চালশে

 



Comments

  1. জন্মদিনের অনেক শুভেচ্ছা কুন্তলা দি ... খুব ভালো থেকো.

    ReplyDelete
    Replies
    1. থ্যাংক ইউ, ঊর্মি। তুইও ভালো থাকিস খুব।

      Delete
  2. Replies
    1. যে দিয়েছে সে বলেছে, সুইডিশ আইভি।

      Delete
  3. Happy birthday Kuntala! Khub bhalo theko.

    ReplyDelete
    Replies
    1. থ্যাংক ইউ, শর্মিলা! খুব ভালো লাগল।

      Delete
    2. জন্মদিনে অনেক শুভেঢ্ছা জানাই কুন্তলা! তোমার সব মনোবাসনা যেন পূর্ণ হয়।

      Delete
    3. থ্যাংক ইউ, অমিতা। এমন সুন্দর শুভেচ্ছা পেলে মন ভালো হয়ে যায়। থ্যাংক ইউ।

      Delete
  4. Jonmodiner onek shubhechcha! Asha kori porer bochhor ta e bochhorer theke bhalo katbe.

    Amio ei muhurte thik ei Nescafe lekha laal cup theke coffee khachchi. Kirom moner mil. :D

    ReplyDelete
    Replies
    1. মনের মিল মনের মিল, বিম্ববতী! এই রকম মিল বেরোলে, বাকিদের কথা জানি না, আমার অনেক গুরুতর মিল বেরোনোর থেকে (ওয়ার্ল্ড ভিউ হ্যানাত্যানার) কম কিছু আনন্দ হয় না। বাই দ্য ওয়ে, এই কাপটা কী ভালো কোয়ালিটির না? যেমন সুন্দর দেখতে তেমন শক্তপোক্ত। আমার যদ্দূর মনে পড়ছে এই কাপটা পাওয়ার জন্য আমি বাড়িতে অলরেডি থাকা সত্ত্বেও আবার একশিশি কফি কিনেছিলাম।

      জন্মদিনের শুভেচ্ছা পেয়ে খুউউউউব আনন্দ হল। তুমি হচ্ছ গিয়ে পুরোনো বন্ধুদের একজন। থ্যাংক ইউ।

      Delete
  5. শুভ জন্মদিন কুন্তলাদি।

    ReplyDelete
    Replies
    1. থ্যাংক ইউ, প্রদীপ্ত। একবার তোমাদের সঙ্গে রানীগঞ্জ যাব।

      Delete
  6. Janmodiner onek subhechha Kuntala... deri hoe gelo... kintu ami 'better late than never' e biswasi :-) . Khub bhalo theko - Ichhadana

    ReplyDelete
    Replies
    1. ইচ্ছাডানা, শুধু যে লেট বেটার তাই নয়, লেট বেস্ট। আর আপনি মোটেই লেট নন। আপনার শুভেচ্ছা পেতে সব সময় ভালো লাগে, কারণ যদিও সামনাসামনি আলাপ নেই, আপনি আমার নিঃশর্তে ভালো লাগা মানুষদের দলে পড়েন। এতদিন ধরে আমার আর অবান্তরের বন্ধু থাকার জন্য অন্তর থেকে থ্যাংক ইউ।

      Delete
  7. Happy Birthday, Kuntala! Jonmodiner onek shubhechha!
    E bochhor amio chollish holam - btw chokhe chalshe'o hoyechhe :-D

    ReplyDelete
    Replies
    1. থ্যাংক ইউ, কেকা। কী যে মজা লাগে পুরোনো চেনাদের সঙ্গে নতুন জায়গায়, নতুন করে কথা বলতে। চালশে ক্লাবে আমাকে ওয়েলকাম জানানোর জন্য থ্যাংক ইউ।

      Delete
  8. belated wishes. ashakori janmodin bhalo katlo. khub sundor gift :)
    onek natun lekhar opekhhaye thaklam- toa

    ReplyDelete
    Replies
    1. টোয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গিফটটা কী সুন্দর না? আরও কয়েকটা জিনিস পেয়েছি, কিন্তু এটা আমার বেস্টেস্ট লেগেছে। তাই ছবি দিলাম।

      Delete
  9. Chokh theke khule phelo choshma..

