আলোর উদ্দেশে
এ রকম দাবি করতে পারলে ভালো হত হয়তো যে আমাদের পাড়ার পুজো আজ থেকে তিরিশপঁয়ত্রিশ বছর আগে এর থেকে ঢের বেশি জমকালো ছিল। আরও ঝকমকে, আরও চনমনে, আরও ভিড়ভাট্টামণ্ডিত। সে রকম দাবি করতেও চাই না তেমনটা নয়, কারণ বাবার পাঠানো এই ছবিটা দেখে আমারও প্রথম সেই কথাটাই মনে হয়েছিল।
কী ছিল, কী হয়েছে।
কিন্তু সেটা মিথ্যাচার হবে। আমাদের পাড়ার পুজো, আমার স্মৃতি যতই গলা ফাটাক না কেন, পঁয়ত্রিশ বছর আগেও এ রকমই ছিল, বরং আরও ম্যাড়মেড়েই ছিল সম্ভবত। অন্যরকম থাকার কোনও কারণ নেই। পাড়ার লোকের চাঁদায় পুজো, কর্পোরেট স্পন্সর বলতে পাড়ার ছেলের ক্যাটারারের থেকে ডিসকাউন্টে অষ্টমীর রাতের ভোগ খাওয়ানোর প্রতিশ্রুতি আর প্রতিবেশী পাড়ার ডেকোরেটরের ডিসকাউন্টে বাঁশ বেঁধে লাল সাদা প্যান্ডেল খাটিয়ে দিয়ে যাওয়া।
বিস্ময়টা ভাগাভাগি করে নেওয়ার জন্য ফোন রাখার আগে নাকতলার মাকে জিজ্ঞাসা করলাম, কুলটির পুজো আপনার মনে পড়ে মা? বড় বয়সে ফিরে গিয়ে দেখেছেন কখনও সে পুজো?
মা হতাশ করলেন না।
দেখিনি আবার। দেখেছি আর অবাক হয়ে ভেবেছি, এমন মিটমিটে ছিল বুঝি আলো? আমার স্মৃতিতে তো ওর থেকে জমকালো পুজো আর নেই ভূভারতে।
আমি এ পুজোয় প্রতিমার মুখ দূর অস্ত, একটা প্যান্ডেলের টুনি পর্যন্ত দূর থেকে দেখিনি। বাবা সপ্তমীর দিন সকালে বেরিয়ে ট্রেনে চড়ে বর্ধমান যাবেন ভেবেও শক্তিগড়ে নেমে এদিক ওদিক ঘুরে, প্ল্যাটফর্মে বসে ক্যাডবেরি খেয়ে বাড়ি চলে এসেছেন। বাকি সময়টা পাড়াতেই। অষ্টমীর দিন পাড়ায় গণ দ্বিপ্রাহরিক ভোজন ছিল, চেনা লোকজনদের সঙ্গে দেখাসাক্ষাৎ হয়েছে। খুঁচিয়ে খুঁচিয়ে জানতে চাইলাম কে কে গিয়েছিল, কার কার সঙ্গে দেখা হল। তাদের সঙ্গে খিচুড়ি খেতে খেতে রসিকতার গল্প শুনে বুকের ভেতর অল্প অল্প শিউরে শিউরে উঠছিলাম। হয়তো আর কয়েকবছর আগে হলে রসের দোষ ধরতাম। এ বছর ফাঁকা প্ল্যাটফর্মে বসে বাবার ক্যাডবেরি খাওয়ার ছবিটা বড় প্রবল হয়ে আছে বুকের ভেতর। কিছু বলিনি।
শুধু বলেছি, পাড়ার ঠাকুরের ছবি পাঠিও।
কত জমকালো পুজো দেখলাম, লাইন দিয়ে, না দিয়ে, প্যান্ডেলে, জিমন্যাশিয়ামে, দেশে, বিদেশে - এই পুজোর সামনে সব ফেল পড়ত, পাঁচদিন, ঘুমের আর নাম-কা-ওয়াস্তে নাওয়াখাওয়া নতুন জামা গলানোর সময়টুকু বাদ দিলে যে পুজোপ্যান্ডেলে হাজিরা দেওয়ার জন্য ব্যাকুলতার তুলনা পাইনি আর কখনও।
আসলে ভেতরের আলো নিভে এসেছে, তাই বাইরের আলো, যত উজ্জ্বল হোক না কেন, কম পড়িতেছে।
আবার কখনও সে ভেতরের আলো উজ্জ্বল হবে কি না, জানি না।
কিন্তু আমি চাই, হোক। আমার হোক, আপনাদের হোক। ইন ফ্যাক্ট, আপনাদের অন্তরের পুজোর আলো কোনওদিন স্তিমিত না হোক, আপনাদের প্রতিটি সকাল সপ্তমীর হোক, আপনাদের প্রতিদিনের আকাশ শরতের হোক, আপনাদের বুকের ভেতর আজীবন মহালয়া বাজুক, এই আমার আন্তরিক কামনা।
শুভ বিজয়া।
শুভ বিজয়া কুন্তলাদি। ভালো থাকবেন।
ReplyDeleteশুভ বিজয়া, আধিরা। অনেক ভালোবাসা জেনো।
Deleteশুভ বিজয়া
ReplyDeleteআপনাকেও শুভ বিজয়ার অনেক প্রীতিভালোবাসা, ঘনাদা। ভালো কাটুক জীবন।
Deleteশুভ বিজয়া কুন্তলা, ভাল থাকবেন। আপনার ভেতরের আলো নিভে এলে চলবে কিকরে? আমাদেরই তো নিভু নিভু হয়ে আছে, আর যে জিনিসগুলোকে আঁকড়ে জ্বালিয়ে রাখি অবান্তর তার মধ্যে একটা। নানা কারণে এবারের পুজোটা একটু বেশিই মনখারাপ করে কাটল, আপনার ফেরার অপেক্ষায় আছি।
ReplyDeleteশুভ বিজয়া, সুগত। কাকূকাকিমাকে আমার প্রণাম জানাবেন। পৌলোমী আর অলির জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আপনার জন্য সবটুকু ভালো চাওয়া আর হাই ফাইভ। ফিরব। না ফিরলে বড় মন খারাপ করে।
DeleteShubho Bijoya Kuntala! Emon lekha pore chokhe jaal eshe jay! Bhabi kono din jodi tomar moto moner bhanbna gulo ebhabe prakash korte partam dhanya hotam. Bhalo theko anonde theko. Ei katha ta amar baba amake bolten phone e katha holei. Amake chhere chole gechen kichhu din aage.
