Dis or Dat
আলোকচিত্রীঃ Tony Hisgett
নো পাবলিসিটি না নেগেটিভ পাবলিসিটিঃ নো পাবলিসিটি
নোজি সহকর্মী/প্রতিবেশী না নয়েজি সহকর্মী/প্রতিবেশী: নয়েজি সহকর্মী/প্রতিবেশী
রুটি দিয়ে মাছের ঝোল না ভাত দিয়ে চানাচুরঃ রুটি দিয়ে মাছের ঝোল। (আমার বাবার অন্যতম প্রিয় কম্বো।)
ভাতের সঙ্গে মুখে কাঁকর পড়া না ঠোঙার শেষ বাদামটা পচা বেরোনোঃ ভাতের সঙ্গে মুখে কাঁকর পড়া
খেলতে নেমে হারব না খেলবই নাঃ খেলবই না
আজীবন মৌনব্রত না মুখ খুললেই স্পষ্টভাষঃ আজীবন মৌনব্রত
(নিজের) ভবিষ্যৎ দর্শন না অতীত মেরামতিঃ অতীত মেরামতি
অমরত্ব না ফাস্ট ইন্টারনেটঃ ফাস্ট ইন্টারনেট
একদিনের জন্য ছোটবেলায় ফিরে যাওয়া না একদিনের জন্য লিঙ্গ পরিবর্তনঃ একদিনের জন্য লিঙ্গ পরিবর্তন
একঘর বসে থাকা লোকের মধ্যে দাঁড়িয়ে থাকা না একঘর দাঁড়িয়ে থাকা লোকের মধ্যে বসে থাকাঃ একঘর দাঁড়িয়ে থাকা লোকের মধ্যে বসে থাকা
মানুষের সবকটি ভাষা বলতে পারা না গাছহপালার সঙ্গে কথা বলতে পারাঃ গাছপালার সঙ্গে কথা বলতে পারা
অন্যের মিথ্যে ধরতে পারা না নিজে মিথ্যে বলে পার পেয়ে যাওয়াঃ নিজে মিথ্যে বলে পার পেয়ে যাওয়া
নিজে বিখ্যাত হওয়া না বিখ্যাত লোকের কাছের মানুষ হওয়াঃ নিজে বিখ্যাত হওয়া
ব্যক্তিগত ডায়রি ছাপানো না টিভিতে রিয়্যালিটি শো-এ অংশগ্রহণঃ টিভিতে রিয়্যালিটি শো-এ অংশগ্রহণ
ষড়ৈশ্বর্য না ভূতের রাজার তিন বর (যা চাই পরতে খাইতে পারি + যেখান খুশি যাইতে পারি + সা নি ধা পা মা গা রে সা গাইতে পারি): ভূতের রাজার তিন বর
(নিজের) মৃত্যুর তারিখ জানা না মৃত্যুর কারণ জানাঃ মৃত্যুর তারিখ জানা
নিজে পরকীয়ারত অবস্থায় ধরা পড়া না পার্টনারকে পরকীয়ারত অবস্থায় পাকড়াও করাঃ নিজে পরকীয়ারত অবস্থায় ধরা পড়া
বাংলা বানান ভুল করা না ভুল উচ্চারণে ইংরিজি বলাঃ ভুল উচ্চারণে ইংরিজি বলা
প্রত্যেকবার হাঁচি এসে ফিরে যাওয়া না প্রত্যেকবার হাঁচার সঙ্গে কাশাঃ প্রত্যেকবার হাঁচার সঙ্গে কাশা
হানাবাড়িতে সত্যি ভূতের সঙ্গে রাত কাটানো না লুপে ‘ঘুম পেয়েছে বাড়ি যা’ শোনাঃ এটা আজকের বোনাস কুইজ। আপনার পছন্দটা বলুন, আমার পছন্দটা আন্দাজ করুন।
ভাতের সঙ্গে মুখে কাঁকর পড়া না ঠোঙার শেষ বাদামটা পচা বেরোনোঃ ঠোঙার শেষ বাদামটা পচা বেরোনো
ReplyDeleteখেলতে নেমে হারব না খেলবই নাঃ খেলতে নেমে হারব