    Aar mone je chalshe poreni sheta bojhai jaye
    Bhaalo theko

    ReplyDelete
    Replies
    1. থ্যাংক ইউ, অর্পণ। তোমার সঙ্গে অবান্তরে আলাপ হয়ে ভারি লাভ হয়েছে। একরকম লোকেদের সঙ্গে কথা বলার আরামই আলাদা। সে যে কথাই বলা হোক না কেন। থ্যাংক ইউ।

      Delete
  10. থ্যাংক ইউ, অনিন্দ্য। হাহা, আমাকেও একজন মনে করিয়ে দিল। সত্যিই তো, নাহলে একদিকে গুনতে গুনতে, বাড়তে বাড়তে মরার বয়স হোক আরকি।

    খুব ভালো লাগল শুভেচ্ছা পেয়ে। কেমন দেখা হয়ে গিয়েছিল বইমেলায়? আমার এখনও স্পষ্ট মনে আছে।

    ReplyDelete
  11. Shubho jonmodin Kuntala. Khub bhalo thakun. Gotobochhor theke aamio ei dol-e. Challish thekei to jiboner shuru...
    ---Susmita.

    ReplyDelete
    Replies
    1. হাহা, থ্যাংক ইউ থ্যাংক ইউ, সুস্মিতা। আগের জীবনটার শুরুটা ভালোই হয়েছিল, মাঝপথে ঘণ্ট পাকিয়েছিলাম নিজেই। এই জীবনটা শুরু থেকেই এঁটেসেঁটে চলব ঠিক করেছি।

      Delete
  12. জন্মদিনে অনেক শুভেঢ্ছা জানাই কুন্তলা! তোমার সব মনোবাসনা যেন পূর্ণ হয়।
    ভুল জাযগায কমেন্ট লিখেছিলাম, তাই আবার লিখলাম।
    উপহারটা সত্যি খুব ভালো হযেছে। কাপটা চেনা চেনা লাগছিল, এখন মনে পড়ল আমার মেযে গতবছর কলকাতায় দাদু ঠাম্মার কাছ থেকে এই কাপ নিয়ে এসেছে। এখন সেই কাপ বেসমেন্টে বাক্সবন্দী।

    ReplyDelete
    Replies
    1. আরে, আমিও ভুল জায়গাতেই রিপ্লাই দিচ্ছিলাম এক্ষুনি, অমিতা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গাছটাকে রোদটোদ খাইয়ে চটপট বড় করে ফেলতে হবে। ছবি দেখছিলাম, ঝাড় হওয়ার পর খুব সুন্দর দেখায়।

      আমার এক ইন্দোনেশিয়ান বন্ধু বলছিল ওদেরও নাকি বাড়িতে বাড়িতে এই কাপ আছে। শুনে আমার যা উত্তেজনা হয়েছিল।

      Delete
  13. জন্মদিনের অনেক শুভেচ্ছা কুন্তলাদি। খুব ভালো থাকুন। এই gift টা খুব সুন্দর।

    ReplyDelete
    Replies
    1. থ্যাংক ইউ, ময়ূরী। খুব ভালো লাগল শুভেচ্ছা পেয়ে। তুমিও খুব ভালো থেকো।

      Delete
  14. Khub deri holo wish korte.. khub khub bhalo thakben.. jonmodin er onek onek shubheccha..

