কুইজঃ ওপেনিং লাইনস্‌



উৎস গুগল ইমেজেস

ছোটবেলায় আমি খেয়াল করে দেখেছিলাম, বেশিরভাগ সিনেমাই দু’ভাবে শুরু হয়। হয় সমুদ্রের ঢেউ দেখিয়ে, নয় অন্ধকারে একটা কালো অ্যাম্বাসাডর ঘ্যাঁচ করে এসে বাড়ির সামনে থামল, সেই দেখিয়ে।

আমার মতে সিনেমার প্রথম দৃশ্যটা খুব জরুরি। আপনারও নিশ্চয় মত তাই। মর্নিং যেমন ডে-র আভাস দেয়, মাধ্যমিকের নম্বর যেমন সারাজীবনের সফলতার বিচার করে, তেমনি একটা সিনেমার শুরুর দৃশ্য দিয়েই সিনেমাটা কোন দিকে চলেছে, সেটা আন্দাজ করা যায়।

নিচে আমি আমার পাঁচটা প্রিয় সিনেমার ওপেনিং সিন লিখলাম। আপনাদের বলতে হবে, সিনেমাগুলো কী কী। আমি জানি, আপনারা তাকালেই পেরে যাবেন। কাজেই লেগে পড়ুন। উত্তর দেওয়ার জন্য আপনার সময় থাকবে এক দিন অর্থাৎ চব্বিশ ঘণ্টার একটু বেশি। ভারতবর্ষে বুধবার সকাল ন’টা-সাড়ে ন’টা পর্যন্ত, আর ইস্ট কোস্টে মঙ্গলবার রাত সাড়ে দশটা-এগারোটা পর্যন্ত। কমেন্টস্‌ ততক্ষণের জন্য বন্ধ থাকবে।

অল দ্য বেস্ট।
*****

১. ডালহাউসি স্কোয়্যার। কলকাতার স্নায়ুকেন্দ্র। ডালহাউসি স্কোয়্যার। এখন বিকেল পাঁচটা। সবে আপিস ভেঙেছে। কর্মক্লিষ্ট কেরানিকুল ক্লান্ত পদক্ষেপে গৃহাভিমুখে যাত্রা করেছে। বাংলার কেরানি এরা। আহা। এদের দুর্ভাগ্য নিয়ে অনেক কাহিনী রচিত হয়েছে। আমাদের বর্তমান কাহিনীও এদেরই একজনকে নিয়ে।

২. আমার মামার বাড়ির এই পুজোটা দেড়শো বছরের পুরোনো। শুনেছি আমার মা’র ঠাকুরদার আমলে এই পুজোয় নাকি দারুণ জাঁকজমক হত। একহাজার টাকার বাজি পুড়ত, দু'হাজার লোক খেত, জার্মানি থেকে প্রতিমার গয়না আসত। এই বাড়ির প্রতিমা চিরকালই একইরকম, ট্র্যাডিশনাল স্টাইলের, একচালার। সুকুমার সেনের বইতেই মোস্ট প্রব্যাবলি আছে একচালার ঠাকুর মানেই যৌথপরিবারের প্রতীক। কোনও একবছর নাকি মা’র ঠাকুরদা ভীষণ পেট্রিয়টিসম্‌ থেকে ট্র্যাডিশনাল স্টাইল না করে, ভারতমাতার মডেলের প্রতিমা গড়িয়েছিলেন। তাইজন্য ব্রিটিশ সরকার রেগে গিয়ে তাঁর রায়বাহাদুর টাইটেল কেড়ে নেয়।

৩. প্রায় অনেকগুলো ছবিতে আমরা একসঙ্গে কাজ করেছি। আমার মতে কাকলি অভিনেত্রী হিসেবে অসাধারণ। কিন্তু...কিন্তু she has never been exploited properly. ওর যা অভিনয় ক্ষমতা, সে হিসেবে কোনও ডিরেক্টরই আজ পর্যন্ত ওকে ঠিকভাবে, প্রপারলি এক্সপ্লয়েট করতে পারেননি। তাই যখন ছবি প্রোডিউস করার কথাটা আমার মাথার মধ্যে এল, কাকলির নামটাও সেই সঙ্গেই এল।

