দশ
১। দ্বিতীয় আইনস্টাইন হবেন না পৃথিবীর সরথেকে সুখী মানুষঃ সুখ ধুয়ে কি জল খাব? তার থেকে আইনস্টাইন হব। রিলেটিভিটি নিয়ে বক্তৃতা দেব আর জিভ বার করে পোজ।
২। প্রথম প্রেমের দ্বিতীয় পছন্দ হবেন না দ্বিতীয় প্রেমের প্রথম পছন্দঃ আইনস্টাইনেরও এ প্রশ্ন বুঝতে ঘাম ছুটে যেত। আমি পাঁচ মিনিট চেষ্টা করে ক্ষান্ত দিচ্ছিলাম, তারপর প্রিয়বন্ধুর বাবার পরামর্শ মনে পড়ল। কাকু বলেছিলেন, কোনওদিন প্রশ্ন ছেড়ে আসবি না। এক্স্যাক্ট উত্তর না হোক, আশেপাশের কোনও কিছু নিয়ে যা জানিস লিখে আসবি।
আমার কোনও কাজ ফার্স্ট অ্যাটেম্পটে ঠিক হয় না। গোটা জীবন ট্রায়াল অ্যান্ড এরর। ঠেকতে ঠেকতে শেখা। কাজেই প্রথম প্রেমকে আমি মারাত্মক গুরুত্ব দিই না। তাছাড়া প্রত্যেক প্রেমই, যদি নতুন লোকের সঙ্গে করা হয়, প্রথম। পুরোনো লোকের সঙ্গেও নতুন করে প্রেম করলে প্রথম প্রেমের মতোই রোমহর্ষক হবে, শিওর। কাজেই প্রেমের প্রথম দ্বিতীয় র্যাংকিং অর্থহীন।
তাছাড়া হওয়া না হওয়ার গুরুদায়িত্বই বা নেব কেন ঘাড়ে? সে বল অন্যের কোর্টে ফেলব। এমন কারও পছন্দ হব যে এক টক্কায় সব ঠিক করে।
৩। ব্যক্তিত্ব বদলাবেন না চেহারাঃ চেহারা বদলে বিশেষ লাভ নেই। অনিত্য ব্যাপার। লিমিটেড জায়গায়, লিমিটেড সময়ের জন্য অ্যাডভান্টেজ দেয়। ব্যক্তিত্ব বদলাব। প্যাসিভ অ্যাগ্রেশনকে, এড়াতে চেয়েও যা মাঝে মাঝে প্রকাশ করেই ফেলি, ঝাঁটার বাড়ি মারব। ফেসভ্যালুতে নিতে শিখব আরও বেশি। যে যেটা বলছে বিশ্বাস করব। যেটা বলছে না নিজেকে বিশ্বাস করাব না। অনেকটা বেশি সাহসী হব, তা বলে বাঘের গলায় মালা দিতে যাওয়ার মতো না। আরেকটু কম হিপোক্রিট। তা বলে পুরো হরিশচন্দ্রও না। মোটের ওপর কুন্তলাই থাকব, অল্প সারিয়েসুরিয়ে।
৪। মনের কথা সর্বদা চেপে রাখবেন না যা মনে এসেছে বলে দেবেনঃ দশের মধ্যে ন'বার মনের কথা মনে চেপে রাখারই পক্ষপাতী আমি, তা বলে দশবারই? বাধ্যতামূলক? মুখ ফসকে বেরিয়ে গেলে কোনও কথা লক্ষ্যে বিঁধবে কোনওটা বিঁধবে না তবু একরকম। কিন্তু কোনওদিন কিছু বলেই উঠলাম না, সে বড় করুণ হবে।
৫। পৃথিবীর যে কোনও ভাষা বলতে পারবেন না প্রাণীদের সঙ্গে কথা বলার ক্ষমতা অর্জন করবেনঃ অত ভাষাভাষী জায়গায় গিয়েই উঠতে পারব না পৃথিবীর। দিল্লি আর রিষড়া করেই বাকি জীবনটুকু কেটে যাবে। তার জন্য যেটুকু কথা বলা দরকার তার কলকবজা অলরেডি জোগাড় হয়েছে। বরং পাশের বাড়ির বেড়ালগুলোর সঙ্গে সকালবিকেল কুশলবিনিময় করতে পারলে ভালো লাগবে।
৬। ওয়ালেট/পার্স/হাতব্যাগ যাবতীয় মালপত্র সমেত ছুঁড়ে ফেলবেন না নিজের সার্চ হিস্ট্রি জগতের কাছে উন্মুক্ত করবেনঃ অলরেডি ফেলে দিয়েছি পার্স।
৭। যাকে কোনওদিন পাবেন না তাকে সর্বস্ব দিয়ে ভালোবাসবেন নাকি এমন কারও সঙ্গে সারাজীবন থাকবেন যাকে কোনওদিন সর্বস্ব দিয়ে ভালোবাসতে পারবেন নাঃ যাক, এতদিনে নরকের একটা ঠিকঠাক সংজ্ঞা পাওয়া গেল। এমন কারও সঙ্গে চিরজীবন থাকা, যাকে কোনওদিন পুরো ভালোবাসতে পারলাম না। পাওয়া না পাওয়া চুলোয় যাক, সর্বস্ব দিয়েই ভালোবাসব।
