No one especially minds
ইন্টারনেটে কত কথা ঘোরে। কিছু মনে ধরে। কিছুতে জ্বালা। কিছু কিছু নতুন জানায়। কিছু কিছু অলরেডি জানাশোনাকে কনফার্ম করে।
নিচের প্যারাদুটো যদিও "লাভারস"দের নিয়ে, কারণ সব সম্পর্ক গিয়ে ওই সম্পর্কটিই আজকের দুনিয়ার সব সম্পর্কের সরতাজ হয়ে উঠেছে, ওই সম্পর্কটি নিয়েই সকলে অবসেসড, ওই সম্পর্কটিকে নিয়েই ইন্টারনেটে সবথেকে বেশি পোস্ট, বেশি ভিউ, বেশি লাইক, বেশি শেয়ার এবং বেশি কাঞ্চনমূল্য। চন্দ্রিল যেমন বলেন "টাকা জিতে গেছে," তেমনি "রোম্যান্টিক লাভ" দ্বিপাক্ষিক সম্পর্কের আর যাবতীয় ফ্লেভারকে মাত দিয়েছে।
কিন্তু রোম্যান্টিক লাভও দুটো মানুষের মধ্যেই হয় (মানিকবাবু বা মেঘের ব্যতিক্রম বাদ দিলে)। আর প্রেমে পড়লে মানুষ, কনট্র্যারি টু নাটকনভেল, দেবতা নয়, আরও বেশি করে মানুষ হয়ে ওঠে। কাজেই লাভার্স ছাড়াও বাকি সব মানুষিক সম্পর্কের ক্ষেত্রেই নিচের কথাগুলো সত্য। অন্ততঃ আমার অভিজ্ঞতায়। আমার অভিজ্ঞতাজাত সত্য আগে মিথ্যে প্রমাণিত হয়নি তেমন নয়, আফটার অল মানুষ মাত্রেই ভুল, ভুল মাত্রেই মানুষ, কিন্তু আমি খুব, খুব, খুব চমকে যাব যদি এই ইস্যুতে ভুল প্রমাণিত হই।
*
"It’s a bitter truth that other people treat us more or less exactly in line with the way we imply that we can bear to be treated. Lovers sense one another’s limits and will push relentlessly forward until they reach them. If we send out signals that we will - reluctantly but passively - take mystery, take unfair accusations, take a lack of effort, take cancelled plans and take the constant intrusions of a gang of mean-minded friends then - cruelly - this is precisely what we will end up having to deal with. Our furniture will be scratched; our fridge emptied; our patience exhausted. The human animal - in all its perversity and sinfulness - subtly, intuitively adjusts to precisely the expectations placed upon it by its partners. We do as much as, and not a jot more, than we are called upon to do. We’ll do manners when manners have been insisted upon and casual impudent disrespect when they haven’t. We’ll do apologies when these have been set as the price of peace - or otherwise sulk and throw blame around. As teachers with impeccably behaved classrooms have long known, the audience adjusts itself to whatever expectations have been defined. Those who signal big consequences seldom have to mete them out.
Surprisingly, though such intentions may sound harsh, no one especially minds. They may even feel immensely grateful - and more loving. It can be profoundly reassuring to be in the presence of people who promise to protect us against our own sloppiness, who restrain our temptations to decadence, who are on the side of our more exigent hopes for ourselves. No child actually likes an adult who will let them do anything - and nor does a lover."
--- Alain de Botton
Comments
Post a Comment