Posts

Showing posts from September, 2018

Why? Why? Why?

Image

যেটা বলার

জীবনে দুটো জিনিসের না থাকা নিয়ে আমার গর্ব ছিল। এক, দাঁতে পোকা। দুই, সময়ের অভাব। যবে থেকে স্মৃতি তৈরি হয়েছে, সময়ের অভাব আমার কখনও হয়েছে বলে মনে পড়েনি। মাধ্যমিক উচ্চমাধ্যমিকের আগে যখন সবার সময় বাড়ন্ত তখনও আমি বিকেলবেলা ছাদে উঠে পেয়ারাগাছের ছায়ায় ছায়ায় ঘুরে গুনগুনাচ্ছি। প্রতিবেশীরা পর্যন্ত আতংকিত হতেন। সোনা তো খুব একটা বেশি পড়ছে না মনে হচ্ছে!  দাঁতে পোকা না থাকাটা ভালো হয়েছে, কিন্তু সময়ের অভাব একটু থাকলেই ভালো হত মনে হচ্ছিল ক'দিন ধরে। গয়ংগচ্ছ চালটা আরেকটু শুধরোতো। কারণ আজ হাতে সময় অনন্ত বলে লং রানে তো নয়, আরেকটু তাড়াহুড়ো করলে হয়তো কাজ বেশি হত। অন্যের কাছে আমার সময় বাহুল্য ব্যাখ্যা করা চিরকালই শক্ত ছিল, নিজের কাছেও শক্ত ঠেকছিল ইদানিং। ইউটিউব দেখছি কখন, ক্যান্ডি ক্রাশ খেলছি কখন, সময় তো সেই চব্বিশ ঘণ্টা, আখেরের কাজের সময় কেড়ে কি? এমনকি গল্পের বই পড়ারও সময় পাচ্ছি না? অবশেষে আক্ষেপ ঘোচানোর সুযোগ পেয়েছি। দু'হাজার আঠেরোর দ্বিতীয়ার্ধ আমাকে সুযোগ করে দিয়েছে। অফিসে আগে যাওয়া, পরে ফেরা, শনিরবিবারে কাজ করা - কর্মবীর হতে গেলে যে যে খোপে টিক মারতে হয় সবেতে মেরে ফেলেছি। এ...

সাজাব যতনেঃ স্পেশাল শারদ এপিসোড

নমস্কার। সুপ্রভাত। কেমন আছেন ? বাতাসে কিন্তু আমেজ এসে গেছে , দেখেছেন তো ? শহরের বাইরে গেলে কাশফুলটুল দেখে হয়তো বোঝা যেত , আমাদের বাড়ির সামনে একটা শিউলি গাছ ছিল , কিছুদিন আগে কেটে ফেলায় এখন আর সেটা দেখেও বোঝার জো নেই। কিন্তু যাদের গাছ নেই , তাদেরও টিভি আছে। আর টিভিতে হইহই করে পুজো এসে গেছে। কলকাতার বচ্চন পরিবারের অ্যাডগুলো দেখেছেন ? সকলে মিলে কেমন হেসে হেসে উপহার দিচ্ছে একে অপরকে ? জামা , জুতো , গ্যাজেটস ? নারকেল তেল ? অ্যাডে কাজ দিয়েছে আশা করি ? নিজের আর আপনজনদের তেলা মাথায় আরও তেল দেওয়ার জন্য , ভরা আলমারি আরও ভরার জন্য শপিং সেরে ফেলেছেন ? যতই শপিং করুন না কেন , জামাকাপড় যতই নতুন নতুন পরুন না কেন , সত্যি কথাটা হচ্ছে , লোকে দেখবে আপনার মুখ। আপনার ত্বক। আপনার গালের চমক , চুলের বাহার। কাজেই অত সুন্দর সুন্দর জামাকাপড় গয়নাগাঁটির সদ্ব্যবহার করার আগে নিজেকে সুন্দর করে তুলতে হবে।   আর সেই সুন্দরের সাধনায় সিদ্ধিলাভ করানোর ফুলপ্রুফ টিপস নিয়ে , পুজোর পাঁচ , থুড়ি , পনেরোদিন কী সাজবেন , কীভাবে সাজবেন , নানান খবর নিয়ে আজকের ‘ সাজাব যতনে ’ র স্পেশাল শারদ এপিসোডে এসে গেছি আপনাদের সঞ্চাল...