The Weird Questionnaire
মার্সেল প্রুস্তের কোয়েশ্চেনেয়ারের কথা সকলেই জানে। তুলনায় E ric Poindron -এর কোয়েশ্চেনেয়ার কম পরিচিত। Poindron একজন লেখক, সমালোচক, সম্পাদক। তিনি বেশ কিছু রেডিও অনুষ্ঠানেরও সঞ্চালক। প্রুস্তের সঙ্গে Poindron -এর কোয়েশ্চেনেয়ারের বেশ অনেকগুলো তফাৎ আছে। এক, আয়তনের। প্রুস্ত-এর প্রশ্নপত্রে আছে মোটে খানতিরিশ প্রশ্ন, Poindron -এর প্রশ্নপত্রে প্রশ্নের সংখ্যা ষাটের কাছাকাছি। দুই, প্রুস্তের প্রশ্নপত্র আপনি কতক্ষণ ধরে সমাধান করবেন সেটা আপনার ব্যাপার। Poindron আশা করেন তাঁর প্রশ্নের উত্তর দিতে আপনার বেশি সময় লাগবে না। ইন ফ্যাক্ট, তিনি চান যে উত্তরদাতা বেশি মাথা না ঘামান। যা স্বতঃস্ফূর্তভাবে মনে আসছে সেটাই লিখুন। তিন নম্বর তফাৎটা হল, প্রুস্ত-এর প্রশ্নপত্রের মুখ্য উদ্দেশ্য ছিল তাঁর নিজের মনের তল খোঁজা, Poindron প্রশ্নপত্র বানিয়েছিলেন “রাইটিং প্রম্পটস” হিসেবে ব্যবহার করার জন্য। আমি কোয়েশ্চেনেয়ারটির উত্তর দিলাম। আপনারাও নিজেদের উত্তর দেবেন এই আশা রইল। ***** 1. 1. Write the first sentence of a novel, short story, or book of the weird yet to be written. ...