ReplyDeleteনন্দিনী, আমার তরফ থেকেও শুভ বিজয়ার অনেক ভালোবাসা রইল। চলে যাওয়ার মিছিল শুরু হয়েছে, মনখারাপ করে কী হবে বলুন। আনন্দে থেকো আমার মাও আমাকে বলতেন। ওইটাই আসল চাওয়া, তাই না? আপনার জীবনে সেই চাওয়া পূর্ণ হোক। ভালো থাকবেন।
DeleteShubho Bijoya Kuntala. Lekha ta pore mon kharap jerokom holo, abar moneo holo etai jibon-er sar satya je sob-i anityo. Tai jotodin thaka, anonde thaka, etai sobcheye boro chaoa ar paoa. Bhalo thakben. :)
ReplyDeleteজলের দাগ, শমীক। লেগে যে আছে, সেইটাই আশ্চর্যের। যাই হোক, এই সব ডিপ্রেসিং কথাবার্তা বলার দিন নয় অদ্য। বিজয়ার অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানবেন। আরও অনেকদিন, অনেক আনন্দে থাকুন, এই চাওয়া পাঠালাম আমার তরফ থেকে।
DeleteShubho bijoya Kuntala.. khub bhalo thakben
ReplyDeleteaamaro ebaarer pujo bitikicchiri keteche.. aami jodio serokom pujo-premik konodin e chilam na.. chotobelay mone hoto shantite ghore shuye pujabarshiki poRte pelei bnacha jaay.. tobu baba maa bondhuder saathe pijoy onekbaar berono hoto.. onekkhon pandel e giye bose thaktam.. balcony theke pujor bhiR dekhtam. kyano ke jaane ebaarei khub mon kharap holo sesob kotha bhebe..
jamshedpurer kichu pujor video dekhlam.. of course kolkatar pujor jomok aar creativityr kaache tara nitanto myadamara.. khali chotobelar oi maath (okhane pujo beshir bhag khub boRo mathe hoy) gulo dekhe chokh dhnadhiye gelo.. ekhono kothao tahole orokom kore khali jaiga keu rekheche.. ei ghinjir shohor theke obaak hoye dekhchilam je aamio oto lucky chilam.. oto jaiga chilo..
jaakge.. bhebe aar ki hobe.. thik korechi, asche bochor alsemi cheRe pnuchke ke niye beroboi pujoy.. hoy toh bhalo lagbe.. hoy toh lagbe na.. tobuo kichu memory toiri korte toh hobei..
eibochor khub bhalo kore bujhlam je buRo hoyechi
bhalo thakben.. aapni aamader anonder ek onyotomo jaiga..
Indrani
শুভ বিজয়ার ভালোবাসা আর কোলাকুলি জানবেন, ইন্দ্রাণী। আজই একজনকে বলছিলাম যে আমি সারাজীবন নিজের মাথার ভেতরে নিজেকে কথা দিয়ে এসেছি যে বড়রা/ বুড়োরা যে ওই বাক্যটা এবং বাক্যটার বিবিধ সংস্করণ ক্রমাগত উচ্চারণ করে যায় যে "পুজোতে মজা আসলে ছোটদেরই", ওই ট্র্যাপে কোনওদিন পড়ব না। বুড়ো বয়সেও আমি পুজোতে মজা করব। করতে পারিনি, এ বছরটা মজার উল্টো যদি কিছু থেকে থাকে সেইটাই হয়েছে আমার, কিন্তু এখনই হার মানতে রাজি নই, সামনের বছর আমিও আপনার মতো বেরোব। যথেষ্ট হয়েছে।
Deleteআপনার ছোটবেলার মাঠটা টিকে গেছে শুনে আমারও ভালো লাগল খুব। ভালো থাকবেন।
Suvo bijoya Kuntala. Ebar pujo amar o khub kharap katlo. Asa kori moner jor sonchoy kore samner bochor ma er samne gie darate parbo. R jara jara ebar pareni tarai sobbai parbe
ReplyDeleteবিজয়ার অনেক ভালোবাসা ভালোচাওয়া আমার তরফ থেকেও, সুহানী। সামনের বছর আমরা সবাই এ বছরের মজাহীনতা পুষিয়ে নেব। প্রমিস।
Delete