সাপ্তাহিকী
আলোকচিত্রীঃ Marcello Maiorana Become like water my friend. ---Bruce Lee একই জামার রং আমি দেখলাম সাদা-সোনালী, অর্চিষ্মান দেখল নীল-কালো। কিন্তু কেন? হয়তো এমন একটা সময় আসবে যেদিন 'নর্মাল’-এর বদলে আমরাই হব প্রান্তিক। স্পেকট্রামের মধ্যমণি হয়ে থাকবে আরও অনেক রকম মানুষ। সে সময়ের জন্য নিজেকে মনে মনে প্রস্তুত করতে সুতীর্থর পাঠানো লিংকে ক্লিক করুন। খিদে পেটে বাজারে যাবেন না। নস্যির বদলে চকোলেট। আইডিয়াটা মন্দ না। এক থেকে একশো। এ’রকম হল আমার শহরে থাকলে আমি প্রতি সপ্তাহে একটা করে সিনেমা দেখতে যেতাম। এ সপ্তাহের গান। ব্রেকফাস্টের জন্য মন আকুল হয়েছে বুঝতেই পারছেন।