এ বি সি ডিঃ কী ছিলেন, কী হইয়াছেন



বেড়ানোর গল্পের ফাঁকে একটু লেখাপড়া করা যাক। 



 A একসময় হরিণের মাথা ছিলেন, H মাঝপথে পাশ ফিরে শুয়েছেন, K একশো আশি ডিগ্রি পালটি খেয়েছেন, O বহুদিন ধরেই O, X মার্কস দ্য স্পটও। 


Comments

  1. বৈজয়ন্তীJanuary 27, 2019 at 5:07 PM

    রোমানরা দেখছি বেশিরভাগ সব উল্টে দিয়েছিল। সবাই ডিসলেক্সিক দেখছি।

    ReplyDelete
    Replies
    1. হাহা, কিংবা কম পরিশ্রমে মৌলিকতার ছাপ রাখার মাস্টার।

      Delete
  2. কল্পনা করুন, সেই যুগে অবান্তর লিখছেন।

    ReplyDelete
    Replies
    1. টাইপিংটা কেঁচেগণ্ডূষ করতে হত আরকি।

      Delete

Post a Comment