Quite true


নানাবিধ হাবিজাবিতে নাকানিচোবানি। কাজেই অবান্তর ফাঁকা। আরও চার-পাঁচদিন পরিস্থিতির উন্নতির আশা নেই। পাতা ভরাতে এই কোটেশনটা রইল। কোথা থেকে পাওয়াটাওয়া সব ভুলে গেছি। খালি মনে আছে বিষে যেমন বিষ কাটে, তেমনি এক অবসন্ন বিষাদের মুহূর্তে, যখন সব টোটকা ফেল, এই কথাক'টি ঠোঁটের কোণে হাসি এনে দিয়েছিল। দেখতে দেখতে অনেকটা চাঙ্গা বোধ করেছিলাম। আপনাদের কারও যদি কাজে লাগে, রইল।

"It is quite true that most people can do nothing well. If so, it matters very little what career they choose, and there is really nothing more to say about it."

Comments