ঠাউরুণঃ সৃষ্টি অনলাইন বাংলা ম্যাগাজিনে






সৃষ্টিসুখের অনলাইন ম্যাগাজিন, সৃষ্টি, বেরোতে শুরু করেছিল দু’হাজার চার সালে। দু’হাজার উনিশে তার নতুন করে আত্মপ্রকাশ হচ্ছে। আর তার অংশ হিসেবে আত্মপ্রকাশ করেছে এর বইমেলায় বেরোনো আমার ছোটগল্প সংকলন ‘নয়’-এর একটি গল্প ‘ঠাউরুণ’।

সংকলনের দুটি অপ্রকাশিত, মৌলিক গল্পের একটি ‘ঠাউরুণ’। একেবারে কল্পনা থেকে গল্প লেখা আমার পক্ষে এ জীবনে সম্ভব হবে না আমি বুঝে গেছি। কিন্তু এ গল্পে কল্পনাশক্তির উপস্থিতি আরও কম। গল্পের প্রতিটি চরিত্র, মোড়, কাঠগোলা, গোলার সামনের বেঞ্চি, শীতের দুপুরের রোদ, রোদে পাতা মাদুর, মাদুরের ওপর জমে ওঠা কমলালেবুর খোসা বিচি, পাশের বাড়ির ছাদের রেলিং-এ চড়া চাঁদ, কোনওটাই কল্পনা নয়। আমার নিজের চোখে দেখা।

কেবল চরিত্রদের জীবনের ঘটনাপ্রবাহ সম্পূর্ণ আমার কল্পনাপ্রসূত। অল ইভেন্টস আর ফিকটিশিয়াস। এনি রিসেমব্লেন্স টু অ্যাকচুয়াল ইভেন্টস ইজ কমপ্লিটলি কোইনসিডেন্টাল। আমার এবং আমার চেনা কারও জীবনে এ জিনিস ঘটেনি। ঘটলে আমি ঘটা করে সে নিয়ে গল্প ফাঁদতাম না।

নবকলেবরের সৃষ্টি অনলাইন বাংলা ম্যাগাজিনে প্রকাশিত আমার ঠাউরুণ ছোটগল্পের লিংক এই রইল।


Comments

  1. Darun hoeche golpota. onekta asapurna debir moto laglo lekhoni. boita sigri order korchi.

    ReplyDelete
    Replies
    1. থ্যাংক ইউ, সুহানি।

      Delete
  2. Replies
    1. থ্যাংক ইউ, থ্যাংক ইউ।

      Delete
  3. Bhalo hoyeche golpota.
    iti
    Shuteertho

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ, সুতীর্থ।

      Delete
  4. "একেবারে কল্পনা থেকে গল্প লেখা আমার পক্ষে এ জীবনে সম্ভব হবে না আমি বুঝে গেছি"- একেবারেই একমত হলাম না।
    গল্প ভালো লাগলো।

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ, নালক। আমি কিন্তু ওটা মিথ্যে বিনয় করে বলিনি, নিজের মাথা থেকে প্লট ভাবতে গেলেই দেখি সেগুলো হয় শুরু থেকে নয় মাঝখানে গিয়ে নয় একেবারে শেষে, মানে কোনও না কোনওভাবে আগে যা পড়েছি (অন্যদের লেখা) তার মতো হয়ে যাচ্ছে। ভয়ানক ফ্রাস্ট্রেটিং।

      Delete
    2. kuntala, amar o sei ek problem. Mone hoy beshi golper boi porle e somosya hoy. Tobe "thaurun" chomotkar hoyechhey. Kono chena golper sathe ektu o mil paini. :)

      Delete
    3. হাহা, বাঁচালে, চুপকথা। থ্যাংক ইউ।

      Delete
  5. Kuntala-debi, ei golpo ta khub bhalo hoyeche. Apnar srestho golpe sthan pawar jogyo. Romohorshok golpo. Goto ek bochore bangla bhasai er chaye bhalo golpo kichu porechi bole mone porche na.

    ReplyDelete
    Replies
    1. কী সাংঘাতিক, থ্যাংক ইউ ঘনাদা।

      Delete
  6. sanghatik! ekdom tantan golpo.

    ReplyDelete
    Replies
    1. ভালো লাগলেই ভালো, কাকলি।

      Delete
  7. Kono kotha hobena......ekdom ga shirshir kora golpo.
    Durdanto laglo Kuntala :)
    Kurnish!!

    ReplyDelete
    Replies
    1. হাহা, আপনার এই কুর্ণিশটির মতো আত্মবিশ্বাস-উদ্বোধক খুব কম জিনিসই আছে। থ্যাংক ইউ, অরিজিত।

      Delete
  8. খুব ভালো লেগেছে..পাড়াটা আর সমস্ত ঘটনা পুরো চোখের সামনে দেখতে পেলাম... মৃত‍্যুদৃশ‍্য টা পথের পাঁচালী মনে পড়ে গেল ... অনেকদিন এরকম ভাল গল্প পড়া হয়নি..

    ReplyDelete
    Replies
    1. থ্যাংক ইউ, ঊর্মি। তোর ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগল।

      Delete
  9. Osadharon lekha hoyeche. Khub khub bhalo laglo. Bhalo thakbe.

    ReplyDelete
    Replies
    1. থ্যাংক ইউ থ্যাংক ইউ, ইন্দ্রাণী।

      Delete
  10. Khub e Sundar. Mon kharap hoye gelo sakal belay.

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ, শিবেন্দু। ভালো লাগল মন্তব্য পেয়ে।

      Delete
  11. Boi theke porechhi. Khubu bhalo legechhe golpota.

    ReplyDelete
    Replies
    1. থ্যাংক ইউ, সায়ন। আপনার পাঠপ্রতিক্রিয়াও আমি পড়েছি এবং যারপরনাই খুশি হয়েছি।

      Delete

Post a Comment