(নিজের) ভবিষ্যৎ দর্শন না অতীত মেরামতিঃ (নিজের) ভবিষ্যৎ দর্শন
মানুষের সবকটি ভাষা বলতে পারা না গাছহপালার সঙ্গে কথা বলতে পারাঃ গাছপালার সঙ্গে কথা বলতে পারা
ব্যক্তিগত ডায়রি ছাপানো না টিভিতে রিয়্যালিটি শো-এ অংশগ্রহণঃ ব্যক্তিগত ডায়রি ছাপানো
(নিজের) মৃত্যুর তারিখ জানা না মৃত্যুর কারণ জানাঃ মৃত্যুর কারণ জানা
প্রত্যেকবার হাঁচি এসে ফিরে যাওয়া না প্রত্যেকবার হাঁচার সঙ্গে কাশাঃ প্রত্যেকবার হাঁচি এসে ফিরে যাওয়া
তুই খুবই সাহসী দেখতে পাচ্ছি, তিন্নি। নিজের ডায়রি ছাপানো! খেলতে নেমে হারা! সেলাম।
Deleteদু-একটা বাদে সবগুলোই মিলছে। অমরত্ব বা ফাস্ট ইন্টারনেট --এটা বেস্ট।
ReplyDeleteথ্যাংক ইউ, মিযানুর। মিলেছে জেনে খুশি হলাম।
Deleteনো পাবলিসিটি না নেগেটিভ পাবলিসিটিঃ নো পাবলিসিটি
ReplyDeleteনোজি সহকর্মী/প্রতিবেশী না নয়েজি সহকর্মী/প্রতিবেশী: নয়েজি সহকর্মী/প্রতিবেশী
রুটি দিয়ে মাছের ঝোল না ভাত দিয়ে চানাচুরঃ রুটি দিয়ে মাছের ঝোল।
ভাতের সঙ্গে মুখে কাঁকর পড়া না ঠোঙার শেষ বাদামটা পচা বেরোনোঃ dutor ektao na.
খেলতে নেমে হারব না খেলবই নাঃ খেলবই না
আজীবন মৌনব্রত না মুখ খুললেই স্পষ্টভাষঃ আজীবন মৌনব্রত
(নিজের) ভবিষ্যৎ দর্শন না অতীত মেরামতিঃ অতীত মেরামতি
অমরত্ব না ফাস্ট ইন্টারনেটঃ ফাস্ট ইন্টারনেট
একদিনের জন্য ছোটবেলায় ফিরে যাওয়া না একদিনের জন্য লিঙ্গ পরিবর্তনঃ একদিনের জন্য ছোটবেলায় ফিরে যাওয়া
একঘর বসে থাকা লোকের মধ্যে দাঁড়িয়ে থাকা না একঘর দাঁড়িয়ে থাকা লোকের মধ্যে বসে থাকাঃ একঘর বসে থাকা লোকের মধ্যে দাঁড়িয়ে থাকা
মানুষের সবকটি ভাষা বলতে পারা না গাছহপালার সঙ্গে কথা বলতে পারাঃ গাছপালার সঙ্গে কথা বলতে পারা
অন্যের মিথ্যে ধরতে পারা না নিজে মিথ্যে বলে পার পেয়ে যাওয়াঃ নিজে মিথ্যে বলে পার পেয়ে যাওয়া
নিজে বিখ্যাত হওয়া না বিখ্যাত লোকের কাছের মানুষ হওয়াঃ নিজে বিখ্যাত হওয়া
ব্যক্তিগত ডায়রি ছাপানো না টিভিতে রিয়্যালিটি শো-এ অংশগ্রহণঃ টিভিতে রিয়্যালিটি শো-এ অংশগ্রহণ
ষড়ৈশ্বর্য না ভূতের রাজার তিন বর (যা চাই পরতে খাইতে পারি + যেখান খুশি যাইতে পারি + সা নি ধা পা মা গা রে সা গাইতে পারি): ভূতের রাজার তিন বর
(নিজের) মৃত্যুর তারিখ জানা না মৃত্যুর কারণ জানাঃ মৃত্যুর কারণ জানা
