The Weird Questionnaire
মার্সেল প্রুস্তের কোয়েশ্চেনেয়ারের কথা সকলেই জানে। তুলনায় Eric Poindron-এর কোয়েশ্চেনেয়ার কম
পরিচিত। Poindron একজন লেখক, সমালোচক, সম্পাদক। তিনি বেশ কিছু রেডিও অনুষ্ঠানেরও সঞ্চালক।
প্রুস্তের সঙ্গে Poindron-এর কোয়েশ্চেনেয়ারের বেশ অনেকগুলো তফাৎ আছে। এক, আয়তনের। প্রুস্ত-এর
প্রশ্নপত্রে আছে মোটে খানতিরিশ প্রশ্ন, Poindron-এর প্রশ্নপত্রে
প্রশ্নের সংখ্যা ষাটের কাছাকাছি। দুই, প্রুস্তের প্রশ্নপত্র আপনি কতক্ষণ ধরে সমাধান করবেন
সেটা আপনার ব্যাপার। Poindron আশা করেন তাঁর প্রশ্নের উত্তর দিতে আপনার বেশি সময় লাগবে না। ইন ফ্যাক্ট,
তিনি চান যে উত্তরদাতা বেশি মাথা না ঘামান। যা স্বতঃস্ফূর্তভাবে মনে আসছে সেটাই
লিখুন। তিন নম্বর তফাৎটা হল, প্রুস্ত-এর প্রশ্নপত্রের মুখ্য উদ্দেশ্য ছিল তাঁর
নিজের মনের তল খোঁজা, Poindron প্রশ্নপত্র বানিয়েছিলেন “রাইটিং প্রম্পটস” হিসেবে ব্যবহার করার জন্য।
আমি কোয়েশ্চেনেয়ারটির উত্তর দিলাম। আপনারাও নিজেদের উত্তর দেবেন এই আশা রইল।
*****
1. 1. Write the first
sentence of a novel, short story, or book of the weird yet to be written. গরমবোধ আমার চিরকালই অসম্ভব
রকমের বেশি ছিল।
2. Without looking
at your watch: what time is it? আটটা
পঁয়তাল্লিশ।
3. Look at your
watch. What time is it? আটটা আটত্রিশ।
4. How do you
explain this – or these – discrepancy (ies) in time? বলা যেতে পারে যে আমি
সময়ের থেকে এগিয়ে থাকতে পছন্দ করি, কিন্তু সত্যিটা হচ্ছে যে আমার সময়জ্ঞান/টাইমিং
খারাপ।
5. Do you believe
in meteorological predictions? আমি ঠিক নিশ্চিত নই মিটিওরোলজিক্যাল প্রেডিকশন কাকে বলে, কিন্তু যেহেতু কোনও
রকম প্রেডিকশনেই বিশ্বাস করি না তাই এটাতেও করছি না।
6. Do you believe
in astrological predictions? উঁহু।
7. Do you gaze at
the sky and stars by night? একসময় নিয়মিত তাকিয়ে থাকতাম। এখন তাকানো হয় না বলে আফসোস হয়।
8. What do you
think of the sky and stars by night? আমার রিষড়ার বাড়ির ছাদের কথা
ভাবি। অন্ধকার ছাদে এসে পড়া পাশের বাড়ির টিউবলাইটের আলোর কথা ভাবি। মাদুরের ওপর
আমার পাশে শুয়ে থাকা মায়ের কথা ভাবি। আর
ভাবি যেগুলো নিয়ে ভেবে ভেবে সারাদিন সারা হই, সেগুলো আসলে কী অর্থহীন।
9. What were you
looking at before starting this questionnaire? ঠিক আগের মুহূর্তে
কীসের দিকে তাকিয়ে থাকতাম বলতে গেলে আনইন্টারেস্টিং জিনিসপত্র যেমন ল্যাপটপের স্ক্রিন
ইত্যাদির কথা বলতে হবে। তার থেকে বরং বলি কোয়েশ্চেনেয়ারের উত্তর দেওয়া শুরু করার
মিনিট দশেক আগে আমি একথালা ফ্রায়েডরাইস আর মাছভাজার দিকে তাকিয়ে ছিলাম।
10. What do
cathedrals, churches, mosques, shrines, synagogues, and other religious
monuments inspire in you? অস্বস্তি।
11. What would you
have “seen” had you been blind? অন্ধকার।
12. What would you
want to see if you were blind? সব কিছু।
13. Are you afraid? হ্যাঁ।
14. What of? ব্যর্থতা।
15. What is the last