>৮। মাসমাইনে বাড়বে না এক লপ্তে অনেক টাকা পাবেনঃ এক লপ্তে অনেক টাকা দিয়ে কিছু করার নেই সে রকম। সেই তো বিকেলবেলা চা আলুর চপ, সকালে জ্যাম পাউরুটি। সেই তো পুরী দীঘা দার্জিলিং। বরং মাসমাইনেই বাড়ুক।
৯। জ্ঞানীগুণীর উপদেশ শুনবেন না মর্জিমতো চলবেন? জ্ঞানীগুণী যদি মনের মতো হন শুনব উপদেশ। না হলে এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বার করে দেব।
১০। যাবতীয় আবেগের দোলাচলে সর্বক্ষণ দোদুল্যমান হবেন নাকি কোনও আবেগই টের পাবেন নাঃ অমরত্ব পাব না বলে কি বাঁচবই না? উত্তরপত্র দেখা হওয়ার আগেই ঝালমুড়ির ঠোঙা হয়ে যাবে ভয়ে মাধ্যমিকে বসব না? প্লেন ভেঙে মরে যাওয়ার সম্ভাবনা হাই তাই বাড়ি যাওয়ার টিকিট কাটব না? উল্টে ভালোবাসবে না জেনে ভালোবাসব না?
চুলে কটকটে লাল রং করে, চিরুনি গুঁজে, হাসিকান্না, প্রেমভালোবাসায় দোল দোল দুলুনি হব। ফাউ হিসেবে হিংসে, হতাশা, দুঃখ, শোকে ভাজাভাজা হতে হলে হব। একটুও ঘাবড়াব না।
Ebar-er proshno gulo easy.
ReplyDeleteTobe pranider shonge kotha bolata emnitei shikhe phela jaye. Aar pasher barir beraler shonge kushol binimoy kore laabh nei. Ora emniteo patta debe na...onno bhasha janle borong bhaloi hoto
ওরে বাবা, সে সব বেড়ালদের ব্যক্তিত্ব যদি দেখতে। ঠিকই বলেছ। আমি চাইলেও ওরা আলাপ করতে চাইবে না হাইলি। হাই তুলে চলে যাবে।
Deleteপ্রথম উত্তর টা একদম সুপারহিট...!
ReplyDeleteআর "এক লপ্তে অনেক টাকা" তে টাকার অঙ্কটা কম ধরলে হবে না। ধরা যাক ওটা এতো টাকা যাতে গোটাকয়েক এরোপ্লেনে / জাহাজ কিনে মেইনটেইন করা যায়, বা কয়েকটা পাহাড় বা দ্বীপ, বা অন্তত অর্ধেকটা চাঁদ। তারা (আকাশের তারা) কেনার কথা বললাম না - ওটা হরদম নাকি হচ্ছে - মানুষরা তারাদের পছন্দ মতো নাম দিচ্ছে নাকি (যদিও সত্যি / মিথ্যে যাঁচাই করিনি)। যেহেতু তারায় পৌঁছতে এক জীবনের বেশি সময় লাগবে, তাই নাম দেয়াটাকেই "কেনা" ধরে নিচ্ছি।
রাজর্ষি, কমেন্ট পড়েছি অনেক আগে, উত্তর টাইপ করতে শুরু করেছি প্রায় তক্ষুনি, তারপর ঘটনার ঘনঘটা লেগে গেল।
Deleteজাহাজ প্লেন কিনব না, ফ্রি তেও না, টাকা দিলেও দৌড়ব। পাহাড় দ্বীপ সেম টু সেম। চাঁদতারার মালিকানার লোভও সংবরণ করছি। কাজেই, স্টিল #টিম_মাসমাইনে।
ও বাবা।
Deleteএতসব ছেড়ে দিলে আর কিছু করার নেই। পরে নাহয় কখনো বোঝানোর চেষ্টা করবো যে #টিম_একসাথে_লাভ নৈতিকভাবে, আর্থিকভাবে, আধ্যাত্মিকভাবে, ইত্যাদি আরো যতরকম ভাবে হতে পারে, সবরকমভাবেই উত্তম।
অল রাইট। সেইরকম কথাই রইল।
DeleteSob e pray ek, 3 er janyo amar option apatoto ektai, chesta kimba bina chesta konovabei chehara ekhono bodlate parini.. �� sobai onnoder oma chintei parini bole obak hoy.. amake chinte pere o obak hoy !! Tai personality o ek e rakhi.. haha..
ReplyDelete5 no ajke bolchi manusher bhasa sikhte chai.. pore ki hobe janina.
যেমন আছিস তেমনই থাক, ঊর্মি। ওই "একদম একরকম আছিস" শোনার আরাম ছাড়িস না। ব্যক্তিত্বও বদলের দরকার নেই। পারফেক্ট আছে যা আছে।
Delete