Which kind are you?
বাঁ দিক। ক্রাস্ট ফেলে দেওয়ার প্রশ্নই ওঠে না। পিৎজার ওই অংশটাই আমার সবথেকে ভালো লাগে। তবে আজকাল এক রকম পিৎজার বিজ্ঞাপন দেখায় টিভিতে যেটাতে ক্রাস্টের ভেতরেও চিজ পোরা থাকে। কামড় দিলে ঠোঁটের কোণ বেয়ে গড়ায়। ওই রকম পিৎজা হলে অবশ্যই ডান দিক।
ডান দিক। আমি সর্বদা দাম
দেখে খাবার অর্ডার করি। নিজে দাম দিলেও, অন্যে দাম দিলে তো বটেই।
ডান দিক। মাস্টার্ড। যত
ঝাঁঝালো তত ভালো।
বাঁ দিক। ফ্রেঞ্চ ফ্রাই আর
টমেটো কেচাপ ততক্ষণ একে অপরের থেকে সম্মানজনক দূরত্ব বজায় রাখবে যতক্ষণ না আমি
তাদের এক করে মুখে পুরছি। ইন ফ্যাক্ট, আমার সামনে বসে কেউ ফ্রেঞ্চ ফ্রাইয়ের ওপর
টমেটো কেচাপ ছড়িয়ে মাখামাখি করে খেলে আমি আর বিশেষ কিছু খেতে পারব কি না সন্দেহ।
বাঁ দিক। কোকা কোলা ভালো,
কোক জিরো আরও ভালো, ডায়েট কোকা কোলা অত ভালো না। তবে পেপসির তুলনায় সবকটাই ঢের ভালো।
দু’দিকই। বাইরে খেলে
কাঁটাচামচ দিয়ে খাই, বাড়িতে নিজের লোকজনদের সঙ্গে বসে খেলে হাত চালাই।
বাঁ দিক। যারা ও রকম খামচে
খামচে ক্যাডবেরি খায় আমি তাদের সহ্য করতে পারি না। মনে হয় ডেকে বলি, “আসুন, আপনাকে
ক্যাডবেরি কী করে খেতে হয় শিখিয়ে দিই।”
ডান দিক। নো চিজ প্লিজ।
বাঁ দিক।
আমি চেরিটা আগে খেয়ে কেকটা পরে খাই। অনেক সময় হাতের কাছে সুবিধেজনক লোক পাওয়া গেলে
আর সে যদি হাঁদার মতো কেকের প্লেট হাতে নিয়ে অন্য দিকে তাকিয়ে থাকে তাহলে তার
ভাগের চেরিটাও টপ করে খেয়ে নিই। তারপর ধীরেসুস্থে নিজের ভাগের কেকটায় মন বসাই।
বাঁ দিক। রণে বনে জলে জঙ্গলে প্রেমে যুদ্ধে খেলায় ভালোবাসায় সকালে বিকেলে দুপুরে মাঝরাত্তিরে . . .চা আমার চাই।
*****
আপনি কোন দিকের লোক?
যাহ, সবগুলোই যে তোমার সাথে মিলে গেল। তবে কোক/পেপসির কোনটাই আমার বিশেষ পোষায় না, তবু যদি পান করতেই হয় তো কোকই নেব। আর চা তো বলে বলে কফিকে গোল দেবে।
ReplyDeleteহাই ফাইভ, আবির। কোকপেপসি আমারও পছন্দ না। নেহাত দায়ে না পড়লে আমি দুটোর একটাও খাই না। যেটা আমি খুব আদর করেই খাই, এ ব্যাটারা যেটার নাম জানে না, সেটা হচ্ছে লিমকা।
Deleteআরে হ্যাঁ তাই তো। লিমকাটাও আমার ফেভারিট। এখানে সর্দারজির দোকানে হঠাৎ একদিন লিমকা (তাও আবার কাঁচের বোতলে) দেখে এমন চেঁচিয়েছিলাম যে সর্দারজি অনেকক্ষন ধরে বোঝেনইনি কেন চেঁচাচ্ছি। আমার উৎসাহ দেখে আমাকে একদম ফ্রিতেই খাইয়ে দিলেন।
Deleteবাঃ, সর্দারজী বেশ ভালো মানুষ তো।
DeleteSob same sudhu burger e amar cheese chai... :)
ReplyDeleteসব সেম সেম হলে ছোটবেলায় "সেম পিঞ্চ" বলে একটা রামচিমটি দিত না? আমি অত বাঁদর নই, তাই আপনার জন্য পিঞ্চের বদলে হাই ফাইভ, চুপকথা।।
Deleteমদের/জলের বোতল, না কেক/পেস্ট্রির ওপর চেরী?