weird film you’ve seen? কাল রাতেই পরপর দুটো দেখলাম। প্রথমটার নাম ‘তোমায় পাব বলে’ দ্বিতীয়টার নাম ‘সূর্য’।
দুটোরই নায়ক প্রসেনজিৎ।
16. Whom are you
afraid of? ঊর্ধ্বতন পদাধিকারী। মা।
17. Have you ever
been lost? না।
18. Do you believe
in ghosts? বিশ্বাস করি না, কিন্তু ভয় পাই।
19. What is a ghost? অন্ধকার। খাটের তলা।
ঘাড়ের কাছে একটা রোম খাড়া করা অনুভূতি।
20. At this very
moment, what sound(s) can you hear, apart from the computer? কানের ভেতর হেডফোনে একটা
নাটক চলছে। অ্যালান প্লেটারের দ্য ডেভিল’স মিউজিক। তাছাড়াও ও ঘর থেকে আবছা আবছা
টিভির আওয়াজ আসছে। খবর চলছে।
21. What is the most
terrifying sound you’ve ever heard – for example, “the night was like the cry
of a wolf”? আমাদের অফিসের প্যান্ট্রির দরজাটা। লোকজন ঢুকতে বেরোতে থাকে আর দরজার
স্প্রিংটা এমন আর্তনাদ করতে থাকে, র্যামসে ব্রাদার্সের ঠাকুরদা।
22. Have you done
something weird today or in the last few days? হুম্ম্ম্, মনে পড়ছে
না।
23. Have you ever been
to confession? পাগল নাকি?
24. You’re at
confession, so confess the unspeakable. মাথা খারাপ?
25. Without
cheating: what is a “cabinet of curiousities”? কোনও আইডিয়া নেই।
26. Do you believe
in redemption? নাঃ।
27. Have you dreamed
tonight? কাল রাতে কিছু দেখিনি। আজ রাতে দেখব কি না জানি না।
28. Do you remember
your dreams? প্রত্যেকটা। স্পষ্ট।
29. What was your
last dream? অর্চিষ্মান টেবিলটেনিস খেলছে।
30. What does fog
make you think of? পাহাড়। খাদ। নির্জনতা। সন্ধ্যে। চা। পকোড়া। অর্চিষ্মান।
31. Do you believe
in animals that don’t exist? না।
32. What do you see
on the walls of the room where you are? এখন আমার ঘর ঘুটঘুটে অন্ধকার।
খালি ল্যাপটপের স্ক্রিনটা জ্বলছে। কাজেই দেওয়ালে কিছু দেখতে পাচ্ছি না।
33. If you became a
magician, what would be the first thing you’d do? আমার মনের জোর আর
পরিশ্রম করার ক্ষমতা বাড়াব।
34. What is a
madman? যার নিজের ভালোমন্দ সম্পর্কে জ্ঞান নেই।
35. Are you mad? নিশ্চয়।
36. Do you believe
in the existence of secret societies? মনে হয় না। তবে এখন মনে হচ্ছে ও’রকম
সোসাইটি থাকাটা বেশ মজার ব্যাপার। অর্থাৎ কি না সিক্রেট সোসাইটির অস্তিত্বে আমি
বিশ্বাস করি না, তবে চাই থাকুক।
37. What was the
last weird book you read? মনে পড়ছে না।
38. Would you like
to live in a castle? কক্ষনও না। বেশি বড় বাড়ি আমার মোটে পছন্দ না।
39. Have you seen
something weird today? না
তো।
40. What is the
weirdest film you’ve ever seen? হঠাৎ নীরার জন্য।
41. Would you like to live in an abandoned train
station? না।
42. Can you see the
future? না।
43. Have you
considered living abroad? হ্যাঁ।
44. Where? অ্যামেরিকায়।
আইসল্যান্ডে।
45. Why? আরামদায়ক জীবনযাপনের
জন্য। নিরিবিলি জীবনযাপনের জন্য।
46. What is the
