অসাধারণ। কবির সুমনের গাওয়া আমার অন্যতম পছন্দের গান। কিছুদিন আগে ওনাকে নিয়ে আপনার ব্লগ লেখাটিতে এই গানটির কথা আমি লিখতেই যাচ্ছিলাম। আপনাকেও এই গানটি পোস্ট করতে দেখে অসম্ভব আনন্দিত হলাম। - ম
হায়েস্ট ফাইভ, ম! নিজের সঙ্গে রীতিমত কুস্তি করতে হয় আজকাল, পাছে দৈনিক দশটা করে সুমনের গান অবান্তরে পোস্ট করে বসি। যা-ই ফিরে শুনি তা-ই শোনাতে ইচ্ছে করে। অনেকদিন পর এই গানটা যখন কানে বাজল, নিজেকে পারমিশন দিলাম। দোষ গানের, আমার নয়। আমারও ভারি ভালো লাগল আপনার সঙ্গে সুমনের গানের মিল ঘটাতে। থ্যাংক ইউ।
অসাধারণ। কবির সুমনের গাওয়া আমার অন্যতম পছন্দের গান। কিছুদিন আগে ওনাকে নিয়ে আপনার ব্লগ লেখাটিতে এই গানটির কথা আমি লিখতেই যাচ্ছিলাম। আপনাকেও এই গানটি পোস্ট করতে দেখে অসম্ভব আনন্দিত হলাম। - ম
ReplyDeleteহায়েস্ট ফাইভ, ম! নিজের সঙ্গে রীতিমত কুস্তি করতে হয় আজকাল, পাছে দৈনিক দশটা করে সুমনের গান অবান্তরে পোস্ট করে বসি। যা-ই ফিরে শুনি তা-ই শোনাতে ইচ্ছে করে। অনেকদিন পর এই গানটা যখন কানে বাজল, নিজেকে পারমিশন দিলাম। দোষ গানের, আমার নয়। আমারও ভারি ভালো লাগল আপনার সঙ্গে সুমনের গানের মিল ঘটাতে। থ্যাংক ইউ।
Deleteগান শুনতে শুনতে গায়েব হয়ে গেলেন তো!
ReplyDeleteআর বারো, বড়জোর চব্বিশ ঘণ্টার মধ্যে পরের পোস্ট আসছে। সময়ের বড় টানাটানি পড়েছে।
Delete