নিজে পরকীয়ারত অবস্থায় ধরা পড়া না পার্টনারকে পরকীয়ারত অবস্থায় পাকড়াও করাঃ ektao na
বাংলা বানান ভুল করা না ভুল উচ্চারণে ইংরিজি বলাঃ ভুল উচ্চারণে ইংরিজি বলা
প্রত্যেকবার হাঁচি এসে ফিরে যাওয়া না প্রত্যেকবার হাঁচার সঙ্গে কাশাঃ প্রত্যেকবার হাঁচার সঙ্গে কাশা
হানাবাড়িতে সত্যি ভূতের সঙ্গে রাত কাটানো না লুপে ‘ঘুম পেয়েছে বাড়ি যা’ শোনাঃ ‘ঘুম পেয়েছে বাড়ি যা’ শোনা, tomarTa sombhoboto hanabarite rat katano :P
হাহা, আমার পছন্দটা একেবারেই ঠিক ধরেছ প্রদীপ্তা। তোমার সঙ্গে আমার বেশিরভাগই মিলেছে। ভেরি গুড। উত্তর দেওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ইউ।
Deleteনো পাবলিসিটি না নেগেটিভ পাবলিসিটিঃ নো পাবলিসিটি
ReplyDeleteনোজি সহকর্মী/প্রতিবেশী না নয়েজি সহকর্মী/প্রতিবেশী: নয়েজি সহকর্মী/প্রতিবেশী
রুটি দিয়ে মাছের ঝোল না ভাত দিয়ে চানাচুরঃ konotai na.
ভাতের সঙ্গে মুখে কাঁকর পড়া না ঠোঙার শেষ বাদামটা পচা বেরোনোঃ ভাতের সঙ্গে মুখে কাঁকর পড়া
খেলতে নেমে হারব না খেলবই নাঃ খেলবই না
আজীবন মৌনব্রত না মুখ খুললেই স্পষ্টভাষঃ আজীবন মৌনব্রত
(নিজের) ভবিষ্যৎ দর্শন না অতীত মেরামতিঃ অতীত মেরামতি!!!!!!!
অমরত্ব না ফাস্ট ইন্টারনেটঃ ফাস্ট ইন্টারনেট
একদিনের জন্য ছোটবেলায় ফিরে যাওয়া না একদিনের জন্য লিঙ্গ পরিবর্তনঃ একদিনের জন্য লিঙ্গ পরিবর্তন
একঘর বসে থাকা লোকের মধ্যে দাঁড়িয়ে থাকা না একঘর দাঁড়িয়ে থাকা লোকের মধ্যে বসে থাকাঃ একঘর দাঁড়িয়ে থাকা লোকের মধ্যে বসে থাকা
মানুষের সবকটি ভাষা বলতে পারা না গাছহপালার সঙ্গে কথা বলতে পারাঃ মানুষের সবকটি ভাষা বলতে পারা
অন্যের মিথ্যে ধরতে পারা না নিজে মিথ্যে বলে পার পেয়ে যাওয়াঃ নিজে মিথ্যে বলে পার পেয়ে যাওয়া
নিজে বিখ্যাত হওয়া না বিখ্যাত লোকের কাছের মানুষ হওয়াঃ বিখ্যাত লোকের কাছের মানুষ হওয়া (Tom Hiddleston er girlfriend/ J K Rowling er secretary/ Miss Marple er assistant.)
ব্যক্তিগত ডায়রি ছাপানো না টিভিতে রিয়্যালিটি শো-এ অংশগ্রহণঃ Konotai na.
ষড়ৈশ্বর্য না ভূতের রাজার তিন বর (যা চাই পরতে খাইতে পারি + যেখান খুশি যাইতে পারি + সা নি ধা পা মা গা রে সা গাইতে পারি): ভূতের রাজার তিন বর!!!
(নিজের) মৃত্যুর তারিখ জানা না মৃত্যুর কারণ জানাঃ baba re. kono dorkar nei.