weirdest film you’ve ever owned? ডাউনলোড করাকে own করা বলে যদি ধরেও নিই
উইয়ার্ড মনে হওয়া কোনও ফিল্মই ডাউনলোড করিনি।
47. Would you like
to have lived in a vicarage? হ্যাঁঅ্যাঅ্যাঅ্যাঅ্যাঅ্যাঅ্যাঅ্যাঅ্যা। সেন্ট মেরি মিডের ভিকারেজ, প্লিজ।
48. What is the
weirdest book you’ve ever read? দ্য কনফেডারেসি অফ ডান্সেস।
49. Which do you
like better, globes or hourglasses? গ্লোব। আওয়ারগ্লাস থাকলে আমি সর্বক্ষণ
সেটার দিকে তাকিয়ে বসে থাকব।
50. Which do you
like better, antique magnifying glasses or bladed weapons? অ্যান্টিক আতসকাঁচ।
51. What, in all
likelihood, lies in the depths of Loch Ness? কোনও ধারণা নেই।
52. Do you like
taxidermied animals? নাআআআআআআআআআআ।
53. Do you like
walking in rain? পায়ের তলায় কাদা না থাকলে। বাড়ি ফেরার তাড়া না থাকলে।
54. What goes in on
tunnels? দিন আনা দিন খাওয়া জীবন।
55. What do you look
at when you look away from the questionnaire? অন্ধকার। পর্দার ফাঁক
দিয়ে আসা পাশের ঘরের মৃদু হলুদ আলো।
56. What does this
famous line inspire in you: “And when he had crossed the bridge, the phantoms
came to meet him.”? ব্রিজ কখনওই ক্রস না করার ইচ্ছে।
57. Without
cheating: where is that famous line from? জানি না।।
58. Do you like
walking in graveyards or the woods by night? হাহাহা, না।
59. Write the last
line of a novel, short story, or book of the weird yet to be written. আমি সামনের দিকে হাঁটতে
শুরু করলাম।
60. Without looking
at your watch: what time is it? ন’টা বারো।
61. Look at your watch.
what time is it? ন’টা চোদ্দ।
1.হটাত দুম করেই ঘুমটা ভেঙ্গে গেল নিশার।
ReplyDelete2. doshta dosh
3. দশটা তেরো
4. আমার সময়জ্ঞান/টাইমিং খারাপ।
5. prediction gulo ajkal dekhi mile jay..chhotobelay ja bolto tar thik ulto hoto.
6. Rationally biswas korina but pore dekhte besh bhalo lage.
7. age loadshedding er somoy ghor andhokare seta khub pochhonder kaj chhilo. ajkal loadshedding o hoyna r ato alor makhe akash bhalo lage na. Camp e gele dekhi.
8. jokhon ja mone ashe. Chhotobelay ei somoye akasher dike takiye walkman e amar priyo gangulo suntam.
9.ঠিক আগের মুহূর্তে new york theke lake george kibhabe jaoya jay google korchhilam.
10. church e gele besh bhalo lage. ekta shanti type r byapa. mosque e dhukte deyni keu. Gurduara ta besh friendly. Bahai temple contentment. hindu mondir e claustrophobic
11. kolpona
12. sob
13. হ্যাঁ।
14. inadequacy
15. ahalya
16. myself
17. on a regular basis
18. undecided tobe ekbar ekta ghotona ghotechhilo jibone jetar amar kachhey khub ekta rational explanation nei. tobe biswas kori ba na kori onek chhotobelay tumul borshar rate night lamper aloy eka eka dracula pore theke amar vampire somporke ekta ahaituki bhiti achey.