ReplyDeleteএই দেখুন, ওটা যে চেরি নয় সে ব্যাপারে আমি কোমর বেঁধে আপনার সঙ্গে তর্ক করতে আসছিলাম, এসে দেখছি নিচে সুগতও বলছেন ওটা চেরিই। দুই বনাম এক, হার স্বীকার করছি। তাহলেও অবশ্য আমার উত্তর একই থাকবে। আমি চেরিটা আগে খেয়ে কেকটা পরে খাই।
Deleteভুল ঘুচিয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ, নিরুপম।
এ তো দেখছি সুমনাদের কোম্পানির বিজ্ঞাপন। ওটা মদের বোতল না... কেকের ওপর চেরি। আপনি কেকটা আগে খেয়ে চেরিটা শেষে খান, না কি চেরিটা আগে পটাং করে মুখে পোরেন? মতান্তরে, আপনি কি কেকটা ফেলে শুধু চেরিটা খান, না চেরিটা ফেলে কেকটা খান?
ReplyDeleteআমারগুলো দেখা যাক:
বাঁ দিক। ক্রাস্টটা বেস্ট পার্ট বলার জন্য হাই ফাইভ।
ডান দিক। অবশ্যই দামটা আগে দেখি, এবং আপনি যেটা বললেন, অন্য লোকে খাওয়ালে আরও বেশি করে দেখি।
দান দিক। মাস্টার্ড। মাস্টার্ড। মাস্টার্ড।
বাঁ দিক। একটা করে তুলে কেচাপে ডুবিয়ে মুখে পুরব।
বাঁ দিক। এবং পছন্দের অর্ডারটাও আপনার সঙ্গে হুবহু মিলেছে।
দুটোই। পরিস্থিতি বুঝে। বাড়িতে খেলেও কখনও কখনও কাঁটাচামচ নিই, বিশেষ করে যদি বুফের মতন এক হাতে প্লেট ধরে আরেক হাতে তুলে তুলে নেওয়ার ব্যাপার থাকে।
বাঁ দিক। কেউ চকোলেটের জ্যামিতি না মেনে কামড় বসাচ্ছে দেখলে আমার ভয়ানক অস্বস্তি হয়, মনে হয় তাকেই গিয়ে কামড়ে দিই, তারপর চকলেটের অধ-খাওয়া খোপগুলোকে ভেঙ্গে নিয়ে আবার ধারগুলোকে সমান করে দিই।
এটা আপনার সঙ্গে মেলেনি, আমার চিজ ভালো লাগে। তাই বাঁ দিক।
আমি কেকটা আগে খেয়ে চেরিটা শেষে খাই। সেটা মনে হয় ডান দিক হবে।
এটাও মিললনা। আমার কফি বেশি পছন্দ, তাই ডান দিক। তবে সময়বিশেষে চাও বেশি ভালো লাগে।
দুটোই। বাংলায় টমেটো, ইংরেজিতে টমাটো। হিন্দিতে টমাটর।
হাহা, টমাটর উত্তরটা পড়ে হাসছি। আমার বর্তমান পরিস্থিতিতে হাসি ব্যাপারটা এতই অপ্রত্যাশিত এবং আকস্মিক যে সে জন্য আপনাকে একটা ভয়ানক বড় ধন্যবাদ, সুগত।
Deleteকোক জিরো যে কোকের থেকে ভালো খেতে (উঁহু, ক্যালরি হ্যানাতানার কথা ভেবে নয়, স্রেফ স্বাদের দিক থেকে) এই কথাটা বলেছিলাম বলে বান্টি আমাকে কাঁচা চিবিয়ে খেতে বাকি রেখেছিল। আপনাকে দলে পেয়ে ভালো লাগল।
চকলেটের ব্যাপারটা আমি সিরিয়াসলি বুঝি না। পরিষ্কার কোম্পানি থেকে দাগ কেটে দেখিয়ে দিয়েছে কীভাবে খেতে হবে, কোনখানটা ভাঙতে হবে, কনফিউশনটা কীসের? জঘন্য ব্যাপার সব।
বাঁ দিক। যারা প্লেটের ওপর ক্রাস্ট জমা করতে থাকে, তাদের বয়েস পাঁচের কম হলে মজা লাগে। তার চেয়ে বড় হলে রাগ হয়
ReplyDeleteবাঁ দিক। পেটুকের মরণ নেই কিনা, খাবারটাই ইম্পরট্যান্ট। দাম বেশি হলে একটা কিডনি বেচে দেওয়া যাবে