৪. আমার নাম ন্যাড়া। আমি এই হাড়ভাঙা গ্রামে থাকি। তিন তিন বার বি. এ. ফেল করেছি। কিন্তু আমি সবজান্তা। আমি এখন এখানকার হবু মাস্তান। জানেন, রেডিওতে রিলে শুনে শুনে না আমি একজন রিলে মাস্টার হয়ে গেছি। সব কথাই আমি রিলে করে করে বলি। যখন তখন বলি। কেউ না থাকলে একা একা আপন মনেই বলি। এই এখন যেমন বলছি। আগামি দোসরা সেপ্টেম্বর আমাদের গাঁয়ের শিল্ড ফাইনাল খেলা। আমি যাচ্ছি প্রেসিডেন্টের বাড়ি, মাইক আনতে হবে বলে।

৫. বঙ্গবাসীদের কেবল মাঠ দেখা অভ্যাস। মৃত্তিকার সামান্য স্তুপ দেখিলেই তাহাদের আনন্দ হয়। অতএব সেই ক্ষুদ্র পাহাড়গুলি দেখিয়া যে তৎকালে আমার যথেষ্ট আনন্দ হইবে, ইহায় আর আশ্চর্য কি?

*****

সব খেলোয়াড়কে আমার অসংখ্য ধন্যবাদ আর অভিনন্দন। সবাই খুব ভালো খেলেছেন। 


উত্তর

১. পরশপাথর
২. উৎসব (ঋতুপর্ণ ঘোষ পরিচালিত)
৩. শুভ মহরৎ
৪. ধন্যি মেয়ে
৫. অরণ্যের দিনরাত্রি

Comments

  1. madhyomik hole mote 60% petam.. 2 hochhe hirer angti, 3 shubho maharat, 4 dhonyi meye..1 nombor ta seemabadho ba jana aranaya r akta mone hochhe, duto amar khub guliye jaay.. ar 5 no tay direct golla khelam :(

    ReplyDelete
    Replies
    1. পাঁচ নম্বরটা সত্যিই আন্দাজ করা শক্ত, স্বাগতা। উৎসবকে হীরের আংটি বলে ভুল করাটাও স্বাভাবিক, দুটো স্ক্রিপ্টেরই লেখক এক আর দুটো সিনেমাতেই দুর্গাপুজোর একটা বড় ভূমিকা রয়েছে। এক নম্বরের পরিচালককেও নির্ভুল ধরেছ। আর কী চাই? অভিনন্দন।

      Delete
  2. আজ নির্ঘাত ফুল মার্কস মেরে দিয়েছি ... :-)

    ১. পরশ পাথর
    ২. উৎসব
    ৩. শুভ মহরৎ
    ৪. ধন্যি মেয়ে
    ৫. অরণ্যের দিনরাত্রি

    ReplyDelete
    Replies
    1. ইয়েস! হাততালি হাততালি পিয়াস। খুব ভালো পারফরম্যান্স।

      Delete
  3. 1. :(
    2. Utsob - [rituporno r]
    3. Shubho Muhurat
    4. Dhonyi meye
    5. :(

    ReplyDelete
    Replies
    1. আহা দুঃখী মুখ আবার কেন সোহিনী। সবই তো প্রায় পারলে।

      Delete
  4. 1. Paras Pathar
    2. Utsab
    3. Subho Maharat (?)
    4. Dhonni Meye
    5. (?)