19. ektu bhoy bhoy ga shirshire bhab. jodio shirshendu r bhutera khob mojar lok.
20. chat pashe bose ananda news e yakub menon er fansir news sunchhey jeta amar sunte ektuo ichhey korchhey na.
21. \–joldaparar jongole majhrate shokuner dak. ami r bon sotyi bhebechhilam jongole kono bachha kandchey. close second bolte class six e osombhob kharap itihas porikkha deoyar por class teacher jokhon announce korlen classe 45 joner modhye 35 jon fail korechhey r tarporei eke eke sobar nombor pora suru korlen.
22. kancha am kuriye seta diye fuchka khaoya ta ki count hobe?
23. matha kharap?
24. i'd tell you but then i'd have to kill you. ekta teenage fiction title theke slightly adopted.
25. ekta baksho jetake 100 rokom bhabe khola jay
26. na.
27. ekhono ghmoini.
28. koekta
29. ekta goenda golpo
30. megh pion er bag er bhetor mon kharap er dista
31. kori
32. koekta khali hook
33. koekta magic trick sikhbo jate magician bolata justify korte pari
34. je nijeke janena
35. amar to tai dharona
36. thakle to byaparta besh thrilling hobe tobe golper boite thskstsi bodhhoy beshi banchoniyo bastober theke.
37. twilight. aspirin khete khete sesh korechilam.
38. ekdin theke dekhte pari for novelty sake. tobe description ja porechhi tate mone hoyna byapar ta khub ekta comfortable.
39. uhu
40. seta likhte gele ekta golpo fende boste hobe.
41. nah
42. nah.tobe majhe majhe deja vu hoy.
43. korechhi mane ekhono kore cholechhi.
44. apatato americate
45. ichhematon cholafera kora r chakrir nirapotta r jonya.
46. thik mone porchhey na
47. oi ek dudiner jonya
48. etao thik bolte parbo na.onek candidate
49. globe. ghuriye ghuriye mone mone ghure asha jabe.
50. magnifying glass
51. ke jane baba
52. uhu ami ki lindquist naki?
53 haan tobe phone ba laptop sathe thakle chap kheye jai
54. dudike alor majhe andhokar
55. janalar fank diye bhese asha chander aloy makha hudson nodi
56. bridge er ultodike hanta lagano
57. kono dharona nei
58. definitely na
59. . abar ekta notun din ebar seshta onyorokom bhabe korte hobe.
60. doshta tetaallish
61.doshta ponchanno
তোমার ইতিহাস দিদিমণি আমাকেও ভয় পাইয়ে দিচ্ছেন। কী সাংঘাতিক। কাঁচা আম দিয়ে ফুচকা খাওয়াটাও অবশ্য সাংঘাতিক। তোমার উত্তরগুলো পড়ে খুব ভালো লাগল, চুপকথা। এত সময় নিয়ে লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।
Deleteam fuchka ta try korte paro. darun hoyechhilo. sahanadikeo parle khaiye diyo. O osambhob fuchka premi. Amra Ithaca te bose ekbar rat 1 tay fuchka party korechhilam.