    Indrani

    ReplyDelete
    Replies
    1. আরে একটুও দেরি হয়নি, ইন্দ্রাণী। থ্যাংক ইউ। খুব ভালো লাগল।

      Delete
  15. প্রায় গত দুই বছর ধরে আমি আপনার ব্লগের নিয়মিত পাঠিকা, কিন্তু এই প্রথমবার কমেন্টে এলাম। জন্মদিনের শুভেচ্ছা জানাতে অনেকটা দেরি হয়ে গেল আর আপনার সাথে আলাপ-টা জমাতেও; তাই আজ ভাবলাম এটা সেরে নেওয়াই যাক।
    শুভ জন্মদিন কুন্তলাদি।

    আর একটা ছোট্ট অনুরোধ! অবান্তরে কুইজ ও বিভিন্ন ইন্টারেকশন গেম-গুলো আবার পুরোমাত্রায় চালু হোক।
    ভালো থাকবেন।

    ReplyDelete
    Replies
    1. আধিরা, আলাপ করে ভারি ভালো লাগল। থ্যাংক ইউ, জন্মদিনের শুভেচ্ছার জন্য আর আলাপ করার জন্য তো বটেই। এই খেলাধুলোগুলো শুরু করার জন্য অনেকেই বলেছেন, কিন্তু আসলে ওই পোস্টগুলো এত বেশি 'লেবার ইন্টেনসিভ' যে আমার মতো কুঁড়ে লোকের পক্ষে পোস্টগুলোর পক্ষে যুক্তি জোগাড় করা যতটাই শক্ত, বিপক্ষে যুক্তি জোগাড় ততটাই সোজা। তবে একটা করা যায়, বিভাগগুলো "নিয়মিত" না করে, যখন সময় পেলাম তখন ছাপলাম। অচিরেই আমার হাতে কিছু খালি সময় আসতে চলেছে। দেখব, যদি ক্যান্ডি ক্রাশে ফাঁকি মেরে অবান্তরে কিছু খেলাধুলো করা যায়।

      আবারও, অনেক অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।

      Delete
  16. Happy Birthday Kuntala!! Here's to wiser and younger years ahead *clink*

    ReplyDelete
    Replies
    1. বং মম, থ্যাংক ইউ থ্যাংক ইউ! কী যে ভালো লাগে আপনার থেকে শুভেচ্ছা পেতে। সেই এগারো বছর আগে যাদের দেখে ব্লগ লিখতে সাধ জেগেছিল, আপনি তাদের মধ্যে ফার্স্ট! থ্যাংক ইউ।

      Delete
  17. অনেক দিন পর এলাম। বিলেটড শুভেচ্ছা জানালাম। 🤗 খুব ভাল থেকো।

    ReplyDelete
    Replies
    1. থ্যাংক ইউ, সুদীপ। ভালো লাগল।

      Delete
  18. জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা কুন্তলা। আপনাদের ক্লাবে একটা জায়গা রাখবেন, সামনের বছর আমিও যোগ দেব। নেহাৎ কোভিডের জন্য চোখের ডাক্তারের কাছে এখনও যেতে সাহস পাচ্ছিনা তাই, নাহলে হয়তো চালশের ব্যাপারটাও জানা যেত।

    ReplyDelete
    Replies
    1. থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই আমি রুমাল পেতে রাখলাম। (ভালো সিট রেখেছি, জানালার পাশে।) আপনার কাছ থেকে শুভেচ্ছা পাওয়া সর্বদাই অসীম আনন্দের, সুগত।

      Delete
  19. শুভ জন্মদিন কুন্তলা দিদি। ভালো থেকো।

    ReplyDelete
    Replies
    1. থ্যাংক ইউ, সূচনা। তুমিও খুব ভালো থেকো।

      Delete
  20. Replies
    1. থ্যাংক ইউ, শিবেন্দু। খুব ভালো লাগল।

      Delete
  21. জন্মদিনের শুভেচ্ছা , কুন্তলা দি।
    খুব ভাল কাটুক বছরটা ।

    ReplyDelete
    Replies
    1. থ্যাংক ইউ, ঋতম, তোমাদেরও 2021 ভালো কাটুক।

      Delete
  22. একটু দেরী করে ফেললাম। শুভ জন্মদিনের বিলম্বিত শুভেচ্ছা।

    ReplyDelete
    Replies
    1. থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সুহানি। খুব আনন্দ হল শুভেচ্ছা পেয়ে।

      Delete

Post a Comment