নিজে পরকীয়ারত অবস্থায় ধরা পড়া না পার্টনারকে পরকীয়ারত অবস্থায় পাকড়াও করাঃ konotai na. Live and let live.
বাংলা বানান ভুল করা না ভুল উচ্চারণে ইংরিজি বলাঃ ভুল উচ্চারণে ইংরিজি বলা. eta ami hameshai kore feli.
প্রত্যেকবার হাঁচি এসে ফিরে যাওয়া না প্রত্যেকবার হাঁচার সঙ্গে কাশাঃ প্রত্যেকবার হাঁচার সঙ্গে কাশা
হানাবাড়িতে সত্যি ভূতের সঙ্গে রাত কাটানো না লুপে ‘ঘুম পেয়েছে বাড়ি যা’ শোনাঃ হানাবাড়িতে সত্যি ভূতের সঙ্গে রাত কাটানো. I HATE Shilajit. Tai tomar choice o eta holei khushi hobo.
পরকীয়া সম্বন্ধে তোমার এমন উদার মনোভাব জেনে যারপরনাই খুশি হলাম, কুহেলি। আমার থিওরেটিক্যালি বিশ্বাস ওইরকমই যে যার যা ইচ্ছে তাকে তাই করতে দাও, আফটার অল সবাই প্রাপ্তবয়স্ক, কিন্তু প্র্যাকটিকালের সময় এলে মনে হয় না থিওরি কোনও কাজে লাগবে। বিখ্যাত লোকের বন্ধু হওয়ার ইচ্ছেটাও বেশ অন্যরকম। বিশেষ করে তুমি যে উদাহরণগুলো দিয়েছ সেগুলো পড়ে মনে হচ্ছে ব্যাপারটা আমি যতটা খারাপ ভেবেছিলাম ততটাও হবে না বোধহয়। বেশ ইন্টারেস্টিংই হবে। শেষ চয়েসটা তোমার সঙ্গে মিলেছে, হাই ফাইভ। খুব ভালো লাগল তোমার পছন্দগুলো পড়ে। থ্যাংক ইউ।
Deleteনো পাবলিসিটি না নেগেটিভ পাবলিসিটিঃ নো পাবলিসিটি
ReplyDeleteনোজি সহকর্মী/প্রতিবেশী না নয়েজি সহকর্মী/প্রতিবেশী: নয়েজি সহকর্মী/প্রতিবেশী
রুটি দিয়ে মাছের ঝোল না ভাত দিয়ে চানাচুরঃ দুটোই বাজে, তবে চুজ করতে বললে ভাত দিয়ে চানাচুর
ভাতের সঙ্গে মুখে কাঁকর পড়া না ঠোঙার শেষ বাদামটা পচা বেরোনোঃ ভাতের সঙ্গে মুখে কাঁকর পড়া
খেলতে নেমে হারব না খেলবই নাঃ খেলতে নেমে হারব
আজীবন মৌনব্রত না মুখ খুললেই স্পষ্টভাষঃ আজীবন মৌনব্রত
(নিজের) ভবিষ্যৎ দর্শন না অতীত মেরামতিঃ অতীত মেরামতি
অমরত্ব না ফাস্ট ইন্টারনেটঃ ফাস্ট ইন্টারনেট
একদিনের জন্য ছোটবেলায় ফিরে যাওয়া না একদিনের জন্য লিঙ্গ পরিবর্তনঃ একদিনের জন্য ছোটবেলায় ফিরে যাওয়া
একঘর বসে থাকা লোকের মধ্যে দাঁড়িয়ে থাকা না একঘর দাঁড়িয়ে থাকা লোকের মধ্যে বসে থাকাঃ একঘর দাঁড়িয়ে থাকা লোকের মধ্যে বসে থাকা
মানুষের সবকটি ভাষা বলতে পারা না গাছহপালার সঙ্গে কথা বলতে পারাঃ মানুষের সবকটি ভাষা বলতে পারা
অন্যের মিথ্যে ধরতে পারা না নিজে মিথ্যে বলে পার পেয়ে যাওয়াঃ নিজে মিথ্যে বলে পার পেয়ে যাওয়া
