সাপ্তাহিকী
Mrs. Wormwood: "What state do you live in?" Calvin: "Denial."
আপনার ফুডি আই কিউ কত? আমার মোটে আট।
আমি ভাবছি এই জিনিসটা কিনেই ফেলি। চশমা খোঁজায় কাজে লাগবে।
অ্যাপার্টমেন্ট পাঁচের এ, একশো ঊনত্রিশ নম্বর, ওয়েস্ট একাশি নম্বর স্ট্রিট,
নিউ ইয়র্ক। এই বাড়িটার লোকজন এবং ফ্লোরপ্ল্যান আমার সবথেকে বেশি পছন্দের।
বিশ্বাস হয়, ইউটিউবের জন্ম মোটে দু’হাজার পাঁচ সালে? এই সেদিনের বাচ্চা, অথচ
এরই মধ্যে দুনিয়াটাকে কী ভাবে পালটে দিয়েছে।
আমার সেভ করার সিস্টেমটাও কিছুদিন আগে পর্যন্ত এ’রকমই ছিল। এখন মাথা খুলেছে।
এখন আমি দিনতারিখ দিয়ে ফাইল সেভ করি। অর্থাৎ কি না Happy Valentines Day 130215, Happy Valentines Day 140215 ইত্যাদি। আপনি কী ভাবে
ফাইল সেভ করেন?
যে গানের নাম চৈতী সে কি খারাপ হতে পারে? এ সপ্তাহের গান।
Thanks for the list of links. Youtube-er opor article ta besh bhalo. Seriously changing the world.
ReplyDeleteAmar foodie IQ mote 5, dukkhe mon kharap!
Shuteertho
আরে দুঃখ করবেন না, সুতীর্থ, দশের নিচে আমিও আছি।
Deleteকুম্ভমেলা দেখলেই আমি নস্ট্যালজিক হয়ে পড়ি। ওই ভিডিওতে যে জায়গাগুলো দেখিয়েছে সেগুলো একসময়ে আমার হাতের তালুর মতন চিনতাম।
ReplyDeleteআমার ফুডি আই কিউ ১১, আর আমি এখনও প্রায়ই ফাইল ঐভাবে সেভ করে থাকি।
সর্বনাশ, আপনি তো রিয়েল ফুডি দেখছি, সুগত। খুব হিংসে করলাম। কুম্ভমেলার ভিডিওটা পেয়ে আমার আপনার কথাই প্রথম মনে পড়েছিল।
DeleteKumbha mela video ta khub bhalo laglo. Amar Foodie IQ o 8, ebong beshorbhag question e ami andaje answer korechi. :P
ReplyDelete-Ramyani.
আন্দাজ ভালো জিনিস, রম্যাণি। কুম্ভমেলার ভিডিও দেখতে আমারও ভালো লেগেছে কিন্তু সশরীরে গিয়ে পড়লে কেমন লাগবে সেটা নিয়ে একটু সন্দেহ আছে।
DeleteSave er byaparta besh mojadar.... erom amaro hoy, kintu barkoyek windows 'destination path too long' bole dabrani deway komechhe. Khaiye bole nam chhilo .. kintu 3-4 ter beshi parlam e na ... dukkho
ReplyDeleteআরে দূর হীরক, খাইয়ে হলেই খাবারের সম্পর্কে জানতে হবে নাকি? সেই যে জটায়ু তাঁর নিজের গাড়ির কলকবজা সম্পর্কে অজ্ঞতাকে জাস্টিফাই করে বলেছিলেন, নিজের শরীরটার ভেতরেই কী কী আছে জানি না, গাড়ি তো দূর অস্ত।
Deletefoodie iq 10 tobei onek guloi andaje dhil chhora... Achha chosma to noy phone diye khujbe..phone khujbe ki kore.. amar pray e sei somosya hoy.. phone ta silent mode e rekhe bhule jai kothay rekhechhi
ReplyDeleteআমারও সেটাই প্রশ্ন ছিল মনে মনে, চুপকথা। এই সাইলেন্টে রেখে হারিয়ে ফেলাটা জাস্ট বাজে ব্যাপার।
DeleteDenial mode. Always.
ReplyDelete