ভুলে যাওয়া গানেরা যখন আলো জ্বালে
গানটা লুপে শুনছি আর ভাবছি এত ভালো লাগছে কেন। কথা ক্লিশে, ভাবও। অবশ্য ফুল্লি কমিট করতে পারলে ক্লিশে চমৎকার উৎরে দেওয়া যায়, বারংবার দেখেছি।
আরেকটা হতে পারে, ভালোলাগার পেছনে গানটার থেকে বেশি কৃতিত্ব গানটার সঙ্গে প্রথম দেখা হওয়ার সময়টার। "আমার" বলা ভুল হল কারণ ওই আমি থেকে এই আমি-তে এসে পৌঁছতে সাতটা জন্ম পার হয়ে গেছে মনে হয়। সেই প্রায় বিস্মৃত জন্মগুলোর কিছুই আর খারাপ লাগে না। লাগা সম্ভব নয়। যে কারণে অঞ্জন দত্তও লুপে শুনি আজকাল।
বা চন্দ্রিলের যুক্তিটা কাজ করছে। হিট, ভালোলাগা গান মানেই বাজে কথা, ভালো সুর।
গানটা কেমন লাগল জানাবেন। কেন লাগল জানালে তো আরও ভালো।
(অরে ব্বাস !!)
ReplyDeleteসুন্দর গান, আগে শুনিনি, বেশ ভালো লাগছে।
আর, একটা প্রশ্ন ছিল: ইউটিউবে এ নামটা দিয়ে সার্চ করলে একাধিক লিস্টিং আসছে - তাদের মধ্যে এই ভার্শনটাই কেন বাছলেন? এটা কি অরিজিনাল?
আপনি যে আবার এসে আপনার কমেন্টটা লিখলেন, যাক যা গেছে তা যাক বলে হাত ঝাড়লেন না, সে জন্য আমিও আরেব্বাস বললাম, রাজর্ষি।
Deleteআপনার প্রশ্নটাও পার্টিনেন্ট। সবক'টা ভার্শানের মধ্যে এই ভার্শানটাই আমার সবথেকে ভালো শুনতে লেগেছে। ভালো লাগার থেকেও গানটার স্পিরিটটা এই ভার্শানটায় বেশি ফুটেছে বলে মনে হয়েছে, তাই।
হাত ঝাড়ার প্রশ্নই ওঠে না! এতো এতো সিনেমা দেখে আমিও শিখে গেছি যে "সেকেন্ড চান্স" পেলে হাতছাড়া করতে নেই।
Deleteআর গানের ভার্শনটা নিয়ে আমিও একমত। আরেকটু ভালো অডিও কোয়ালিটি পাওয়া যায় কিনা খুঁজতে অন্যগুলো শুনছিলাম, কিন্তু সব শেষে রিপিট এই ভার্শনটাই হয়েছে।