নিজে বিখ্যাত হওয়া না বিখ্যাত লোকের কাছের মানুষ হওয়াঃ নিজে বিখ্যাত হওয়া
ব্যক্তিগত ডায়রি ছাপানো না টিভিতে রিয়্যালিটি শো-এ অংশগ্রহণঃ দুটোই বাজে, তবে চুজ করতে বললে ব্যাক্তিগত ডায়েরি ছাপানো
ষড়ৈশ্বর্য না ভূতের রাজার তিন বর (যা চাই পরতে খাইতে পারি + যেখান খুশি যাইতে পারি + সা নি ধা পা মা গা রে সা গাইতে পারি): এটা একটু সিরিয়াস ব্যাপার। ষড়ৈশ্বর্য
(নিজের) মৃত্যুর তারিখ জানা না মৃত্যুর কারণ জানাঃ মৃত্যুর কারণ জানা
নিজে পরকীয়ারত অবস্থায় ধরা পড়া না পার্টনারকে পরকীয়ারত অবস্থায় পাকড়াও করাঃ অবশ্যই পার্টনারকে পরকীয়ারত অবস্থায় পাকড়াও করা
বাংলা বানান ভুল করা না ভুল উচ্চারণে ইংরিজি বলাঃ ভুল উচ্চারণে ইংরিজি বলা
প্রত্যেকবার হাঁচি এসে ফিরে যাওয়া না প্রত্যেকবার হাঁচার সঙ্গে কাশাঃ প্রত্যেকবার হাঁচার সঙ্গে কাশা
হানাবাড়িতে সত্যি ভূতের সঙ্গে রাত কাটানো না লুপে ‘ঘুম পেয়েছে বাড়ি যা’ শোনাঃ হে হে। হানাবাড়িতে সত্যি ভুতের সঙ্গে রাত কাটানো
আপনার সঙ্গে আমার বেশিরভাগই মিলেছে, দেবাশিস, কিন্তু কয়েকটা ক্রুশিয়াল ব্যাপার মেলেওনি। হানাবাড়িতে সত্যি ভূতের সঙ্গে রাত কাটানোটা কিন্তু ভালো ব্যাপার হতে পারে (সকালবেলা আবার জ্যান্ত হয়ে ফেরত আসার প্রতিশ্রুতি থাকলে)। নিজের পছন্দগুলো জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ।
Deleteনো পাবলিসিটি না নেগেটিভ পাবলিসিটিঃ নো পাবলিসিটি
ReplyDeleteনোজি সহকর্মী/প্রতিবেশী না নয়েজি সহকর্মী/প্রতিবেশী: নয়েজি সহকর্মী/প্রতিবেশী
রুটি দিয়ে মাছের ঝোল না ভাত দিয়ে চানাচুরঃ Sudhu চানাচুর
ভাতের সঙ্গে মুখে কাঁকর পড়া না ঠোঙার শেষ বাদামটা পচা বেরোনোঃ ভাতের সঙ্গে মুখে কাঁকর পড়া
খেলতে নেমে হারব না খেলবই নাঃ খেলবই না
আজীবন মৌনব্রত না মুখ খুললেই স্পষ্টভাষঃ আজীবন মৌনব্রত
(নিজের) ভবিষ্যৎ দর্শন না অতীত মেরামতিঃ ভবিষ্যৎ দর্শন
অমরত্ব না ফাস্ট ইন্টারনেটঃ ফাস্ট ইন্টারনেট
একদিনের জন্য ছোটবেলায় ফিরে যাওয়া না একদিনের জন্য লিঙ্গ পরিবর্তনঃ একদিনের জন্য লিঙ্গ পরিবর্তন
একঘর বসে থাকা লোকের মধ্যে দাঁড়িয়ে থাকা না একঘর দাঁড়িয়ে থাকা লোকের মধ্যে বসে থাকাঃ একঘর দাঁড়িয়ে থাকা লোকের মধ্যে বসে থাকা
মানুষের সবকটি ভাষা বলতে পারা না গাছহপালার সঙ্গে কথা বলতে পারাঃ গাছপালার সঙ্গে কথা বলতে পারা
