লিঙ্ক অ্যাড করো। Reader আর এই লিস্ট টা একই আর.এস.এস ফিড ব্যবহার করে। নিয়মিত আপডেট পেতে থাকবে- প্রতিদিন ব্লগার খোলার পরেই।

    ReplyDelete
    Replies
    1. বানান ভুলের জন্যও লিনাক্স এর এই বিচ্ছিরি iBus টা দায়ী। অটো কারেক্ট করেছে। ওটা 'একের পর এক' হবে।

      Delete
    2. বাঃ এটা তো ভালো বুদ্ধি। থ্যাংক ইউ সুনন্দ।

      Delete
  3. Feedly.com onekta google reader er moto dekhte. Tobe ekhono adjust kore uthte parini.

    Ami to blogger noi - tai oi blogroll ta available na. Reader chole gele Abantar(1) -- ei notification ta khub miss korbo.

    ReplyDelete
    Replies
    1. কী সাংঘাতিক, শিগগিরি অ্যাডজাস্ট করে ফেলুন। আপনি অবান্তরের নোটিফিকেশন না পেলে আমার আরও বেশি কষ্ট হবে।

      Delete
    2. ফোকটে বিজ্ঞাপন ও আত্মপ্রচার - একইসঙ্গে ovshake.blogspot.inএরও নোটিফিকেশনের ব্যবস্থা করুন।

      Delete
  4. Feedly -- kintu adjust korte shomoy lagbe

    ReplyDelete
    Replies
    1. ফিডলি খুললাম একটা বং মম। দেখা যাক, কেমন লাগে।

      Delete
  5. Google reader bole kono jinisher astwitwai jantam na. Aar ekhon to jeneo kaj nei.

    Aami to besh kichu bloger update pai Abhisheker blogroll theke. Baki je blog gulo pori segulo bookmark kora thake, majhe majhe giye pore dekhi. Kichu bloge subscribe kora jay, ba rss diye pora jay bole dharana (http://en.wikipedia.org/wiki/RSS google korlei tutorial paben), jodio nije kokhono kori ni. Finally aajkaal to anek browser aache: browser chalale history te shesh kichu pata refresh kore dekhay, Setao besh subidher.

    ReplyDelete
    Replies
    1. ওহ, যাক তাহলে আপনি গুগল রিডারকে বেশি মিস করবেন না। বাকি পরামর্শগুলোর জন্য অনেক ধন্যবাদ আর জি বি।

      Delete

Post a Comment