দুটোই। তবে একটা চুজ করতে বললে বাঁ দিক। কেচাপ মাস্টার্ডের চেয়ে কিঞ্চিৎ বেটার
বাঁ দিক। কোক পেপসির চেয়ে অনেক বেশি ভালো খেতে
ডান দিক। হাত দিয়েই পিৎজা খেতে হয়। বিদেশেও
বাঁ দিক। চকোলেট একটা একটা করে ভেঙে খেতেই আরাম
বাঁ দিক। যদিও বার্গার খুব বেশি খাই না, কিন্তু এক্সট্রা চিজ হলে মন্দ হয় না
ডান দিক। চেরিটা সবার শেষে খাবো। তার মধ্যে যদি কেউ খাবলা মেরে আমার প্লেট থেকে চেরিটা নিয়ে নেয়, তাহলে আরও ভালো
বাঁ দিক। আমার কফি খুবই পছন্দ, বিশেষ করে এসপ্রেসো। কিন্তু ডাক্তার কফি খেতে বারণ করেছে। অগত্যা চা
ডান দিক। টো-মা-টো
আর কোক জিরো লাল কোকের চেয়ে ভালো খেতে? নেহাত আপনাকে অশেষ শ্রদ্ধা করি, তা না হলে...
যাক, বান্টির দলেও লোক আছে তার মানে। গুড। আপনার সঙ্গে আমার মেলা না-মেলার অনুপাত সমান দেখা যাচ্ছে। এটাও ভালো।
Deleteরণথম্ভোর ফাইন্যাল হল?
Dan dik: Sob kichuri crust pheli
ReplyDeleteBa(n) dik: Khabar ta ki dekha chai
Konotai noi : Khabare kono kichu add kora na pasand
Fries without Ketchup
Ba(n) dik: Pepsi abar ekta drink holo!
Dutoei: Obostha bhuje byabostha
Ba(n) dik: Chocolate bhenge khai
Ba(n) dik: With cheese
Ba(n) dik: Cherry toh khetei hobe
Ba(n) dik: Cha
Janina
এ মা রুণা, আমার মায়ের সঙ্গে তোমার এই খাবারে কোনও কিছু অ্যাড না করার ব্যাপারটা মিলে গেছে। আমার মা-ও এসব মাস্টার্ড, কেচাপ হ্যানা ত্যানা নেন না। অনেকে যেটাকে "টাকনা দিয়ে খাওয়া" বলে সেই ব্যাপারটাই আমার মায়ের নেই।
Deleteসিরিয়াসলি, পেপসিটা নেহাত অখাদ্য। তুমিও চায়ের দলে জেনে খুশি হলাম।
bah besh mojar byapar toh! # Left , amar meye majhe majhe crust fele, ami seta khai .. jodio tar boyos mote 3, r kodin pore erokom korle pithe gum gum porbe!
ReplyDelete#Left, ami baba ektu kipte manush, ta se nijer poisay hok ba porer.. akash thek toh r pore na
#Ketchap, tobe aro beshi bhalo hoi red hot pepper.. jotto jhal toto beshi moja
#Fries e ketchap ba oi type er bhije bhije jinis ekdom chole na, tahole bapu crispy khaba rki dorkar
# Right, Pepsi ekhane coke er theke bhalo lage! [desh e ulto ]
#Right beshi..
#Left, chocolate orokom bhabe khete dekhle take Beep mone hoi
#nah, Berger jinistai asojhyo, khay kibhabe manush!
#Left, cherry ba kono topping/frosting i pochhondo noi , pati pound cake
#coffe [anek koste chini-dudh chhara khaoa abhyes korechhi...