অন্যের মিথ্যে ধরতে পারা না নিজে মিথ্যে বলে পার পেয়ে যাওয়াঃ অন্যের মিথ্যে ধরতে পারা
নিজে বিখ্যাত হওয়া না বিখ্যাত লোকের কাছের মানুষ হওয়াঃ নিজে বিখ্যাত হওয়া
ব্যক্তিগত ডায়রি ছাপানো না টিভিতে রিয়্যালিটি শো-এ অংশগ্রহণঃ টিভিতে রিয়্যালিটি শো-এ অংশগ্রহণ
ষড়ৈশ্বর্য না ভূতের রাজার তিন বর (যা চাই পরতে খাইতে পারি + যেখান খুশি যাইতে পারি + সা নি ধা পা মা গা রে সা গাইতে পারি): ভূতের রাজার তিন বর
(নিজের) মৃত্যুর তারিখ জানা না মৃত্যুর কারণ জানাঃ মৃত্যুর তারিখ জানা
নিজে পরকীয়ারত অবস্থায় ধরা পড়া না পার্টনারকে পরকীয়ারত অবস্থায় পাকড়াও করাঃ নিজে পরকীয়ারত অবস্থায় ধরা পড়া
বাংলা বানান ভুল করা না ভুল উচ্চারণে ইংরিজি বলাঃ ভুল উচ্চারণে ইংরিজি বলা
প্রত্যেকবার হাঁচি এসে ফিরে যাওয়া না প্রত্যেকবার হাঁচার সঙ্গে কাশাঃ প্রত্যেকবার হাঁচার সঙ্গে কাশা
হানাবাড়িতে সত্যি ভূতের সঙ্গে রাত কাটানো না লুপে ‘ঘুম পেয়েছে বাড়ি যা’ শোনাঃ হানাবাড়িতে সত্যি ভূতের সঙ্গে রাত কাটানো
বাঃ, প্রায় সবগুলোই তো মিলেছে দেখছি আমাদের, চুপকথা। গুড গুড। এতগুলো উত্তর ধৈর্য ধরে লেখার জন্য অনেক থ্যাংক ইউ। খুব খুশি হলাম তোমার পছন্দগুলো জেনে।
Deleteআমার সঙ্গে বেশিরভাগই মিলেছে। যেগুলো মেলেনি সেগুলো হল:
ReplyDelete-আমার "মুখ খুললেই স্পষ্টভাষ" টাই পছন্দ, তবে পাবলিক ডিম্যান্ডে ক্রমশ "আজীবন মৌনব্রত"এর দিকে ঝুঁকছি।
-একদিনের জন্য ছোটবেলায় ফিরে যাওয়া
-একঘর বসে থাকা লোকের মধ্যে দাঁড়িয়ে থাকা
-বাংলা বানান ভুল করা না ভুল উচ্চারণে ইংরিজি বলাঃ ভাল বাংলা জানা বাঙালিদের সামনে (যেমন আপনি) হলে প্রথমটা অপছন্দ, ভাল ইংরেজি জানা সাহেবদের সামনে হলে দ্বিতীয়টা। যেহেতু আমেরিকায় ভাল ইংরেজি জানা সাহেব বিশেষ দেখিনা, তাই প্রথমটাই বেশি হয়।
- আমার আসল ভূতের সঙ্গে রাত কাটানোর থেকে লুপে ঘুম পেয়েছে বাড়ি যা শুনতে বেশি ভাল লাগবে, যদিও প্রথম অভিজ্ঞতাটা আমার হয়ে গিয়ে থাকতে পারে। আমার ধারণা আপনিও ভূতের সঙ্গে রাত কাটাতে ভালবাসবেননা।
(যদিও খেলতে নেমে হারাটা আমার না খেলার থেকে বেশি অপছন্দ, তাও আপনার পছন্দটা গেস করার লোভ সামলাতে পারলামনা।)
