অ্যাবনর্ম্যাল



ছবির কৃতজ্ঞতা স্বীকারঃ ঈপ্সিতা পাল ভৌমিক, গুরুচন্ডা৯


আমার জীবনভরের আফসোস যে আমি অসহনীয় রকমের নর্ম্যাল। জীবনে যে কিছু করতে পারলাম না তার সর্বপ্রধান কালপ্রিট আমার এই ছেড়ে-দে-মা-কেঁদে-বাঁচি সাধারণত্ব। এই সর্বগ্রাসী স্বাভাবিকতা। কাজেই অস্বাভাবিকতা বা অ্যাবনর্ম্যালিটির প্রতি আমার মারাত্মক চোরা টান।

খুনখারাপি আমার আরেক দুর্বলতা।

নামকরণে যদিও একটি দুর্বলতাই এঁটেছেন, গল্পের শরীরে জায়গা পেয়েছেন দুই দুর্বলতাই।

দুজন অ্যাবনর্ম্যাল মানুষ আর দুইয়ের বেশি খুনখারাপি সম্বলিত আমার ছোটগল্প ‘অ্যাবনর্ম্যাল’ বেরিয়েছে গুরুচন্ডা৯-র ইদের কড়চা-য়।

এই রইল লিংক।


Comments

  1. Golpotar ghor onekkhon dhore theke galo. Darun likhecho Kuntala di!

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ, বিম্ববতী। ভালো লাগল জেনে।

      Delete
  2. পড়লাম, ভালো লাগলো, বেশ 'ইন্টেন্স'।
    শেষটা দারুন হয়েছে।

    আর "অ্যাবনর্ম্যালিটি" হচ্ছে জুন মাসের মরুভূমির মধ্যে স্বস্তির ঠান্ডা হওয়ার মতো, ভাগ্যিস আছে !

    ReplyDelete

Post a Comment