সাপ্তাহিকী
কী দেখছেন?
আচ্ছা, এবার কী দেখছেন?
অ্যান্টি-এজিং ক্রিমটিমগুলো ছুঁড়ে ফেলে গাছ পুঁততে শুরু করুন। জলদি।
দুঃখের বিষয় এই গাছটার চারা এখনই কোথাও পাবেন না।
ভুল লোকের চ্যাটবাক্সে ভুল ইমোজি পাঠিয়ে বিব্রত না হতে চাইলে সায়নের পাঠানো লিংকটা
ভালো করে পড়ে নিন।
ইকোফ্রেন্ডলি শাওয়ার কার্টেন। চার মিনিট হয়ে গেলেই খোঁচা দিয়ে শাওয়ার থেকে বার
করে দেবে।
একটা খাঁচা। খাঁচায় একটা একলা ইঁদুর। দুটো জলের পাত্র। একটা পাত্রে সাধারণ জল,
অন্য পাত্রটায় জলের সঙ্গে মেশানো কোকেন। ইঁদুরটা দুটো পাত্রের জলই চেখে দেখল।
তারপর সাধারণ জলের পাত্রটা ফেলে রেখে ক্রমাগত কোকেন মেশানো জলটা খেতে থাকল। যতক্ষণ
না প্রাণ বেরোচ্ছে। এইবার বিজ্ঞানীরা খাঁচার বদলে একটা গোটা পার্ক বানালেন। র্যাট
পার্ক। পার্কে অনেক ইঁদুর রাখা হল। তাদের জন্য সুস্বাদু খাবার রাখা হল, খেলার জন্য
রঙিন বল আর ছোট ছোট সুড়ঙ্গ কাটা হল। আর রাখা হল দুটো জলের বোতল। একটা বোতলে সাধারণ
জল, অন্যটার জলে কোকেন মেশানো। তারপর কী হল?
পদত্যাগ করার দিন লাঞ্চে রিচার্ড নিক্সন কী খেয়েছিলেন জানার আগ্রহ থাকলে ক্লিক করুন।
Comments
Post a Comment