কথা ছিল?
অর্চিষ্মান আমাকে কবিতাটা পড়াল। আমি আপনাদের সেটা পড়াতে চাইলাম। পাসিং দ্য কার্মা।
অন্যরকম
সুনীল গঙ্গোপাধ্যায়
পাহাড় শিখর ছেড়ে মেঘ ঝুঁকে আছে খুব কাছে
চরাচর বৃষ্টিতে শান্ত
আমি গভীর উদাসীন ব্ৰহ্মপুত্রের পাশে চুপ করে দাঁড়াই
জলের ওপারে সব জল-রং ছবি
নারীর আচমকা আদরের মতন স্নিগ্ধ বাতাস–
এই চোখজুড়োনো সকাল, অদ্ভুত নিথর দিগন্ত
মনে হয় অজানা সৌভাগ্যের মতন
তবু সুন্দরের এত সামনে দাঁড়িয়ে হঠাৎ
আমার মন খারাপ হয়ে যায় মনে হয়
এ জীবন অন্যরকম হবার কথা ছিল।
থ্যাংক ইউ।
ReplyDeleteভালো কথা আনন্দের দাম পোস্টে অনেকবার কমেন্ট করতে গেছিলাম, কিছুতেই হচ্ছিলো না কেন কে জানে! অনেকদিনপর ওই পোস্টটা পেয়ে যে আনন্দ পেয়েছিলাম তারও দাম হয়না।
-প্রদীপ্ত
ওই পোস্টে একটা ঝামেলা হয়েছিল বটে, প্রদীপ্ত। আজকাল পোস্ট বড় কম লেখা হয়। সামলাতে পারি না সবদিক।
Deleteকিছু গুড কার্মা ছিল নিশ্চয়ই, ভাগ্যিস আপনার ব্লগটা সেদিন খুঁজে পেয়েছিলাম।
ReplyDeleteকবিতাটা জাস্ট..
কী যেন বলে...দ্য ফিলিং ইজ মিউচুয়্যাল, বৈজয়ন্তী। কবিতাটা সত্যিই জাস্ট...
DeleteBoddo bhaalo. Thank you
ReplyDeleteহাই ফাইভ।
DeleteKhub khub bhalo laglo. Bhalo thakben - Indrani
ReplyDeleteআপনিও, ইন্দ্রাণী।
Deleteখুব ভালো লাগলো কবিতাটা। ধন্যবাদ পোষ্ট করার জন্যে। - ইচ্ছাডানা
ReplyDeleteআরে আমি তো দূতমাত্র, ইচ্ছাডানা।
Deleteকি ভাগ্যিস ওই "অন্যরকম" যেটা হবার কথা ছিল, সেরকম হয়নি। হলে, এই কবিতাটা কে লিখতো?
ReplyDeleteআমিও সেটাই ভাবছিলাম, জানেন। এঁরা যদি জীবন নিয়ে দুঃখ পান, আমি আমার জীবনটা নিয়ে কোথায় যাই।
DeleteBaah besh bhalo laglo. Anek dhonyobad share korar jonyo.
ReplyDeleteহ্যাঁ, সুস্মিতা, ভালো লাগল আমার খুব তাই ভাবলাম অবান্তরে দিই।
Deletee jibon onnorokom e, onek rokom. Shudhu sadh kore chhad beye upore hat pete chand dhorar fandfikir.
ReplyDeleteআহা, কী সুন্দর বর্ণনা।
Delete