Deleteহাহা, তাই নাকি? দেখা হলে জিজ্ঞাসা করব তো।
DeleteWrite the first sentence of a novel, short story, or book of the weird yet to be written. বাসটা ঘ্যাঁচ করে ব্রেক কষল, আর দড়াম করে পড়ে গেল কুন্তলা
ReplyDelete*** সরি সরি। একটু মজা করার ইচ্ছে হল
Without looking at your watch: what time is it? দশটা
Look at your watch. What time is it? দশটা চোদ্দ
How do you explain this – or these – discrepancy (ies) in time? আমারও সময়জ্ঞান খারাপ
Do you believe in meteorological predictions? আবহাওয়া জনিত পূর্বাভাস কি? আজকাল তো বেশ মিলে যায়
Do you believe in astrological predictions? না
Do you gaze at the sky and stars by night? ছেলেবেলায় খুব করতাম
What do you think of the sky and stars by night? আমরা কত ছোট, সেটাই ভাবতাম
What were you looking at before starting this questionnaire? এক কাপ চা
What do cathedrals, churches, mosques, shrines, synagogues, and other religious monuments inspire in you? অন্য ভক্তদের ডিভোশন দেখে খুব অনুপ্রেরণা পাই
What would you have “seen” had you been blind? আশা করছি মানুষের অন্তর। কিন্তু অন্ধরা ওটা দেখতে পান কিনা জানি না
What would you want to see if you were blind? আগের উত্তরের ব্যাপারে আনশিওর থাকায় এটার উত্তরও সেম, মানুষের অন্তর
Are you afraid? হ্যাঁ
What of? একটা সুড়ঙ্গ, যার শেষে আলো নেই
What is the last weird film you’ve seen? দিয়া আউর তুফান। দেখে না থাকলে দেখে ফেলুন, অসাধারণ ছবি
Whom are you afraid of? উচ্চতা, মাকড়সা
Have you ever been lost? হ্যাঁ
Do you believe in ghosts? না
What is a ghost? প্রেতাত্মা
At this very moment, what sound(s) can you hear, apart from the computer? কে জানি কাকে ফোনে ধমকাচ্ছে
What is the most terrifying sound you’ve ever heard – for example, “the night was like the cry of a wolf”? মনে পড়ছে না
Have you done something weird today or in the last few days? বোধহয় না
Have you ever been to confession? না
You’re at confession, so confess the unspeakable. না
Without cheating: what is a “cabinet of curiousities”? মহিলারা? তাঁদের অসামান্য কৌতূহল থাকে (পরে উত্তরটা দেখলাম, আমার মার খাওয়া কেউ আটকাতে পারবে না)
Do you believe in redemption? হ্যাঁ
Have you dreamed tonight? না
Do you remember your dreams? সবগুলো নয়
What was your last dream? কোথাও বেড়াতে গিয়েছি
What does fog make you think of? শিলং
Do you believe in animals that don’t exist? না
What do you see on the walls of the room where you are? কয়েকটা পোস্টার
If you became a magician, what would be the first thing you’d do? সবার এবং আমার মাথা ঠান্ডা করাব
What is a madman? একজন অসহায় ব্যাক্তি
Are you mad? কখনো কখনো
Do you believe in the existence of secret societies? আছে ভাবতেই ভালো লাগে
What was the last weird book you read? চেতন ভগতের হাফ গার্লফ্রেন্ড
Would you like to live in a castle? হ্যাঁ
Have you seen something weird today? না
What is the weirdest film you’ve ever seen? দিয়া আউর তুফান
Would you like to live in an abandoned train station? না
Can you see the future? না
Have you considered living abroad? সেরকম ভাবে না
What is the weirdest film you’ve ever owned? দিয়া আউর তুফান। এই সিনেমাটা আমার জীবনের একটা ল্যান্ডমার্ক
Would you like to have lived in a vicarage? না
What is the weirdest book you’ve ever read? ন হন্যতে
Which do you like better, globes or hourglasses? গ্লোব
Which do you like better, antique magnifying glasses or bladed weapons? অ্যান্টিক আতসকাঁচ
What, in all likelihood, lies in the depths of Loch Ness? জল, মাটি, মাছ, কিছু পাথর
Do you like taxidermied animals? না
Do you like walking in rain? আগে ভালো লাগত। এখন বুড়িয়ে গেছি
What goes in on tunnels? ট্রেন
What do you look at when you look away from the questionnaire? খেটে খাওয়া মানুষ
What does this famous line inspire in you: “And when he had crossed the bridge, the phantoms came to meet him.”? তেমন কিছু না
Without cheating: where is that famous line from? জানি না
Do you like walking in graveyards or the woods by night? জঙ্গলে হেঁটেছি, গোরস্থানে হাঁটিনি। তবে খারাপ লাগবে বলে মনে হয় না
Write the last line of a novel, short story, or book of the weird yet to be written. কুন্তলা জানে পড়ে গিয়ে উঠে দাঁড়ানোতেই আসল জিত লুকিয়ে আছে
Without looking at your watch: what time is it? দশটা পঁয়তাল্লিশ
Look at your watch. what time is it? দশটা চুয়াল্লিশ। ইয়াহু
বাস ড্রাইভার এত সহজে পার পেয়ে গেল !!! :P
Deleteহাহা, গল্পের শুরু আর শেষটা দারুণ হয়ছে, হাততালি হাততালি। হংসরাজের সন্দেহটাও জব্বর। তবে আমি তো, আমি পড়লে কেউ ড্রাইভারকে দোষ দেবে না, সবাই এসে উল্টে আমাকেই বলবে, "হাঁদা নাকি? ব্যালেন্স নেই?"
