রানির (আর কেরানিরও) গল্প
একটা সত্যি এইবেলা স্বীকার করি, ছোটবেলায় আমার রূপকথা পড়তে ভালো লাগত না। রাজকন্যা, রাজপুত্র, সুয়োরানি, দুয়োরানি, ব্যাঙ্গমা ব্যাঙ্গমী, সোনার ঘোড়া রুপোর ডিম - এই সব পড়ে কল্পনার রাজ্যে হারিয়ে যাওয়ার বদলে আমার কেবলই মনে হত, ধুস যত্ত গাঁজাখুরি। অথচ এই আমিই যখন বইয়ের পাতায় অন্ধকার গলিতে গলাকাটা লাশের সন্ধান পেলাম, জীবনে একটাও গলা কাটা তো দূর, নিটোল লাশ না দেখা সত্ত্বেও, লাফিয়ে পড়ে বলে উঠলাম, হাউ রিয়্যালিস্টিক!
পরে বুঝেছিলাম আমার অপছন্দ ছিল রূপকথার বাইরের মিষ্টি খোলসখানা। রূপকথা চোখ ঝলসে দিল বুড়ো বয়সে, যখন সে তার অসামান্য হিংস্রতা উন্মুক্ত করে দাঁত মুখ খিঁচিয়ে সামনে এসে দাঁড়াল।
আর ক’টা গোত্রের সাহিত্য 'হেঁটোয় কাঁটা মুড়োয় কাঁটা'র ভায়োলেন্সকে হ্যাপি এন্ডিং বলে চালানোর সাহস দেখিয়ে উঠতে পেরেছে?
আর ক’টা গোত্রের সাহিত্য 'হেঁটোয় কাঁটা মুড়োয় কাঁটা'র ভায়োলেন্সকে হ্যাপি এন্ডিং বলে চালানোর সাহস দেখিয়ে উঠতে পেরেছে?
রূপকথার আদলে লেখা আমার এই গল্পটাতে অবশ্য তেমন ভায়োলেন্স নেই। হ্যাপি এন্ডিং আছে কি না সে নিয়েও দ্বিমত থাকতে পারে। তবে গল্পটা যে গাঁজাখুরি তা নিয়ে আমার অন্তত কোনও সন্দেহ নেই।
চার নম্বর প্ল্যাটফর্মের মার্চ মাসের মেল ট্রেনের গল্পের কেবিনে ছাপা হওয়া ‘রানির (আর কেরানিরও) গল্প’-এর এই রইল লিংক।
Eta shotyi rupkotha...
ReplyDeleteJe rupkotha pore karor mone hotei paare "Emon keno shotyi hoy na aha"
হাহা, আমাদের সবার একটা করে গার্ডিয়ান হিরেমন থাকলে ভালো হত, তাই না?
DeleteAchhey bodhoy....
Deleteগল্প ভালো লাগলো।
ReplyDeleteধন্যবাদ, নালক।
Deleteerokom ekta hiremon oneker e dorkar :)
ReplyDeleteআমার তো দরকারই।
DeleteApnar lekhar ros ebar ghono hote shuru korechhe, shurer khyalay amej-er chhoan legechhe. Kom kothay bolle, apnar lekha onyo matrate pounchhechhe. Quantum jump to a higher dimension.
ReplyDeleteCongratulations
iti
Shuteertho
আরে থ্যাংক ইউ থ্যাংক ইউ, সুতীর্থ। মন ভালো করে দিলেন।
Deletebhalo laglo pore. onnyo roopkotha. :-)
ReplyDeleteথ্যাংক ইউ, রাজর্ষি।
Deletebesh bhalo laglo golpo pore. lekha to sundar-i. kintu rupkathar morok aaro sundar korechhe.
ReplyDelete---Susmita.
ধন্যবাদ, সুস্মিতা।
Deleteএটা একেবারে একঘর৷ অনেকদিন পোস্ট না দেখে চিন্তা করছিলাম সব খবর ঠিকঠাক কিনা৷
ReplyDeleteবাড়ি গেছিলাম, অন্বেষা। তাছাড়া ফাঁকিবাজি তো আছেই।
DeleteKhub sundar kuntala di
ReplyDeleteথ্যাংক ইউ, প্রিয়াঙ্কা।
Deleteচমৎকার। হীরমন বড় দরকারী ও বিপজ্জনক পাখি বটে।
ReplyDeleteসেইরকমই তো দেখছি, প্রদীপ্ত। থ্যাংক ইউ।
DeleteKhub khub bhalo hoyeche golpota... Darun laglo..
ReplyDeleteThanks
Indrani
সত্যি ভালো লেগেছে? থ্যাংক ইউ, ইন্দ্রাণী।
Delete