# Kolkatay anek mudir dokane "tomatom" o lekha thake!
:Papiya
তোমার মন্তব্যটা এত মজার, পাপিয়া। থ্যাংক ইউ। মুদির দোকান অবধি যেতে হবে না, আমার ঠাকুমাই টমেটম বলেন। "
Deletecherry ba kono topping/frosting i pochhondo noi , pati pound cake" আমি যদিও চেরি খাওয়ার কথা লিখেছি, কিন্তু যদি আমাকে উত্তর বদলানোর সুযোগ দেওয়া হয়, ধর্মাবতার, তবে আমি পাপিয়া যেটা বলেছে সেটাই বলব।
পয়সা আকাশ থেকে পড়ে না আর ওভাবে চকোলেট যারা খায় তাদের 'বিপ' মনে হয়ঃ দুটো মন্তব্যের জন্য আকাশছোঁয়া হাই ফাইভ।
hee hee Kuntala, amar ek buro boyoser class mate, j ekdin Delhi prochondo gorom e oi rokom bhabe ekta Chocolate kheye amak dekhiye bolechhilo, " I was hungry, toh maine ek bite mar lea" eke oibhabe kamre kheyechhe, taropor gorom e baki part ta kichhuta gole gechhe !! puro drisyo-dushan! amar toh mone hoi, bhai bon e jate kom-beshi bhag niye marpit na kore eta chocolate wala ra jenei oi rokom bhager bondobosto kore rekhechhe... r oi "tomatom" lekhata roj i chokhe porto, mone hoto pen diye kete dei! :Papiya
Deleteইস, এই যুক্তিটা তো আমার আগে কখনও মাথায় আসেনি পাপিয়া! সত্যিই তো, ভাগাভাগির সুবিধের জন্যই ও রকম গাইডলাইন দেওয়া থাকতে পারে। আমার অবশ্য ভাইবোন ছিল না কিন্তু চরিত্রগঠনের জন্য মা আমাকে দিয়ে বাড়ির লোকজনকে ক্যাডবেরি বিতরণ করাতেন। আমার বাড়িতে তখন প্রচুর লোক, ভাগ্যিস চকোলেটে দাগ কাটা ছিল, না হলে আমি ছোট মানুষ, ছোট ছোট হাতে ভাঙতে গিয়ে বড় বড় পিস করে ফেলতাম। ভাবতে এখনও শিউরে উঠছি। কী বাঁচান বেঁচেছি।
DeleteLeft-Right-Right-Left (actually Sprite)-Left-Right-Right-Left-Left-Right-Left (Bangla/English dutoi same).............Besh NCC-NCC lagche
ReplyDeleteহাহাহা, এন সি সি টা ভালো বলেছেন, প্রসূর্য়্য। আমি লিমকাবিহনে স্প্রাইট খাই।
Deleteএই খেলাটা একটু অন্য ভাবে খেলে আরো মজা হলো ! বাঁ দিক টা আমি ডান দিক টা আমার বর , মোটামুটি অক্ষরে অক্ষরে মিলে গেল, except #২, মেনু কার্ড এ দাম টা আমি-ই দেখি :)
ReplyDeleteবাঃ বাঃ, তুমি আর তোমার বর তো একেবারে একে অপরের পরিপূরক দেখা যাচ্ছে, কাকলি। অভিনন্দন।
Deletedan dik--ja sobai likheche tate ektu bhoye bhoyei likhlam :)
ReplyDeletedan din -- eta akdom sohomot, loke khawale bishesh kore yee ofc party thakle na obosso
baa dik beshir bhag somoy , tabole ki fishfry jatiyo khabar hole kechup diye khabo
baa daan konotai na
daan beshir bhag somoy, baire khete gele :(
baa - sotti oi khop kore onghso bhenge khetei beshi bhalo lage
daan - cheese ami eriye choli sochorachor
cherry amar na pasand , surute kingba seshe
cha obosshoi
dutoi khetro bishese
হাহা, প্রদীপ্তা, ভয় পেয়ো না। আমার চেনা বহু লোক আছে যারা ক্রাস্ট ফেলে খায়। এবং বুক ফুলিয়েই খায়। তোমার সঙ্গে বেশির ভাগই মিলেছে দেখছি। ভেরি গুড।
DeleteAmi pizza o kahi ni, ar french fries o ovba ekhai ni, coke zero o khai ni.. ami tai moner dukkhe khellam e na ar khela ta.
ReplyDeleteTar cheye alu posto na jhinge posto seta besi kothin khela.
Deleteহাহা, অর্ণব, আমার কাছে অবশ্য এই খেলাটা খুব সোজা। পোস্তর পেখম পরালেই কি ঝিঙের শোভা বাড়ে? আলুপোস্তই পছন্দ আমার।
DeleteBesh mojar. Burger e cheese must ar Coffee chai je kono somoi.. cha o chole tobe option thakle coffee. bakita tomar songe tomar bhasai high five .