Delete'দিয়া অর তুফান' দেখতেই হবে মনে হচ্ছে। 'ন হন্যতে' যে ভারি অদ্ভুত বই সে নিয়ে আমি আপনার সঙ্গে একমত, দেবাশিস। এত সময় নিয়ে এতগুলো উত্তর দেওয়ার জন্য অনেক, অসংখ্য ধন্যবাদ।
এতগুলো প্রশ্ন ভাবতে সময় লাগবে না কিন্তু লিখতে সময় লাগবে | তবে সুযোগ বুঝে প্রথম আর আটান্নতম প্রশ্নের উত্তর একসাথে দিলাম |
ReplyDeleteWrite the first line of a novel, short story, or book of the weird yet to be written. : There is a mango tree beside a hostel.
Write the last line of a novel, short story, or book of the weird yet to be written. : In the last days of the season there were more shoes and less mangoes hanging from the tree.
সর্বনাশ, কী সাংঘাতিক গল্প!
DeleteBah darun!!!
ReplyDelete;-)
আমারও দারুণ লেগেছে দয়িতা কোয়েশ্চেনেয়ারটা।
Deleteei questionnaire ta besh philosophical laglo amar..Bratati.
ReplyDeleteতাই? গুড গুড, ব্রততী।
Delete1 1 . রোজ সকালে ওঠামাত্র হাত ফসকে পালিয়ে যেতে চাওয়া স্বপ্নগুলোকে ধরে রাখতে স্বপ্ন-পিছু একশ টাকা দরে একজন লোক রাখলাম।
ReplyDelete2. সওয়া পাচটা ।
3. পাঁচটা তেরো।
4. আমি সব সময় সময়টাকে পনের মিনিটের খোপ-এ ভাগ করি, আর মিনিট দশেক আগেই ঘড়ি দেখেছি।
5. সেটা কি বস্তু?
6. জ্যোতিষ? এখন উত্তর: না, কিন্তু স্থান-কাল-পত্র হিসেবে উত্তর টা বদলেও যায় মাঝে মাঝে।
7.খুব ভালোবাসি, এখন উপায় হয়না তেমন। কথাও বেড়াতে গেলে খুব দেখি।
8. নিজের ক্ষুদ্রতা টা খুব বেশি করে মনে পরে যায়, আবার এক ই সঙ্গে নিজেকে খুব গুরুত্বপূর্ণ মনে হয়। ওই যে: "বিস্ময়ে তাই জাগে..."
9. একটা আলোচনা হছিল ইস্কুলের অনেকের সঙ্গে, সেইটা দেখছিলাম, লিখছিলাম।
10. পরিবেশের ওপর নির্ভর করে, যেমন বেলুড় মঠ এ গেলে একটা অদ্ভূত শান্তি, আবার তারাপীঠ এ একটা বিচিত্র ভয়, বা বলতে পারি awe.