    ReplyDelete
    Replies
    1. বাঃ ভালো খেলেছেন তো। এইট্টি পারসেন্ট কি চাট্টিখানি কথা? অভিনন্দন ইচ্ছাডানা।

      Delete
  5. 1. ?
    2. ?
    3. Shubho Muhurat
    4. Dhanni Meye
    5. Aranyer Dinratri

    ReplyDelete
    Replies
    1. আপনি তো সবথেকে শক্তটা পেরেছেন দেখছি। গুড জব কৌশিক।

      Delete
    2. উৎসব-টা পারতাম কিন্তু মামার বাড়ি ক্লুটা তে সন্দেহ ছিল তাই ..... :(

      Delete
    3. সেটা ঠিকই, বাংলা সিনেমায় মামার বাড়ির এত ছড়াছড়ি, সন্দেহ থাকাই স্বাভাবিক।

      Delete
  6. 1. Poroshpathor
    2. Utsob
    3. Shubhomahart
    4. dhonyi meye
    5. :(

    ReplyDelete
    Replies
    1. এই দেখ, আবার উল্টো ব্র্যাকেট। খুব ভালো খেলেছ গোবেচারা, সত্যি।

      Delete
  7. 1. Parash Pathar
    2. Utsab
    3. Shubha Mahurat

    4 ar 5 parlam na. :)

    ReplyDelete
    Replies
    1. তাতে কিচ্ছু হবে না রাকা। খেলার জন্য অনেক ধন্যবাদ।

      Delete
  8. সবকটাই আন্দাজে মারছি।
    ১) পরশপাথর
    ২) উৎসব
    ৩) একেবারেই ধারণা করতে পারছি না।
    ৪) ধন্যি মেয়ে
    ৫) কাঞ্চনজঙ্ঘা

    ReplyDelete
    Replies
    1. শুভ মহরৎ-টা আরেকবার ঝালিয়ে নাও। লাস্টেরটার পরিচালক ধরে ফেলেছ, কাজেই ওটাও অর্ধেক ঠিক হয়েছে ধরে নেওয়া যায়।

      Delete
  9. 1. Parash-pathor
    2. Utsab
    3. Shubho Maharat
    4. Dhonyi Meye
    5. Aranyer Din Ratri

    ReplyDelete
    Replies
    1. হাততালি হাততালি দেবিকা। একশোয় একশো একেবারে। কনগ্র্যাচুলেশনস।

      Delete
  10. 1) Parash Pathor
    2)Utsab-Rituparno Ghosh
    3)Shubha Muhorat
    4) Dhanni Meye
    5)Aranyer Di Raatri

    aar CONGRATULATIONS..biyer khabor ta khub bhalo..khub khushi hoyechhi =)

    ReplyDelete
    Replies
    1. এই তো আরেকজন একশোয় একশো। দারুণ পারফরম্যান্স।

      আর শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ এস জি। খুব ভালো লাগল।

      Delete
  11. ১। পরশ পাথর
    ২। উত্সব (?)
    ৩। শুভ মহরৎ (এটা আত্রেয়ী বলল)
    ৪। ধন্যি মেয়ে
    ৫। ইটা একেবারে ফেল মেরে গেছি :-(

    ReplyDelete
    Replies
    1. আপনার লেখাগুলো কেন জানি আসেনি। তবে আমি কায়দা করে এখান থেকে কপি করে ওয়ার্ডে পেস্ট ইত্যাদি করে দেখে নিয়েছি। ভালো হয়েছে খেলা।

      Delete
    2. Amar ekhaneo aschhena, tobe Internet Explorer e khulle aschhe.

      Delete
    3. দাড়ি দেওয়ার পরে স্পেস দিয়ে কিছু লিখলে বাংলা ইউনিকোডে এই সমস্যাটা মাঝেমধ্যেই হয়... সেই কারণে দাড়ির বদলে তিনটে ডট দিয়ে দিই মন্তব্যে অধিকাংশ সময়।

      ক্যুইজটা উত্তর বেরনোর পরে খুলেছি (শেষের ক'বার তা-ই হচ্ছে), তাই আর উত্তর দিলাম না, কিন্তু ব্যাপারটা বেশ লেগেছে।

      Delete
  12. parashpathor, shubho mahurat aar dhonni meye to chot korey chena gelo. 2-ta bodhoy hirer angti. theke gechhi :(

    ReplyDelete
    Replies
    1. আহা, পরিচালক ধরতে পেরেছ তো, তাতেই হবে সোমনাথ।

      Delete

Post a Comment