হাহাহা, নানা গেস করার খেলায় হারজিত নেই। ওটা একটু বাড়িয়ে লিখেছি বুঝতেই পারছেন, ভূতের সঙ্গে গানের লড়াইটা। কিন্তু সবার কমেন্ট পড়ে আর তার উত্তর লিখতে লিখতে এখন কেন যেন মনে হচ্ছে ভূতের সঙ্গে রাত কাটানোটা অ্যাকচুয়ালি করাই যায়। মানে আমি বেঁচে ফিরে আসব সেটা যদি নিশ্চিত থাকে তাহলে সত্যি বলছি আমি রাজি। আপনার ভূতের সঙ্গে মোলাকাতের অভিজ্ঞতার গল্পটা কি ব্লগে আছে? থাকলে লিংক চাই, না থাকলে নতুন পোস্ট চাই।
Deleteআজই লিখলাম। এই যে লিঙ্ক। গল্পের মতন করে লেখা হলেও এক্কেবারে নির্ভেজাল সত্যি।
Deleteআরে দারুণ ব্যাপার তো, নিশ্চয় পড়ব। অনেক ধন্যবাদ, সুগত।
Deleteরুটি দিয়ে মাছের ঝোল না ভাত দিয়ে চানাচুরঃ ভাত দিয়ে চানাচুর
ReplyDeleteআজীবন মৌনব্রত না মুখ খুললেই স্পষ্টভাষঃ মুখ খুললেই স্পষ্টভাষ , tobe ekhon ei boyese ese oi mounobrotoi besh bhalo mone hochhe.
একদিনের জন্য ছোটবেলায় ফিরে যাওয়া না একদিনের জন্য লিঙ্গ পরিবর্তনঃ একদিনের জন্য ছোটবেলায় ফিরে যাওয়া
মানুষের সবকটি ভাষা বলতে পারা না গাছহপালার সঙ্গে কথা বলতে পারাঃ মানুষের সবকটি ভাষা বলতে পারা
হানাবাড়িতে সত্যি ভূতের সঙ্গে রাত কাটানো না লুপে ‘ঘুম পেয়েছে বাড়ি যা’ শোনাঃ লুপে ‘ঘুম পেয়েছে বাড়ি যা’
baki sobguloi milchhe, ar sobcheye milchhe oi bhuter rajar bor ta... ufff katodin dhore je opekhya kore achhi... bhuter raja ke dekhte pelei bor cheye nebo.
আপনার সঙ্গে দেখা হলে বলবেন ইচ্ছাডানা, আমিও যাব বর চাইতে। উত্তর দেওয়ার জন্য অনেক, অসংখ্য ধন্যবাদ।
Deleteনো পাবলিসিটি না নেগেটিভ পাবলিসিটিঃ নো নেগেটিভ পাবলিসিটি
ReplyDeleteনোজি সহকর্মী/প্রতিবেশী না নয়েজি সহকর্মী/প্রতিবেশী: পাশে থাকার জন্য কোনটাই নয়, বেশি অপছন্দ করার জন্যে প্রথমটা
রুটি দিয়ে মাছের ঝোল না ভাত দিয়ে চানাচুরঃ খাওয়ার জন্য কোনটাই নয়, অপছন্দ করার জন্যে প্রথমটা
ভাতের সঙ্গে মুখে কাঁকর পড়া না ঠোঙার শেষ বাদামটা পচা বেরোনোঃ ভাতের সঙ্গে মুখে কাঁকর পড়া
খেলতে নেমে হারব না খেলবই নাঃ খেলতে নেমে হারবই না
আজীবন মৌনব্রত না মুখ খুললেই স্পষ্টভাষঃ মুখ খোলা এবং স্পষ্টভাষ| মৌনব্রত দিয়ে কিস্যু হয় না, নিজের ক্ষতি ছাড়া| ঠেকে শেখা|
(নিজের) ভবিষ্যৎ দর্শন না অতীত মেরামতিঃ অতীত মেরামতি| তাতে ভবিষ্যতটা দর্শন করার মতন হবে আশা করি|
অমরত্ব না ফাস্ট ইন্টারনেটঃ অমর ফাস্ট ইন্টারনেট
একদিনের জন্য ছোটবেলায় ফিরে যাওয়া না একদিনের জন্য লিঙ্গ পরিবর্তনঃ একদিনের জন্য লিঙ্গ পরিবর্তন করে ছোটবেলায় ফিরে যাওয়া| তাহলে আর মেয়ে হতে হবে না !
