স্যার পোয়্যারো!

 

উৎস গুগল ইমেজেস


আত্মপ্রকাশের শতবর্ষে এর থেকে ভালো কিছু এরক্যুল পোয়্যারোর জীবনে ঘটতে পারত কি? আগাথা ক্রিস্টির প্রথম উপন্যাস প্রকাশ এবং পোয়্যারোর একশোতে পা রাখার পোস্ট প্রায় রেডি, কিন্তু এই খবরটা উদযাপনের তর সইল না।

ডেভিড সুশে পঞ্চাশ বছর ধরে নাটক, টিভি, সিনেমায় অভিনয় করছেন, বহু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন, এমনকি ইন্সপেক্টর জ্যাপ পর্যন্ত সেজেছেন। ওঁকে যখন লোকে জিজ্ঞাসা করেছে, এতদিনের সব অভিনয়ের অভিজ্ঞতা সব যখন পোয়্যারোর সমুদ্রে ডুবে মরল, সবাই যে শুধু আপনাকে বাতিকগ্রস্ত বেলজিয়ান ডিটেকটিভ বলেই চিনে রাখল, তাতে রাগ হয় না? অবিচার মনে হয় না?

ডেভিড সুশের যত ইন্টারভিউ দেখেছি, পড়েছি, শুনেছি, প্রশ্নটা অবধারিত এসেছে এবং সুশে অবধারিত হাসিমুখে বলেছেন, সেটা হওয়াই তো স্বাভাবিক। দুঃখ পাব কেন বালাই ষাট, এ তো পরম পাওয়া। 

বইয়ের পোয়্যারোর থেকে টিভির পোয়্যারো এককোটি গুণ ভদ্র, নম্র, বিনয়ী ভালোমানুষ। তাই টিভির পোয়্যারোকে আমার এককোটি গুণ ভালো লাগে। সে-ই পোয়্যারো যখন নাইটহুড পেলেন, দৌড়ে সবাইকে খবরটা দিতে ইচ্ছে হল।

অভিনন্দন, স্যার পোয়্যারো!


Comments

  1. Khub i bhalo khobor. Uni ek kothay Onobodyo!!
    iti
    Shuteertho

    ReplyDelete
    Replies
    1. একদম, সুতীর্থ। ডেফিনিটিভ যাকে বলে।

      Delete

Post a Comment