ReplyDeleteহাই ফাইভ, হাই ফাইভ, ইচ্ছাডানা।
Deleteএইটা আগেও দেখেছি ... অনেকগুলোই তোমার সাথে এক .. বার্গার এ চীজ টা খাই , ক্রাস্ট এর ভেতর চীজ দেওয়া পিজা যদিও সাহস করে খাইনি এখনো , কোক জিরো খাইনি , আর চা কফি দুটোই ভালো কোয়ালিটি হতে হবে ... তবেই ভালো লাগে ...
ReplyDeleteতা ঠিক বলেছিস ঊর্মি, বাজে চা খাওয়া যায় না। সিরিয়াসলি।
Deleteeta besh mojar to ... Anekguloi tomar sathe milechhe :) Tabe ami cake sudhui pochhondo kori: no cream, no fruit topping even no chocolate ganache. R fries o tai, sudhui alubhaja. kono aerated drinks i cholena, poristhiti nirbhor kore sprite cholte pare..Cha ta milechhe kintu bhalo cha na pele mone hoi dhur chhai er theke black coffee bhalo..asole cha byaparta etoi bhalobasi je baje ta sojhyo hoyna.. --Bratati.
ReplyDeleteArre prothom tai meleni seta etokhone dekhlam: extra crust (jei portion e topping thake na) bishon biswad lage .. chocolate keu ki kore je daag follow na kore khete pare ta ami ajo bujhini :(
চা নিয়ে এই খুঁতখুঁতানিটা ফেলুদারও ছিল, ব্রততী। চকোলেটের ব্যাপারটা আমার কাছেও একটা রহস্য।
Deleteআমার তো ইচ্ছে হচ্ছে অর্ণব দা'র দিকে চলে যায়। :)
ReplyDeleteতবু বলি যতটা মেলে:
২: ডানদিক, বিশেষ করে কেও খাওয়ালে তো ভালকরে দেখি।
৫: কোনোটাই না কারণ এক ঢক গলাই গেলেই ৫ মিনিট বাদে হাঁচি আর কাশি শুরু হয়। তাই লেবু আর নুন দেওয়া জল বেশি প্রিয়।
৬: ডানদিক, হাতেই বেশি পছন্দ করি।
৭: নিজে কিনে খেলে ডান দিক কারণ কলেজ থেকে ফেরার পথে খিদে পেলে ওই খাবারটাই পছন্দ করি আর কিনেই তাড়াতাড়ি কামড়ে খেয়ে ঢকঢক করে জল খায় আর কেও খাওয়ালে, খিদে না পেলে ওই বাঁ দিকের মত ভেঙে ভেঙে খায়।
৯: এটা একেবারে তোমার সাথে মিলে গেছে। ওই হাঁদা টাইপের কেও থাকলে তো তুলেইনি আর সেরকম কেও না থাকলে বলি আমার একটু কেক দেব তোর চেরিটা দিবি? :D
১০: রোজ ৯টার দিকে এক কাপ কফি না হলে মনটা একটু খারাপ করে তাই ডানদিক। তবে চাও খায় মাঝেমাঝে।
১১: বাংলায়- টমেটো, ইংরিজিতে- টোম্যাটো বলি।
ও, আর একটা কথা বলি।
চ্যবনপ্রাশ খেয়ে কিছুই কাজ হচ্ছিলনা তাই আর এক দিদির কথায় তালমিছরি গরম জলে গুলে সন্ধ্যায় এক কাপ খেতে শুরু করেছি। এখন দিব্যি ভাল আছি। তবে চ্যবনপ্রাশ খাওয়া ছাড়িনি। আমার নতুন ইমেল আইডি থেকে একথায় লিখেছিলাম,উত্তর পায়নি দিদি।
উত্তর পেয়ে খুব ভালো লাগল অনুজিৎ। তোমার শরীর ভালো আছে সেটা শুনে আরও ভালো লাগল। ই মেলের উত্তরটা দেব দেব করেও দেওয়া হয়নি। ভেরি ভেরি সরি।
DeleteLeft
ReplyDeleteRight
Right
Left
Left
Right
Left
Left
Left
Right
Left
Left : 7
Right : 4
আমি বামপন্থী তাহলে।
আমার চেনা এক বামপন্থী একবার খুব কায়দা করে হেসে বলেছিলেন যে বাম ডান এইসব ভাগাভাগির মানেই তিনি বোঝেন না শুধু একটা জিনিসই বোঝেন যে সব বুদ্ধিমান লোকই আসলে বামপন্থী।
Deleteউত্তর পেয়ে ভালো লাগল, তন্ময়।