একঘর বসে থাকা লোকের মধ্যে দাঁড়িয়ে থাকা না একঘর দাঁড়িয়ে থাকা লোকের মধ্যে বসে থাকাঃ একঘর বসে থাকা লোকের মধ্যে দাঁড়িয়ে থাকা
মানুষের সবকটি ভাষা বলতে পারা না গাছহপালার সঙ্গে কথা বলতে পারাঃ গাছপালার সঙ্গে কথা বলতে পারা|মানুষ বড় বাজে বকে, মিথ্যে কথা বলে|
অন্যের মিথ্যে ধরতে পারা না নিজে মিথ্যে বলে পার পেয়ে যাওয়াঃ নিজে মিথ্যে বলে পার পেয়ে যাওয়া
নিজে বিখ্যাত হওয়া না বিখ্যাত লোকের কাছের মানুষ হওয়াঃ নিজে বিখ্যাত হওয়া|কিন্তু সকলের কাছের মানুষ থাকা|
ব্যক্তিগত ডায়রি ছাপানো না টিভিতে রিয়্যালিটি শো-এ অংশগ্রহণঃ টিভিতে রিয়্যালিটি শো? পাগল না পাতলুন?
ষড়ৈশ্বর্য না ভূতের রাজার তিন বর (যা চাই পরতে খাইতে পারি + যেখান খুশি যাইতে পারি + সা নি ধা পা মা গা রে সা গাইতে পারি): ভূতের রাজার তিন বর| ওটাকেই জ্ঞানীরা ষড়ৈশ্বর্য বলেছেন, আমরা zaনতি পারিনি|
(নিজের) মৃত্যুর তারিখ জানা না মৃত্যুর কারণ জানাঃ কি আপদ!
নিজে পরকীয়ারত অবস্থায় ধরা পড়া না পার্টনারকে পরকীয়ারত অবস্থায় পাকড়াও করাঃ পরকীয়া জানতেই হবে ? থাক না!
বাংলা বানান ভুল করা না ভুল উচ্চারণে ইংরিজি বলাঃ দুটোই সমান অপছন্দ|কিন্তু বাঙালী হলে প্রথমটা অমার্জনীয় অপরাধ|পরেরটা ক্ষ্যামাঘেন্না করে দেওয়া যায়|
প্রত্যেকবার হাঁচি এসে ফিরে যাওয়া না প্রত্যেকবার হাঁচার সঙ্গে কাশাঃ প্রত্যেকবার হাঁচি এসে ফিরে যাওয়া | বিচ্ছিরী!
হানাবাড়িতে সত্যি ভূতের সঙ্গে রাত কাটানো না লুপে ‘ঘুম পেয়েছে বাড়ি যা’ শোনাঃ এইত মুশকিল| সে ভূত ক্যান্টারভিল গোস্ট বা ভূত ভবিষ্যত- এর নন্দদুলাল হলে আপত্তি নেই, কিন্তু নীল আতঙ্ক হলে কেস গন্ডগোল| তাহলে কানের কাছে লুপে হানি সিং |
বাই দ্য ওয়ে, এককালে একটি ভূতের গল্প লিখেছিলাম| পড়ে ভালো লাগলে আমারও খুব ভালো লাগবে| খারাপ লাগলেও সমস্যা নেই, পরের বার আরো ভালো করার চেষ্টা করব| এই যে লিংক -
http://from-the-jhalmuri-corner.blogspot.in/2014/10/blog-post_5.html
আরে তাই নাকি? নিশ্চয় পড়ে দেখব অন্বেষা। লিংক পাঠানোর জন্য অনেক ধন্যবাদ। আপনার খেলতে নেমে জেতার মনোভাব দেখে আমি মুগ্ধ।
Delete