11. জানিনা।
12. আলো। "কোথায় আলো কোথায় ওরে আলো"
13. ভীষণ
14. অজানা কিছু। অনিশ্চয়তা।
15. গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল, ভালো সেন্স এ অদ্ভূত।
16. কম-বেশি সবাই :(
17. না। মনে মনে অনেক বার, যদিও।
18. এক উত্তর।
19. What is a ghost? অন্ধকার। অতীত।
20.পাশের রাস্তার যানবাহনের আওয়াজ।
21. লাভা র জঙ্গলে রাতদুপুরে কটেজ এর মাথায় হঠাত এসে বসা একটা কলিজ ফেসেন্ট এর ঘুম ভাঙিয়ে দেওয়া গুম্গুমে ডাক।
২২-২৪. কোনো কনফেসন এ আমি নেই.
25. “cabinet of curiosities”: আমাদের পুরনো বাড়ির সিড়ির নিচের অন্ধকার লুকোনো জায়গাটা। কেন মনে হলো জানিনা।
26. হ্যা
27-28. হ্যা , সব মনেও থাকে।
29. last dream: আমি আর মা জলদস্যুদের হাত থেকে বাঁচতে অস্ত্র যোগাড় করছি!
30. fog : হারিয়ে যাওয়া। হিমালয়। নিজের সঙ্গে হঠাত দেখা হওয়া। অন্য একটা জগত, যেটা আমাদের পাশেই সব সময় আছে, কিন্তু ধরা ছোয়া যায়না। মৃত্যু।
31. হ্যাআ। ইউনিকর্ন। বোগার্ট। ডিমেন্টর। সব।
32. একটা সমুদ্রের ছবি অলা পোস্টার, একটা সমুদ্রের ছবি অলা পেন্টিং, একটা চিনে দেয়াল-সজ্জা, একটা ক্যালেন্ডার, একগোছা ময়ুর-পুচ্ছ।
33.ইচ্ছে করলেই বাড়ি যাবার মন্ত্র তা শিখে নেব :(
34-35. যে নিজেকে সব টুকু চেনে। আমি নই।
36. হ্যা
37. অদ্ভূত বই পড়িনা, কিনিনা. অদ্ভূত সিনেমা অনেক দেখেছি নাম মনে নেই, কিনি নি.
38. হ্যা। তবে একা নই, আর খুব কম দিনের জন্যে।
39. না বাবা।
41. কক্ষনো না।
42. না!
43. হ্যা, কিন্তু কনসিডার করে ব্যাপারটা ভাল্লাগেনি।
44. ইউরোপ এ।
45.সেখানে থাকতে কেমন ঠিক লাগবে দেখার জন্যে।
47. না।
49. গ্লোব। ছোট্টবেলা থেকে। আমার বাড়িতে তিনটে আছে।
50. আতসকাঁচ। হোমস ওয়ালা।
51. মনস্টার। হাহা।
52. নাআআআআআআআআআআ।
53. খুব। তবে, বাড়ি ফেরার তাড়া না থাকলে আর বাড়ি ফিরে এসী না থাকলে।
54. বেন এর দলবল। ডার্ক নাইট রাইসেস এ দেখালো যে।
55. রাস্তা, গাড়ি, মাঠ।
56.ঠিক কুয়াশা দেখলে, কুয়াশার ভিতর ডুবে গেলে যেরকম টা লাগে। আরো ডুবে যেতে ইচ্ছে করে, আবার ভয় ও লাগে। একটা fatal attraction. এখানে phantom মানে কিন্তু ভূত ধরলাম না ঠিক।
57.হিহি, জানি না।।
58. খবরদার না।
59. তারপর....
60. পৌনে ছটা
61. পাঁচটা তেতাল্লিশ
স্বপ্ন ধরার লোক রাখার আইডিয়াটা দারুণ, স্বাগতা। কাকিমা আর জলদস্যু সংক্রান্ত স্বপ্নটাও। এ'রকম স্বপ্ন নিয়মিত দেখলে সেগুলো ধরে রাখার ব্যবস্থা করাই উচিত। খুব ভালো লাগল তোমার উত্তরগুলো পড়ে। অনেক ধন্যবাদ।
Deleteamar swopno gulo pray sob kotai khub interesting hoy :)
Deletebtw, anek din pore tomar blog porlam, darun lagche :)
ধন্যবাদ, স্বাগতা।
Delete